Money Making Tips: মিলবে FD-র মতো সুদ আর সেভিংস অ্যাকাউন্টের মতো যখন খুশি তুলতে পারবেন টাকা, Auto Sweep Facility সম্পর্কে জানা আছে কি?
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
Money Making Tips: এফডি-র মতো উচ্চ সুদ এবং সেভিংস অ্যাকাউন্টের মতো টাকা তোলার সুবিধা একসাথে পেতে পারেন Auto Sweep Facility-তে। ব্যাঙ্কের এই বিশেষ পরিষেবা কীভাবে কাজ করে ও এতে কী সুবিধা, দেখে নিন বিস্তারিত।
Auto Sweep Facility হল একটি ব্যাঙ্কিং ফেসিলিটি। এক্ষেত্রে গ্রাহকরা একটি সেভিংস অ্যাকাউন্ট এবং একটি ফিক্সড ডিপোজিট (FD)-এর সুবিধা একসঙ্গে পেয়ে যাবেন। এতে ব্যাঙ্ক নিজেই স্বয়ংক্রিয় ভাবে গ্রাহকের সেভিংস অ্যাকাউন্টে রাখা অতিরিক্ত অর্থকে FD-তে রূপান্তরিত করে, যার জেরে গ্রাহক FD-র মতো সুদ পেয়ে যেতে পারেন। শুধু তা-ই নয়, কখনও প্রয়োজন হলে ফিক্সড ডিপোজিট (FD) না ভেঙে সহজেই তা তুলে নিতে পারবেন গ্রাহকরা। অর্থাৎ ঠিক যেভাবে প্রয়োজন হলে তাঁরা নিজেদের সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা তোলেন, সেভাবেই তাঁরা একটি Auto Sweep Facility অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন। এই সুবিধা গ্রহণ করার জন্য গ্রাহককে ব্যাঙ্কে যেতে হবে। এরপর নিজের সেভিংস অ্যাকাউন্টের জন্য তাঁরা Sweep-in-FD বিকল্পটি বেছে নিতে পারেন। তাহলে এই স্কিমের বিশেষ কিছু বৈশিষ্ট্যের বিষয়ে আজকের প্রতিবেদনে আলোচনা করে নেওয়া যাক।
advertisement
advertisement
advertisement
advertisement
মেয়াদ:Sweep-in-FD-র মেয়াদ ব্যাঙ্কের নিয়ম এবং গ্রাহকের পছন্দের উপর নির্ভর করে। Sweep-in-FD সাধারণত ১ থেকে ৫ বছরের জন্য করা যেতে পারে। ধরা যাক, গ্রাহকের সেভিংস অ্যাকাউন্টে ৫০,০০০ টাকা আছে এবং এর থ্রেশোল্ড লিমিট ২৫,০০০ টাকা। এবার সেক্ষেত্রে বাকি ২৫,০০০ টাকা এফডি-তে চলে যাবে, যার উপর গ্রাহক ৬-৭ শতাংশ হারে সুদ পেয়ে যেতে পারেন। এবার যদি প্রয়োজনে গ্রাহক ৪০,০০০ টাকা তুলতে চান, তাহলে সেক্ষেত্রে ২৫,০০০ টাকা সেভিংস অ্যাকাউন্ট থেকে এবং বাকি ১৫,০০০ টাকা এফডি থেকে তুলে নেওয়া যাবে।