Money Making Tips: দুরন্ত চাষের মাধ্যমে বাড়তি আয়ের রাস্তা খুলছে! এক ধাক্কায় রোজগারের গতিবেগও বৃদ্ধি পাচ্ছে

Last Updated:
Money Making Tips: সহজেই ফল পাওয়া সম্ভব এই গাছ থেকে। এছাড়া একটি গাছের থেকে কিছুটা সময়ের পর আবারো গাছ তৈরি হতে শুরু করে। তাই নতুন করে গাছ কেনার সমস্যা থাকে না।
1/9
মাথাভাঙা: বর্তমান সময়ে বহু কৃষক গতানুগতিক চাষাবাদ বাইরে বিভিন্ন চাষাবাদ করতে শুরু করেছেন। জেলার বিভিন্ন এলাকায় এই ধরনের বহু ছবি চোখে পড়ে বিভিন্ন সময়। প্রতীকী ছবি ৷
মাথাভাঙা: বর্তমান সময়ে বহু কৃষক গতানুগতিক চাষাবাদ বাইরে বিভিন্ন চাষাবাদ করতে শুরু করেছেন। জেলার বিভিন্ন এলাকায় এই ধরনের বহু ছবি চোখে পড়ে বিভিন্ন সময়। প্রতীকী ছবি ৷
advertisement
2/9
এই ধরনের চাষাবাদ মূলত করা হয়ে থাকে অধিক লাভের আশায়। এমনই ছবি দেখতে পাওয়া গেল কোচবিহারের মাথাভাঙা মহকুমা এলাকায়। প্রতীকী ছবি ৷
এই ধরনের চাষাবাদ মূলত করা হয়ে থাকে অধিক লাভের আশায়। এমনই ছবি দেখতে পাওয়া গেল কোচবিহারের মাথাভাঙা মহকুমা এলাকায়। প্রতীকী ছবি ৷
advertisement
3/9
এখানে এক কৃষক দীর্ঘ প্রায় ১৫ বছরেরও বেশি সময় ধরে আনারস চাষ করে চলেছেন। দীর্ঘ সময় ধরে আনারস চাষ করার মাধ্যমে বেশ অনেকটা লাভবানও হয়েছেন তিনি। তাই তিনি এই চাষ এখনোও করে চলেছেন। প্রতীকী ছবি ৷
এখানে এক কৃষক দীর্ঘ প্রায় ১৫ বছরেরও বেশি সময় ধরে আনারস চাষ করে চলেছেন। দীর্ঘ সময় ধরে আনারস চাষ করার মাধ্যমে বেশ অনেকটা লাভবানও হয়েছেন তিনি। তাই তিনি এই চাষ এখনোও করে চলেছেন। প্রতীকী ছবি ৷
advertisement
4/9
কৃষক কানাই দে সরকার জানান, "সাধারণ চাষ আবাদের চাইতে এই চাষ আবাদের বেশ অনেকটাই লাভের পরিমাণ রয়েছে। একবার চারা রোপন করে দিলে তিন বছর পর্যন্ত সহজেই ফল পাওয়া সম্ভব এই গাছ থেকে। প্রতীকী ছবি ৷
কৃষক কানাই দে সরকার জানান, "সাধারণ চাষ আবাদের চাইতে এই চাষ আবাদের বেশ অনেকটাই লাভের পরিমাণ রয়েছে। একবার চারা রোপন করে দিলে তিন বছর পর্যন্ত সহজেই ফল পাওয়া সম্ভব এই গাছ থেকে। প্রতীকী ছবি ৷
advertisement
5/9
এছাড়া একটি গাছের থেকে কিছুটা সময়ের পর আবারো গাছ তৈরি হতে শুরু করে। তাই নতুন করে গাছ কেনার সমস্যা থাকে না। ঝুরঝুরে বেলে দোআঁশ মাটিতে জৈব সার প্রয়োগের মাধ্যমে এই চাষ খুব সহজেই করা সম্ভব। এতে অন্যান্য চাষের চাইতে লাভ থাকে অনেকটাই বেশি। এবং খাটনিও হয় অনেকটাই কম।" প্রতীকী ছবি ৷
