How To Make 15 Crores Rupees: একবারে Mutual Fund-এ ৩০ লক্ষ টাকা বিনিয়োগ করতে চাইছেন? ১৫ কোটি টাকা হতে কত বছর লাগবে?
- Written by:Trending Desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
How To Make 15 Crores Rupees: মিউচুয়াল ফান্ডে এককালীন ৩০ লক্ষ টাকা বিনিয়োগ করলে কত বছরে তা ১৫ কোটি টাকায় পৌঁছাতে পারে, তা নির্ভর করে বার্ষিক রিটার্নের হারে।
আজকাল বাজারে বিনিয়োগের নানাবিধ বিকল্প রয়েছে। আর তার মধ্যে অন্যতম হল মিউচুয়াল ফান্ড। যেহেতু ইক্যুইটি ফান্ডগুলির বেশিরভাগ বিনিয়োগই শেয়ার বাজারে হয়, তাই এতে বাজারের ঝুঁকিরও যোগ থাকে। তবে যাঁরা ঝুঁকি নিতে পারেন, তাঁরা দীর্ঘমেয়াদে যথেষ্ট সম্পদ তৈরি করার ক্ষেত্রে এই বিকল্পটিকে বেশ লাভজনক বলে মনে করেন। প্রসঙ্গত মিউচুয়াল ফান্ড বিনিয়োগের সবচেয়ে ভাল দিক হল - বিনিয়োগকারীর হাতে এককালীন বা প্রতি মাসে এককালীন টাকা বিনিয়োগের বিকল্প রয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
হিসাব অনুযায়ী, ১৩ কোটি টাকার সম্পদ গড়ে তোলার জন্য বিনিয়োগকারীকে অন্তত ৩১ বছরের জন্য বিনিয়োগ করতে হবে। আর এই ৩১ বছরে ক্যাপিটাল গেন হিসেবে মোট ১২৯৬০২৮৯৪ টাকা (গড়ে) আয় হবে বলে আশা করতে পারেন বিনিয়োগকারী। আর একই ভাবে ৩১ বছরের শেষে আসল বিনিয়োগ এবং ক্যাপিটাল গেন-সহ বিনিয়োগকারীরা মোট ১৩,২৬,০২,৮৯৪ টাকা পাবেন।
advertisement
advertisement
আবার এটাও মনে রাখা দরকার যে, এটা হল প্রত্যাশিত রিটার্ন। আর আসল রাশিটা নির্ভর করবে মার্কেটের পরিস্থিতির উপর। আরও একটা উদাহরণ দিয়ে বিষয়টা বোঝানো যাক। ধরা যাক, বার্ষিক রিটার্নের হার যদি ১৫ শতাংশ হিসেবে ধরা হয়, তাহলে হিসাব অনুযায়ী, একবারে ৩০ লক্ষ টাকা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা হলে মাত্র ২৭ বছরেই ১৩ কোটি টাকার ফান্ড তৈরি করতে পারবেন।









