বিমা পলিসি সম্পর্কিত নতুন নিয়ম আসছে, কী কী বিশেষ সুবিধা মিলবে ? জানুন বিশদে
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
এক নজরে দেখে নেওয়া যাক IRDAI-এর নতুন নিয়মগুলি, যা কার্যকর করার জন্য প্রস্তুতি চলছে।
advertisement
IRDAI বিমা পলিসির নতুন নিয়ম সম্পর্কিত পরামর্শপত্র প্রকাশ করেছে। নতুন নিয়মের অধীনে, যদি একজন পলিসি হোল্ডার তাঁর পলিসি (অ-অংশগ্রহণকারী জীবন) সমর্পণ করেন (কোম্পানির কাছে ফেরত দেন), তাহলে তাঁকে আরও বেশি নিশ্চিত পরিমাণ পেতে হবে। বিমা নিয়ন্ত্রক IRDAI-Insurance Regulatory and Development Authority of India এই বিষয়ে একটি পরামর্শপত্র জারি করেছে। এক নজরে দেখে নেওয়া যাক IRDAI-এর নতুন নিয়মগুলি, যা কার্যকর করার জন্য প্রস্তুতি চলছে।
advertisement
advertisement
এখন এসব নিয়ম পরিবর্তনের প্রস্তুতি চলছে। IRDAI উচ্চ সমর্পণ মূল্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই নতুন নিয়ম নন-PAR প্রোডাক্ট অর্থাৎ নন-পার্টিসিপেটিং লাইফ ইনস্যুরেন্স পলিসিতে প্রযোজ্য হবে। এতে সরাসরি সুবিধা পাবেন গ্রাহকরা। নতুন প্রস্তাবিত নিয়মের অধীনে - গ্যারান্টিযুক্ত সমর্পণ মূল্য + প্রিমিয়াম বিয়ন্ড থ্রেশহোল্ড = অ্যাডজাস্টেড গ্যারান্টিযুক্ত সমর্পণ মূল্য।
advertisement
advertisement
অ-অংশগ্রহণকারী জীবন বিমা পলিসি বা নন-পার্টিসিপেটিং জীবন বিমা পলিসি মানে এই ধরনের পরিকল্পনা, যেখানে কোম্পানির লাভের ভিত্তিতে কোনও বোনাস বা লভ্যাংশ প্রদান করা হয় না। তাই, পলিসিধারী এই ধরনের পরিকল্পনায় অংশ নেবে না বা বিমা প্রদানকারীর কাছ থেকে অর্জিত লাভে কোনও আগ্রহ নেবে না। এই নিয়ে আপাতত কথা চলছে।
advertisement
advertisement