হোম » ছবি » ব্যবসা-বাণিজ্য » টাকা তোলার আগে চেক করে নিন ব্যালেন্স, না হলে কেটে নেওয়া হবে অনেক টাকা

টাকা তোলার আগে চেক করে নিন ব্যালেন্স, না হলে কেটে নেওয়া হবে অনেক টাকা

  • 15

    টাকা তোলার আগে চেক করে নিন ব্যালেন্স, না হলে কেটে নেওয়া হবে অনেক টাকা

    পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের জন্য বড় ধাক্কা ৷ ১ মে থেকে গ্রাহকদের জন্য পিএনবি নিয়ে আসছে নয়া নিয়ম ৷ আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স না থাকা সত্ত্বেও টাকা তুললে দিতে হবে চার্জ ৷ ব্যাঙ্ক গ্রাহকদের মেসেজ পাঠিয়ে এই বিষয়ে জানিয়েছে ৷ এছাড়া ব্যাঙ্কের ওয়েবসাইটেও এই বিষয়ে সমস্ত তথ্য বিস্তারিত জানানো হয়েছে ৷

    MORE
    GALLERIES

  • 25

    টাকা তোলার আগে চেক করে নিন ব্যালেন্স, না হলে কেটে নেওয়া হবে অনেক টাকা

    পিএনবি ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স না থাকার কারণে ফেল ডোমেস্টিক ক্যাশ উইথড্রয়েল ট্রানজাকশনে ১০ টাকা + জিএসটি নেওয়া হবে ৷ ট্রানজাকশন না হওয়ার কারণ অপর্যাপ্ত ব্যালেন্স হতে হবে ৷ অন্য কোনও কারণের জেরে ট্রানজাকশন ফেল হলে কোনও চার্জ কাটা হবে না ৷ ব্যাঙ্কের নয়া নিয়ম ১ মে ২০২৩ থেকে লাগু করা হবে ৷

    MORE
    GALLERIES

  • 35

    টাকা তোলার আগে চেক করে নিন ব্যালেন্স, না হলে কেটে নেওয়া হবে অনেক টাকা

    ফেল ট্রানজাকশন নিয়ে পিএনবি-র গাইডলাইন-

    MORE
    GALLERIES

  • 45

    টাকা তোলার আগে চেক করে নিন ব্যালেন্স, না হলে কেটে নেওয়া হবে অনেক টাকা

    পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গাইডলাইন অনুযায়ী, কোনও ট্রানজাকশন ফেল করলে অভিযোগ জানানো যেতে পারে ৷ অভিযোগ জানানোর ৭ দিনের মধ্যে সমস্যার সুরাহা দেওয়া হয়ে থাকে ৷ যদি ব্যর্থ লেনদেনটির বিষয়ে জানানোর পরও ৩০ দিনে মধ্যে কোনও সমাধান না পাওয়া যায় তাহলে গ্রাহকরা প্রতিদিন ১০০ টাকা ক্ষতিপূরণ পাবেন। কাস্টোমার কেয়ার নম্বর 0120-2490000, টোল ফ্রি নম্বরে 0120-2490000 অভিযোগ জানানো যাবে ৷

    MORE
    GALLERIES

  • 55

    টাকা তোলার আগে চেক করে নিন ব্যালেন্স, না হলে কেটে নেওয়া হবে অনেক টাকা

    ডেবিট কার্ড চার্জে সংশোধনের জন্য তেরি পিএনবি-
    জল্পনা চলছে যে পিএনবি কার্ড ও প্রিপেড কার্ড জারি করার ফি এবং বার্ষিক মেন্টেনেন্স চার্জ বদলানোর প্রক্রিয়া চলছে ৷ শপিং করার সময় পিওএস ও ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে এবং অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকার কারণে ট্রানজাকশন ফেল হলে ব্যাঙ্ক ই-কমার্স লেনদেনে জরিমানা নেওয়ার যোজনা তৈরি করছে ৷

    MORE
    GALLERIES