আর্থিক কষ্ট থেকে মুক্তি ! মাসে মাত্র ৫০০ টাকা বিনিয়োগে সুনিশ্চিত ভবিষ্যত, আয়করে ছাড়-সহ একগুচ্ছ সুযোগ সুবিধা
Last Updated:
advertisement
ELSS এর মাধ্যমে আয়কর বাঁচানোর ক্ষেত্রে মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ করা যেতে পারে ৷ বিশেষজ্ঞরা মনে করেন ইক্যুইটি লিঙ্কড সেভিংস স্কিম পিপিএফ, এনএসসি অথবা ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের থেকে অনেকটাই ভাল ৷ ELSS ৮০সির অন্তর্গত ১.৫ লক্ষ টাকা পর্যন্ত আয়করে ছাড় পাওয়া যাবে ৷ মাত্র ৫০০ টাকা মাসে বিনিয়োগের মাধ্যমেই শুরু করা যেতে পারে সঞ্চয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
এর লকইন পিরিয়ড অনেকটাই কম হয়ে থাকে ৷ পিপিএফ, এনএসসির লক ইন পিরিয়ড বা সময় অনেকটাই বেশি ৷ এর অর্থ একবার বিনিয়োগ করলে তাড়াতাড়ি সেই টাকা তোলার সুযোগ থাকছে না ৷ মূলত পিপিএফ অ্যাকাউন্টের টাকা ৫ বছর পরে আংশিক তোলার সুযোগ থাকে ৷ তবে ম্যাচিউরিটি ১৫ বছর পরে হয়ে থাকে ৷ এনএসসির লক ইন পিরিয়ড ৫ বছরের ৷ তবে ELSS ইক্যুইটি লিঙ্কড সেভিংস স্কিমের লক ইন পিরিয়ড মাত্র ৩ বছরের ৷ প্রতীকী ছবি ৷
advertisement
৫ বছরে মোট ২০ শতাংশ পর্যন্ত টাকা পাওয়া যায় এই স্কিমে ৷ আদিত্য বিড়লা সান লাইফ ট্যাক্স রিলিফে ৯৬ গত ৫ বছরে ১৮.২৯ শতাংশ সুদ দিয়েছে, অ্যাক্সিস লঙ টার্ম ইক্যুইটি ফান্ড ১৮.১৩ শতাংশ, টাটা ইন্ডিয়া ট্যাক্স সেভিংস পান্ড ১৮.০১ শতাংশ, ডিএসপি ট্যাক্স সেভার ফান্ড ১৭.৪১ শতাংশ রিটার্ন দিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement