মাত্র ১১ মাসে ৬২ গুণ বেড়েছে ‘এই’ স্টক, কোটিপতি হয়ে গিয়েছেন বিনিয়োগকারীরা ! আপনি কিনেছিলেন?
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Multibagger Stock : ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ডিপিআইএল-এর একটি শেয়ারের দাম ছিল ২৩.৩০ টাকা। যা এখন বেড়ে ১৪৩০.৬০ টাকায় দাঁড়িয়েছে। হিসাব করে দেখলে, মাত্র ১১ মাসের মধ্যে পাঁচ গুণ বা দশ গুণ নয়, ৬২ গুণ বৃদ্ধি পেয়েছে এই স্টক।
advertisement
advertisement
advertisement
২০২৩ সালের সেপ্টেম্বরে ডায়মন্ড পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের (ডিপিআইএল) একটি শেয়ারের দাম ছিল ২৩.৩০ টাকা। শেষ ট্রেডিং সেশন অর্থাৎ শুক্রবারে, ডিপিআইএল-এর স্টক ২ শতাংশ কমে ১৪৩০.৬০ টাকায় বন্ধ হয়েছে। অর্থাৎ ১১ মাসে বিনিয়োগকারীদের অর্থ বেড়েছে ৬২ গুণ। গত একমাসে বেড়েছে ১৩ শতাংশ আর ছয় মাসে এই মাল্টিব্যাগার স্টক থেকে বিনিয়োগকারীরা ৩৪৮ শতাংশ রিটার্ন পেয়েছেন।
advertisement
Moneycontrol-এর রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি ইঞ্জিনিয়ারিং এবং নির্মাণ সংস্থা লার্সেন অ্যান্ড টুব্রো-এর কাছ থেকে ৪০.১২ কোটি টাকার একটি অর্ডার পেয়েছে ডায়মন্ড পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। এই অর্ডার এএল-৫৯ কন্ডাকটরের। ২০২৫ সালের মধ্যেই শেষ হবে এই কাজ। চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে ডায়মন্ড পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের আয় ২০১ শতাংশ বেড়ে ২২৪ কোটি টাকা হয়েছে। গত বছরের ওই সময় কোম্পানির আয় ছিল ৭৪ কোটি টাকা। জুন ত্রৈমাসিকে কোম্পানির নিট মুনাফাও ১৮০ শতাংশ বেড়ে ১৭ কোটি টাকা হয়েছে।
