New Business Idea: সারা পাড়ায় ঢি ঢি! ২,০০০ টাকা পুঁজিতে বাঁশের সামগ্রী তৈরি করে মোটা টাকা উপার্জনের রাস্তা মহিলার

Last Updated:
New Business Idea: বর্তমানে তার তৈরি বিভিন্ন জিনিস  করণদীঘিতে চলা সাত দিন ব্যাপী সবলা মেলায় বিক্রি করে আর্থিক ভাবে স্বনির্ভর শ্রেয়তা মণ্ডল
1/6
উত্তর দিনাজপুর: দুই হাজার টাকা পুঁজিতে বাঁশের সামগ্রী তৈরি করে মোটা টাকা উপার্জন শ্রেয়তার কাঁচা বাঁশ দিয়েই পেনস্ট্যান্ড, মোবাইল স্ট্যান্ড, গয়নার বাক্স, ফুলদানি, টেবিল ল্যাম্প সহ আরও বিভিন্ন ঘর সাজানোর জিনিস তৈরি করে স্বনির্ভর উত্তর দিনাজপুর জেলার গোয়াল পুকুরের বাসিন্দা শ্রেয়তা মণ্ডল। রিপোর্টিং পিয়া গুপ্তা, প্রতীকী ছবি ৷
<span style="color: #800080;"><strong>উত্তর দিনাজপুর:</strong> </span>দুই হাজার টাকা পুঁজিতে বাঁশের সামগ্রী তৈরি করে মোটা টাকা উপার্জন শ্রেয়তার কাঁচা বাঁশ দিয়েই পেনস্ট্যান্ড, মোবাইল স্ট্যান্ড, গয়নার বাক্স, ফুলদানি, টেবিল ল্যাম্প সহ আরও বিভিন্ন ঘর সাজানোর জিনিস তৈরি করে স্বনির্ভর উত্তর দিনাজপুর জেলার গোয়াল পুকুরের বাসিন্দা শ্রেয়তা মণ্ডল। রিপোর্টিং <span style="color: #800080;"><strong>পিয়া গুপ্তা</strong></span>, প্রতীকী ছবি ৷
advertisement
2/6
বর্তমানে তার তৈরি বিভিন্ন জিনিস করণদীঘিতে চলা সাত দিন ব্যাপী সবলা মেলায় বিক্রি করে আর্থিক ভাবে স্বনির্ভর শ্রেয়তা মণ্ডল। শ্রেয়তা দেবী ঘর সাজানোর একাধিক উপকরণ যা তৈরি হচ্ছে সম্পূর্ণ বাঁশ দিয়ে। প্রতীকী ছবি ৷
বর্তমানে তার তৈরি বিভিন্ন জিনিস করণদীঘিতে চলা সাত দিন ব্যাপী সবলা মেলায় বিক্রি করে আর্থিক ভাবে স্বনির্ভর শ্রেয়তা মণ্ডল। শ্রেয়তা দেবী ঘর সাজানোর একাধিক উপকরণ যা তৈরি হচ্ছে সম্পূর্ণ বাঁশ দিয়ে। প্রতীকী ছবি ৷
advertisement
3/6
বাঁশ দিয়ে বিভিন্ন সামগ্রী সরকারি ও বেসরকারি মেলায় তৈরি করে   দিব্যি সংসার চলছে শ্রেয়তা দেবীর। বর্তমান প্রজন্মকে দিচ্ছেন স্বনির্ভরতার দিশা। বাড়িতেই স্বামী ও স্ত্রী মিলে তৈরি করেন বিভিন্ন ধরনের ঘর সাজানোর উপকরণ। যা সম্পূর্ণটাই তৈরি হচ্ছে বাঁশ দিয়ে। প্রতীকী ছবি ৷
