New Business Idea: দু-এক মাসেই চড়চড়িয়ে বাড়বে রোজগার, নয়া এই কাজেই মুখে ফুটবে চওড়া হাসি, আজই শুরু করুন

Last Updated:
New Business Idea: মৎস্যজীবীদের উৎসাহ দিতে এরকমই বাওর বা ছোট ছোট পুকুর তৈরি করে সেখানে পেন কালচারের মাধ্যমে মৎস্য চাষে আগ্রহ গড়ে তুলতে উদ্যোগী হল ওয়াটার লেন্ড ম্যানেজমেন্ট ইসডিজি।
1/7
*এলাকার প্রায় কয়েকশো মৎস্যজীবী গাইঘাটা ডুমা বাওরের উপর তাদের জীবন জীবিকা চালান। সারাবছরই সুবিশাল এই বাওড়ে মাছ ধরেই চলে সংসার। বাওরের মাছ স্থানীয় এলাকায় বা বাজারে বিক্রি করে যা উপার্জন হয় তা দিয়েই ছেলেমেয়ে-সহ পরিবারের মুখে হাসি ফোটান এই মৎস্যজীবীরা। প্রতীকী ছবি। 
*এলাকার প্রায় কয়েকশো মৎস্যজীবী গাইঘাটা ডুমা বাওরের উপর তাদের জীবন জীবিকা চালান। সারাবছরই সুবিশাল এই বাওড়ে মাছ ধরেই চলে সংসার। বাওরের মাছ স্থানীয় এলাকায় বা বাজারে বিক্রি করে যা উপার্জন হয় তা দিয়েই ছেলেমেয়ে-সহ পরিবারের মুখে হাসি ফোটান এই মৎস্যজীবীরা। প্রতীকী ছবি।
advertisement
2/7
*এবার মৎস্যজীবীদের উৎসাহ দিতে এরকমই বাওর বা ছোট ছোট পুকুর তৈরি করে সেখানে পেন কালচারের মাধ্যমে মৎস্য চাষে আগ্রহ গড়ে তুলতে উদ্যোগী হল ওয়াটার লেন্ড ম্যানেজমেন্ট ইসডিজি। প্রতীকী ছবি। 
*এবার মৎস্যজীবীদের উৎসাহ দিতে এরকমই বাওর বা ছোট ছোট পুকুর তৈরি করে সেখানে পেন কালচারের মাধ্যমে মৎস্য চাষে আগ্রহ গড়ে তুলতে উদ্যোগী হল ওয়াটার লেন্ড ম্যানেজমেন্ট ইসডিজি। প্রতীকী ছবি।
advertisement
3/7
*সরকারি সহায়তায় বিভিন্ন প্রজাতির চারা মাছ নিয়ে এসে, নেট দিয়ে ঘেরা জলাশয় এর এলাকার মধ্যেই ছাড়া হয়। বিশেষ এই পদ্ধতিকেই বলা হয়ে থাকে পেনি কালচার। প্রতীকী ছবি। 
*সরকারি সহায়তায় বিভিন্ন প্রজাতির চারা মাছ নিয়ে এসে, নেট দিয়ে ঘেরা জলাশয় এর এলাকার মধ্যেই ছাড়া হয়। বিশেষ এই পদ্ধতিকেই বলা হয়ে থাকে পেনি কালচার। প্রতীকী ছবি।
advertisement
4/7
*বাওরের মতো বড় জলাশয়ের ক্ষেত্রে, সরাসরি ছোট মাছ ছাড়লে অনেক সময় বড় মাছ ছোট মাছগুলিকে খেয়ে ফেলে। ফলে মাছের উৎপাদন কমে যায়। সেক্ষেত্রে মৎস্য দফতর উদ্যোগে বড় বাওর বা জলাশয় এ ধরনের পেন কালচারের মাধ্যমেই মৎস্য চাষ করার পরামর্শ দেওয়া হয়ে থাকে। প্রতীকী ছবি। 
*বাওরের মতো বড় জলাশয়ের ক্ষেত্রে, সরাসরি ছোট মাছ ছাড়লে অনেক সময় বড় মাছ ছোট মাছগুলিকে খেয়ে ফেলে। ফলে মাছের উৎপাদন কমে যায়। সেক্ষেত্রে মৎস্য দফতর উদ্যোগে বড় বাওর বা জলাশয় এ ধরনের পেন কালচারের মাধ্যমেই মৎস্য চাষ করার পরামর্শ দেওয়া হয়ে থাকে। প্রতীকী ছবি।
advertisement
5/7
*জ্বাল দিয়ে ঘেরা এ ধরনের ছোট পুকুর বা জলাশয় দু-এক মাস থাকার পর চারা মাছ যখন একটু বড় হয়ে যায় তখন মূল জলাশয়ে এই মাছগুলিকে ছেড়ে দেওয়া হয়। এই বাওরের ক্ষেত্রেও তেমনই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেই জানান হয় মৎস্যজীবী সমিতির তরফ থেকে। প্রতীকী ছবি। 
*জ্বাল দিয়ে ঘেরা এ ধরনের ছোট পুকুর বা জলাশয় দু-এক মাস থাকার পর চারা মাছ যখন একটু বড় হয়ে যায় তখন মূল জলাশয়ে এই মাছগুলিকে ছেড়ে দেওয়া হয়। এই বাওরের ক্ষেত্রেও তেমনই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেই জানান হয় মৎস্যজীবী সমিতির তরফ থেকে। প্রতীকী ছবি।
advertisement
6/7
*এ ধরনের দুটি পেন এ গ্লাস কাপ ছাড়া হয়েছে ১৩০ কেজি করে, ও বাকি দুটিতে আইএমসি পোনা ছাড়া হয়েছে বলে জানানো হয়। এরপর বাওরে তিন চার মাস পর থেকে মৎস্যজীবীরা এই মাছ ধরতে পারবেন। বিনামূল্যে সরকারি সাহায্যে মৎস্য চাষে উৎসাহদানের জন্যই এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রতীকী ছবি। 
*এ ধরনের দুটি পেন এ গ্লাস কাপ ছাড়া হয়েছে ১৩০ কেজি করে, ও বাকি দুটিতে আইএমসি পোনা ছাড়া হয়েছে বলে জানানো হয়। এরপর বাওরে তিন চার মাস পর থেকে মৎস্যজীবীরা এই মাছ ধরতে পারবেন। বিনামূল্যে সরকারি সাহায্যে মৎস্য চাষে উৎসাহদানের জন্যই এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রতীকী ছবি।
advertisement
7/7
*ফলে উপকৃত হবেন জেলার গাইঘাটা এলাকার প্রায় কয়েকশো মৎস্যজীবী। বিশেষ এই চাষে সংস্থার তরফ থেকে প্রশিক্ষণ দেওয়ারও ব্যবস্থা থাকছে বলেই জানানো হয়। প্রতীকী ছবি।
*ফলে উপকৃত হবেন জেলার গাইঘাটা এলাকার প্রায় কয়েকশো মৎস্যজীবী। বিশেষ এই চাষে সংস্থার তরফ থেকে প্রশিক্ষণ দেওয়ারও ব্যবস্থা থাকছে বলেই জানানো হয়। প্রতীকী ছবি।
advertisement
advertisement
advertisement