দেশের লক্ষ লক্ষ পেনশনভোগীদের জন্য একটি বিরাট খবর আসছে ৷ পেনশন রেগুলেটর PFRDA, ন্যাশন্যাল পেনশন স্কিম (NPS)-এর অন্তর্গত মিনিমাম অ্যাসিওর্ড রিটার্ন স্কিম (MARS) নিয়ে আসতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
2/ 12
এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের বিশেষ যোজনা ৷ পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেবেলপমেন্ট অথোরিটি (PFRDA) এই স্কিমকে ডিজাইন করার জন্য পরামর্শদাতাদের জন্য রিকোয়েস্ট ফর প্রপোজাল (RFP)জারি করেছে ৷ প্রতীকী ছবি ৷
3/ 12
এই সংক্রান্ত বিষয়ে পরামর্শ চাওয়া হয়েছে ৷ এই স্কিম নিয়ে বিগত বছরে (PFRDA) এর অধ্যক্ষ সুপ্রতীম দাস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এইবার পেনশন ফান্ড এবং অ্যাকচ্যুরিয়ল কর্মীদের মধ্যে কথাবার্তা চলছে ৷ প্রতীকী ছবি ৷
4/ 12
এই কথাবার্তার নিরিখে যোজনার রূপরেখা তৈরি করা হবে ৷ (PFRDA) পেনশন ফান্ডের যোজনার অন্তর্গত নিয়ম অনুযায়ী এক ন্যূনতম সুরক্ষিত যোজনার অন্তর্গত ফান্ড কে মার্কেট টু মার্কেট করা হয় ৷ প্রতীকী ছবি ৷
5/ 12
এতে বেশ কিছুটা ওঠাপড়া আছে ৷ যা বাজারের পরিস্থিতি দেখেই ধার্য করা হয়ে থাকে ৷ (PFRDA) এর RFP-এর খসড়া অনুযায়ী, এনপিএসের অন্তর্গত নিশ্চিত রিটার্নের যোজনা প্রস্তুতের অন্তর্গত প্রস্তুত করা চাই ৷ প্রতীকী ছবি ৷
6/ 12
PFRDA-এর আইনের অন্তর্গত এনপিএসের সাবস্ক্রাইবারদের একটি এমন স্কিম বাছতে হবে যা মিনিমাম অ্যাসিওর্ড রিটার্ন দেবে ৷ এই য়োজনার অন্তর্গত রেগুলেটরের সঙ্গে রেজিস্টার্ড পেনশনের মাধ্যমে ফান্ড করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
7/ 12
পরামর্শদাতাদের ঠিক করতে হবে যাঁরা বর্তমানে বিনিয়োগকারী তাঁদের সম্ভাবিত সাবস্ক্রাইবারদের মিনিমাম অ্যাসিওর্ড রিটার্ন যোজনা প্রস্তুত করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
8/ 12
PFRDA-এর পক্ষ থকে জানানো হয়েছে ন্যাশন্যাল পেনশন স্কিম (NPS) ও অটল পেনশন যোজনা (APY)-কে নতুন করে গড়ে তুলতে নতুন করে বৈশিষ্ট্য সম্পন্ন করতে ৷ তবে এগুলি সবই কেন্দ্রীয় সরকারের যোজনা ৷ প্রতীকী ছবি ৷
9/ 12
PFRDA যে নতুন স্কিমের পরিকল্পনা করছে, যা প্রথম ও বাস্তবিক স্কিমের পরিকল্পনা তৈরি করছে ৷ PFRDA-এর এখন এমন কোনও স্কিম নেই যেখানে কোনও গ্যারান্টি আছে ৷ প্রতীকী ছবি ৷
10/ 12
কেন্দ্রীয় সরকার কর্মীদের ১ জানুয়ারি ২০০৪ থেকে এনপিএস অনিবার্য করেছে ৷ এরপর থেকে কর্মীদের জন্য এনপিএস আপন করেছেন ৷ প্রতীকী ছবি ৷
11/ 12
এরপর থেকে ২০০৯ সালে বেসরকারি ক্ষেত্রে কর্মরত মানুষদের এনপিএসের দরজা খোলা হয়েছে ৷ অবসরের পরে এনপিএসের একটি অংশ তুলতে পারবে ৷ প্রতীকী ছবি ৷
12/ 12
ন্যাশন্যাল পেনশন স্কিমে ১৮ থেকে ৬০ বছরের যে কেউ নাম নথিভুক্ত করতে পারেন ৷ প্রতীকী ছবি ৷