Money Making Tips: সামান্য কয়েক টাকায় শুরু করুন 'এই' কাজ, রোজগার হবে কাঁড়ি কাঁড়ি, মহিলারা আজই শুরু করতে পারেন

Last Updated:
Money Making Tips: ঘরে বসেই রোজগার করতে চান। অবসরে ভাল উপার্জন হতে পারে এভাবে। সামান্য কিছু উপকরণ দিয়ে প্রতিমাসে রোজগার করতে পারবেন হাজার হাজার টাকা।
1/6
*ঘরে বসেই রোজগার করতে চান। ফ্রি টাইমে ভাল উপার্জন হতে পারে এভাবে। সামান্য কিছু উপকরণ দিয়ে প্রতিমাসে রোজগার করতে পারবেন হাজার হাজার টাকা। নিজের ভাবনাকে কাজে লাগিয়ে এবার আপনিও ঘরে বসে রোজগার করুন। হুড়মুড়িয়ে ভিড় বাড়বে আপনার কাছে। এভাবে রোজগার করছেন এক যুবতী।
*ঘরে বসেই রোজগার করতে চান। ফ্রি টাইমে ভাল উপার্জন হতে পারে এভাবে। সামান্য কিছু উপকরণ দিয়ে প্রতিমাসে রোজগার করতে পারবেন হাজার হাজার টাকা। নিজের ভাবনাকে কাজে লাগিয়ে এবার আপনিও ঘরে বসে রোজগার করুন। হুড়মুড়িয়ে ভিড় বাড়বে আপনার কাছে। এভাবে রোজগার করছেন এক যুবতী।
advertisement
2/6
*রঙিন সুতো, সামান্য কিছু পেরেক, আর এক টুকরো প্লাই, এই দিয়ে তৈরি হবে নানা সুন্দর সুন্দর জিনিস। ওয়াল হ্যাঙ্গিং থেকে শো-পিস কিংবা নিজের নামের প্লেট তৈরি হবে সামান্য জিনিসে, যা ঘরের দেওয়ালে বাড়তি শোভা বাড়াবে। বাড়িতেই অবসরে এই হ্যান্ডমেড ডেকর আইটেম বানিয়ে আপনিও রোজগার করতে পারেন। তবে দেরি কীসের আজই শুরু করুন এই ব্যবসা। লক্ষ্মীপুজোর আগে লক্ষ্মী লাভ হবে আপনারও।
*রঙিন সুতো, সামান্য কিছু পেরেক, আর এক টুকরো প্লাই, এই দিয়ে তৈরি হবে নানা সুন্দর সুন্দর জিনিস। ওয়াল হ্যাঙ্গিং থেকে শো-পিস কিংবা নিজের নামের প্লেট তৈরি হবে সামান্য জিনিসে, যা ঘরের দেওয়ালে বাড়তি শোভা বাড়াবে। বাড়িতেই অবসরে এই হ্যান্ডমেড ডেকর আইটেম বানিয়ে আপনিও রোজগার করতে পারেন। তবে দেরি কীসের আজই শুরু করুন এই ব্যবসা। লক্ষ্মীপুজোর আগে লক্ষ্মী লাভ হবে আপনারও।
advertisement
3/6
*পছন্দের সুন্দর জিনিস বানিয়ে বিক্রি করছেন এক যুবতী। সামান্য দামে সাজিয়ে তুলবেন আপনার পছন্দের বাড়ি। আপনার পছন্দ মত বিভিন্ন রঙের কাস্টমাইজ নেমপ্লেট সঙ্গে বিভিন্ন ধরনের ওয়াল হ্যাংগিং দিয়ে ঘর সাজিয়ে তুলুন। এক যুবতী পড়াশোনা ও অন্যান্য কাজের অবসরে তৈরি করছেন এই সকল জিনিস। নিজে বানিয়ে যে স্বনির্ভর হচ্ছেন তা নয়, যুব প্রজন্মকে দিচ্ছে স্বনির্ভর হওয়ার ভাবনা।
*পছন্দের সুন্দর জিনিস বানিয়ে বিক্রি করছেন এক যুবতী। সামান্য দামে সাজিয়ে তুলবেন আপনার পছন্দের বাড়ি। আপনার পছন্দ মত বিভিন্ন রঙের কাস্টমাইজ নেমপ্লেট সঙ্গে বিভিন্ন ধরনের ওয়াল হ্যাংগিং দিয়ে ঘর সাজিয়ে তুলুন। এক যুবতী পড়াশোনা ও অন্যান্য কাজের অবসরে তৈরি করছেন এই সকল জিনিস। নিজে বানিয়ে যে স্বনির্ভর হচ্ছেন তা নয়, যুব প্রজন্মকে দিচ্ছে স্বনির্ভর হওয়ার ভাবনা।
advertisement
4/6