বাঁশ দিয়ে বিভিন্ন সামগ্রী সরকারি ও বেসরকারি মেলায় তৈরি করে   দিব্যি সংসার চলছে শ্রেয়তা দেবীর। বর্তমান প্রজন্মকে দিচ্ছেন স্বনির্ভরতার দিশা। বাড়িতেই স্বামী ও স্ত্রী মিলে তৈরি করেন বিভিন্ন ধরনের ঘর সাজানোর উপকরণ। যা সম্পূর্ণটাই তৈরি হচ্ছে বাঁশ দিয়ে। প্রতীকী ছবি ৷
advertisement
4/6
বিভিন্ন কাজের অবসরে প্রতিদিনই নানান ধরনের বাঁশের জিনিস বানিয়ে বিক্রি করেন গোয়াল পুকুরের বাসিন্দা  শ্রেয়তা মণ্ডল। জানা যায় আজ থেকে ১৮ বছর আগে মাত্র ২০০০ টাকা পুঁজি বিনিয়োগ করে তিনি তার এই ব্যবসা শুরু করেছিলেন । বর্তমানে বাঁশের জিনিস বিক্রি করে এই মোটা টাকা উপার্জন করছেন। প্রতীকী ছবি ৷
বিভিন্ন কাজের অবসরে প্রতিদিনই নানান ধরনের বাঁশের জিনিস বানিয়ে বিক্রি করেন গোয়াল পুকুরের বাসিন্দা  শ্রেয়তা মণ্ডল। জানা যায় আজ থেকে ১৮ বছর আগে মাত্র ২০০০ টাকা পুঁজি বিনিয়োগ করে তিনি তার এই ব্যবসা শুরু করেছিলেন । বর্তমানে বাঁশের জিনিস বিক্রি করে এই মোটা টাকা উপার্জন করছেন। প্রতীকী ছবি ৷
advertisement
5/6
তাঁর বাঁশের তৈরি এই ঘর সাজানোর জিনিসগুলি তিনি ১৫০ টাকা থেকে ৫০০ টাকা দামে বিক্রি করেন। হাট থেকে বাঁশ কিনে নিয়ে এসে সেই  বাঁশ কেটে তা থেকে পাতলা আস্তরণ বের করা হয়। এই আস্তরণ দিয়েই বিভিন্ন ধরনের সামগ্রী তৈরি করা হয়। প্রতীকী ছবি ৷
তাঁর বাঁশের তৈরি এই ঘর সাজানোর জিনিসগুলি তিনি ১৫০ টাকা থেকে ৫০০ টাকা দামে বিক্রি করেন। হাট থেকে বাঁশ কিনে নিয়ে এসে সেই  বাঁশ কেটে তা থেকে পাতলা আস্তরণ বের করা হয়। এই আস্তরণ দিয়েই বিভিন্ন ধরনের সামগ্রী তৈরি করা হয়। প্রতীকী ছবি ৷
advertisement
6/6
এই বাঁশ এর পাতলা আস্তরণ দিয়ে ই বিভিন্ন আকারের নৌকো, মাথার ক্লিপ, গয়না বাক্স, পেন স্ট্যান্ড, মোবাইল স্ট্যান্ড, ফ্লাওয়ার স্ট্যান্ড, ফ্লাওয়ার ভাস, ল্যাম্প, পেন্সিল বক্স তিনি একের পর এক বানিয়ে চলছেন। শ্রেয়তা দেবীর বাঁশের তৈরি এই সামগ্রিক পাওয়া যাচ্ছে করণদিঘিতে আয়োজিত সবলা মেলায়। প্রতীকী ছবি ৷
এই বাঁশ এর পাতলা আস্তরণ দিয়ে ই বিভিন্ন আকারের নৌকো, মাথার ক্লিপ, গয়না বাক্স, পেন স্ট্যান্ড, মোবাইল স্ট্যান্ড, ফ্লাওয়ার স্ট্যান্ড, ফ্লাওয়ার ভাস, ল্যাম্প, পেন্সিল বক্স তিনি একের পর এক বানিয়ে চলছেন। শ্রেয়তা দেবীর বাঁশের তৈরি এই সামগ্রিক পাওয়া যাচ্ছে করণদিঘিতে আয়োজিত সবলা মেলায়। প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement