HDFC Bank Vs SBI Vs ICICI Bank: শেয়ার বাজারের পাশাপাশি তুমুল জনপ্রিয়! দেশের তিন বড় ব্যাঙ্কের এফডিতে মোটা টাকা সুদ
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
HDFC Bank Vs SBI Vs ICICI Bank: এইচডিএফসি, স্টেট ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্কের ব্যাপক সুদ ফিক্সড ডিপোজিটে
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
৬১ থেকে ৮৯ দিনের এফডিতে সাধারণ গ্রাহক ও সিনিয়র সিটিজেনদের সুদের হার যথাক্রমে ৪.৫ ও ৫ শতাংশ ৷ ৯০ দিন থেকে ৬ মাসের এফডিতে সাধারণ গ্রাহক ও সিনিয়র সিটিজেনদের সুদের হার যথাক্রমে ৪.৫ ও ৫ শতাংশ ৷ ৯০ দিন থেকে ৬ মাসের এফডিতে সাধারণ গ্রাহক ও সিনিয়র সিটিজেনদের সুদের হার যথাক্রমে ৪.৫ ও ৫ শতাংশ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
৬ মাস একদিন থেকে ৯ মাসের কম সময়ের এফডিতে সাধারণ গ্রাহক ও সিনিয়র সিটিজেনদের সুদের হার যথাক্রমে ৫.৭৫ ও ৬.২৫ শতাংশ ৷ ৯ মাস একদিন থেকে ১২ মাসের কম সময়ের এফডিতে সাধারণ গ্রাহক ও সিনিয়র সিটিজেনদের সুদের হার যথাক্রমে ৬.০০ ও ৬.৫০ শতাংশ ৷ ১ বছর থেকে ১৫ মাসের কম সময়ের এফডিতে সাধারণ গ্রাহক ও সিনিয়র সিটিজেনদের সুদের হার যথাক্রমে ৬.৬০ ও ৭.১০ শতাংশ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
১৫ মাস থেকে ১৮ মাসের কম সময়ের এফডিতে সাধারণ গ্রাহক ও সিনিয়র সিটিজেনদের সুদের হার যথাক্রমে ৭.১০ ও ৭.৫০ শতাংশ ৷ ১৮ মাস থেকে ২১ মাসের কম সময়ের এফডিতে সাধারণ গ্রাহক ও সিনিয়র সিটিজেনদের সুদের হার যথাক্রমে ৭.২৫ ও ৭.৭৫ শতাংশ ৷ ২১ মাস থেকে ২ বছরের মেয়াদে এফডিতে সাধারণ গ্রাহক ও সিনিয়র সিটিজেনদের সুদের হার যথাক্রমে ৭.০০ ও ৭.৫০ শতাংশ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
২ বছর একদিন থেকে ২ বছর ১১ মাসের কম সময়ে এফডিতে সাধারণ গ্রাহক ও সিনিয়র সিটিজেনদের সুদের হার যথাক্রমে ৭.০০ ও ৭.৫০ শতাংশ ৷ ২ বছর ১১ মাস থেকে ৩৫ মাসের কম সময়ে এফডিতে সাধারণ গ্রাহক ও সিনিয়র সিটিজেনদের সুদের হার যথাক্রমে ৭.৩৫ ও ৭.৮৫ শতাংশ ৷ ২ বছর ১১ মাস একদিন থেকে ৩ বছরের কম বেশি বা সমান সময়ে এফডিতে সাধারণ গ্রাহক ও সিনিয়র সিটিজেনদের সুদের হার যথাক্রমে ৭.০০ ও ৭.৫ শতাংশ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
৩ বছর একদিন থেকে ৪ বছর ৭ মাসের এফডিতে সাধারণ গ্রাহক ও সিনিয়র সিটিজেনদের সুদের হার যথাক্রমে ৭.০০ ও ৭.৫ শতাংশ ৷ ৪ বছর ৭ মাস থেকে ৫৫ মাস এফডিতে সাধারণ গ্রাহক ও সিনিয়র সিটিজেনদের সুদের হার যথাক্রমে ৭.৪ ও ৭.৯ শতাংশ ৷ ৫ বছর একদিন থেকে ১০ বছরের এফডিতে সাধারণ গ্রাহক ও সিনিয়র সিটিজেনদের সুদের হার যথাক্রমে ৭.০০ ও ৭.৫ শতাংশ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
স্টেট ব্যাঙ্কের সুদের হার ৩ কোটির কমে ফিক্সডি ডিপোজিটে ৭দিন থেকে ৪৫ দিনের এফডিতে সাধারণ গ্রাহক ও সিনিয়র সিটিজেনদের সুদের হার যথাক্রমে ৩.৫ ও ৪.০০ শতাংশ ৷ ৪৬দিন থেকে ১৭৯ দিনের এফডিতে সাধারণ গ্রাহক ও সিনিয়র সিটিজেনদের সুদের হার যথাক্রমে ৫.৫০ ও ৬.০০ শতাংশ ৷ ১৮০ দিন থেকে ২১০ দিনের এফডিতে সাধারণ গ্রাহক ও সিনিয়র সিটিজেনদের সুদের হার যথাক্রমে ৬.২৫ ও ৬.৭৫ শতাংশ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
২১১ দিন থেকে ১ বছরের কম মেয়াদে এফডিতে সাধারণ গ্রাহক ও সিনিয়র সিটিজেনদের সুদের হার যথাক্রমে ৬.৫০ ও ৭.০০ শতাংশ ৷ ১ বছর থেকে ২ বছরের কম সময়ে এফডিতে সাধারণ গ্রাহক ও সিনিয়র সিটিজেনদের সুদের হার যথাক্রমে ৬.৮০ ও ৭.৩০ শতাংশ ৷ ২ বছর থেকে ৩ বছরের কম মেয়াদের এফডিতে সাধারণ গ্রাহক ও সিনিয়র সিটিজেনদের সুদের হার যথাক্রমে ৭.০০ ও ৭.৫০ শতাংশ ৷ প্রতীকী ছবি ৷