এছাড়া একটি গাছের থেকে কিছুটা সময়ের পর আবারো গাছ তৈরি হতে শুরু করে। তাই নতুন করে গাছ কেনার সমস্যা থাকে না। ঝুরঝুরে বেলে দোআঁশ মাটিতে জৈব সার প্রয়োগের মাধ্যমে এই চাষ খুব সহজেই করা সম্ভব। এতে অন্যান্য চাষের চাইতে লাভ থাকে অনেকটাই বেশি। এবং খাটনিও হয় অনেকটাই কম।" প্রতীকী ছবি ৷
advertisement
6/9
তিনি আরও জানান, "বেশ কয়েকটি প্রজাতি রয়েছে আনারসের। তবে তিনি যেই প্রজাতি চাষ করেন সেটির পাতার ধার গুলি মসৃণ। এতে গাছের পরিচর্যা করতে সুবিধা হয় তাঁর। আরেকটি প্রজাতি হয়েছে যেটির গাছের পাতার গায়ে প্রচন্ড কাটা থাকে। প্রতীকী ছবি ৷
তিনি আরও জানান, "বেশ কয়েকটি প্রজাতি রয়েছে আনারসের। তবে তিনি যেই প্রজাতি চাষ করেন সেটির পাতার ধার গুলি মসৃণ। এতে গাছের পরিচর্যা করতে সুবিধা হয় তাঁর। আরেকটি প্রজাতি হয়েছে যেটির গাছের পাতার গায়ে প্রচন্ড কাটা থাকে। প্রতীকী ছবি ৷
advertisement
7/9
যসেটির চাষ করার পর গাছের গোড়া পরিষ্কার করা বেশ কষ্টসাধ্য হয়ে দাঁড়ায় কৃষকের জন্য। তবে এক একটি ভাল সাইজের আনারস মরশুমে পাইকারি বিক্রি হয়ে থাকে প্রায় ২০ টাকা কেজি দরে। ফলে তিনি ভাল মুনাফা পেয়ে থাকেন। আর এর ফলেই দীর্ঘ সময় ধরে এই চাষ করে লাভ হচ্ছে তাঁর।" প্রতীকী ছবি ৷
যসেটির চাষ করার পর গাছের গোড়া পরিষ্কার করা বেশ কষ্টসাধ্য হয়ে দাঁড়ায় কৃষকের জন্য। তবে এক একটি ভাল সাইজের আনারস মরশুমে পাইকারি বিক্রি হয়ে থাকে প্রায় ২০ টাকা কেজি দরে। ফলে তিনি ভাল মুনাফা পেয়ে থাকেন। আর এর ফলেই দীর্ঘ সময় ধরে এই চাষ করে লাভ হচ্ছে তাঁর।" প্রতীকী ছবি ৷
advertisement
8/9
গতানুগতিক চাষ আবাদের চাইতে এই চাষগুলি করলে বেশ অনেকটাই লাভ পাওয়া সম্ভব। মরসুমের এই বিশেষ ফল গুলির চাহিদা থাকে বাজারে অনেকটাই। প্রতীকী ছবি ৷
গতানুগতিক চাষ আবাদের চাইতে এই চাষগুলি করলে বেশ অনেকটাই লাভ পাওয়া সম্ভব। মরসুমের এই বিশেষ ফল গুলির চাহিদা থাকে বাজারে অনেকটাই। প্রতীকী ছবি ৷
advertisement
9/9
তাই কৃষকেরা বিক্রির সময় বেশ ভাল টাকা মুনাফা অর্জন করতে পারেন। বর্তমানে যে সমস্ত কৃষকেরা বেশি টাকা উপার্জন করতে চান। তাঁরা চাইলেই এই বিশেষ চাস করতে পারেন সহজে। প্রতীকী ছবি ৷
তাই কৃষকেরা বিক্রির সময় বেশ ভাল টাকা মুনাফা অর্জন করতে পারেন। বর্তমানে যে সমস্ত কৃষকেরা বেশি টাকা উপার্জন করতে চান। তাঁরা চাইলেই এই বিশেষ চাস করতে পারেন সহজে। প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement