Money Making Tips: চারগুণ দামে বিক্রি হচ্ছে এই ফুল !
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Money Making Tips: কিছুদিন আগেও যে দামে বিক্রি হয়েছে তার থেকে প্রায় ৪-৫ গুণ বেশি দামে বিক্রি হচ্ছে এই ফুল ৷
advertisement
গাছ বাঁচিয়ে রাখতে পারলে পুজোর মরশুমে ভাল দাম মিলবে। তাই বাগান টিকিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন ফুল চাষিরা। এদিকে বর্ষায় জবার দাম তুলনামূলক বেশি হলেও গাছে সেভাবে ফুলের দেখা নেই। ফলে জবা চাষীরা এখন লাভের লাভ কিছুই পাচ্ছেন না। পুজোর বাজার ধরার আগে প্রায় অধিকাংশ ফুল চাষি রয়েছে চিন্তায়। তবে ব্যতিক্রম পথ দেখাচ্ছে ক্ষুদ্র বেল ও জুঁই ফুল। যদিও অতি বৃষ্টির জেরে জুঁই চাষেও দারুণ ক্ষতি হয়েছে।
advertisement
advertisement
advertisement
দুর্যোগ শেষে, বেশি লাভের লাভ পান সেই কৃষক।এ প্রসঙ্গে হাওড়া বাগনান বাঁকুড়দহ গ্রামের জুঁই চাষীরা জানান, গরমে যে ফুল পাঁচ টাকায় বিক্রি হয়েছে, সেই ফুল বিক্রি হচ্ছে পঁচিশ টাকায়। অতি বৃষ্টির জেরে গাছের গায়ে জল জামা মারাত্মক ক্ষতি। ওষুধ সার বিভিন্ন ভাবে পরিচর্যার মাধ্যমে বাগান টিকিয়ে রাখা। আসন্ন পুজোর বাজার, পূজোর বাজারের আগেই দারুন চাহিদা জুঁই ফুলের। যদিও সেভাবে ফুল আসছে না। তবে জুঁই ফুলের চড়া দামের কারণে, চাষিদের মুখে দেখা যাচ্ছে চওড়া হাসি।