*পছন্দের বাড়ি-ঘর মনের মত করে সাজিয়ে তুলতে সকলেই বেশ পছন্দ করেন। পছন্দমত নেমপ্লেট কিংবা বাড়ির দেওয়ালে বিভিন্ন জিনিস সাজিয়ে রাখতে পছন্দ করেন। কিন্তু পছন্দের মানুষকে পছন্দসই উপহার দিতে সকলেই চায়। পড়াশোনার অবসরে এই যুবতী বাড়িতেই তৈরি করছে বিভিন্ন ধরনের হ্যান্ডমেড ডেকোর সামগ্রী। সামান্য উপাদান দিয়েই অতি সহজে বাড়িতেই তৈরি করছেন এই সকল জিনিস। সুন্দর ডেকোর আইটেম তৈরি করে অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমে বিক্রি করছেন তিনি।দাম ও রয়েছে সাধ্যের মধ্যে।
*পছন্দের বাড়ি-ঘর মনের মত করে সাজিয়ে তুলতে সকলেই বেশ পছন্দ করেন। পছন্দমত নেমপ্লেট কিংবা বাড়ির দেওয়ালে বিভিন্ন জিনিস সাজিয়ে রাখতে পছন্দ করেন। কিন্তু পছন্দের মানুষকে পছন্দসই উপহার দিতে সকলেই চায়। পড়াশোনার অবসরে এই যুবতী বাড়িতেই তৈরি করছে বিভিন্ন ধরনের হ্যান্ডমেড ডেকোর সামগ্রী। সামান্য উপাদান দিয়েই অতি সহজে বাড়িতেই তৈরি করছেন এই সকল জিনিস। সুন্দর ডেকোর আইটেম তৈরি করে অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমে বিক্রি করছেন তিনি।দাম ও রয়েছে সাধ্যের মধ্যে।
advertisement
5/6
*পশ্চিম মেদিনীপুরের বেলদার সুভাষপল্লির বাসিন্দা মোনালিসা দাস। বেশ কয়েক মাস ধরে সে বাড়িতে পড়াশোনো এবং অন্যান্য কাজের অবসরে তৈরি করছে এই হ্যান্ডমেড আইটেম। প্লাইবোর্ড, পেরেক এবং রঙিন সুতো দিয়ে নেমপ্লেট, বিভিন্ন ধরনের ছবি, কাস্টমাইজ বিভিন্ন জিনিস তৈরি করছে সে। প্লাইয়ের উপর বিভিন্ন ডিজাইনে পেরেক পুঁতে তার উপর রঙিন সুতো দিয়ে স্টিচের মধ্য দিয়ে ফুটিয়ে তুলছে বিভিন্ন ছবি। কখনও ডলফিন, কখনও ফুলদানি, আবার বিভিন্ন নামও কাস্টমাইজ করে দিচ্ছে।
*পশ্চিম মেদিনীপুরের বেলদার সুভাষপল্লির বাসিন্দা মোনালিসা দাস। বেশ কয়েক মাস ধরে সে বাড়িতে পড়াশোনো এবং অন্যান্য কাজের অবসরে তৈরি করছে এই হ্যান্ডমেড আইটেম। প্লাইবোর্ড, পেরেক এবং রঙিন সুতো দিয়ে নেমপ্লেট, বিভিন্ন ধরনের ছবি, কাস্টমাইজ বিভিন্ন জিনিস তৈরি করছে সে। প্লাইয়ের উপর বিভিন্ন ডিজাইনে পেরেক পুঁতে তার উপর রঙিন সুতো দিয়ে স্টিচের মধ্য দিয়ে ফুটিয়ে তুলছে বিভিন্ন ছবি। কখনও ডলফিন, কখনও ফুলদানি, আবার বিভিন্ন নামও কাস্টমাইজ করে দিচ্ছে।
advertisement
6/6
*এমন সুন্দর ডেকোর আইটেম বাজারে বিক্রি হচ্ছে ১০০ টাকা থেকে ৭০০ কিংবা ৮০০ টাকা পর্যন্ত। রয়েছে হোম ডেকোর আইটেম, টেবিল টপ, এছাড়াও গ্রাহকদের পছন্দ মত নকশা আঁকা পাঞ্জাবিও। স্বাভাবিকভাবে অনলাইন ও অফলাইনে বিক্রি করে প্রতি মাসে বেশ কয়েক হাজার টাকা রোজগার করছে সে। শুধু তাই নয়, নিজের শিল্প ভাবনাকে কাজে লাগিয়ে মিলবে হাজার হাজার টাকা। তার সৃজনশীল ভাবনাচিন্তা এবং নিত্যনতুন জিনিস তৈরিকে কুর্নিশ জানিয়েছেন সকলে।
*এমন সুন্দর ডেকোর আইটেম বাজারে বিক্রি হচ্ছে ১০০ টাকা থেকে ৭০০ কিংবা ৮০০ টাকা পর্যন্ত। রয়েছে হোম ডেকোর আইটেম, টেবিল টপ, এছাড়াও গ্রাহকদের পছন্দ মত নকশা আঁকা পাঞ্জাবিও। স্বাভাবিকভাবে অনলাইন ও অফলাইনে বিক্রি করে প্রতি মাসে বেশ কয়েক হাজার টাকা রোজগার করছে সে। শুধু তাই নয়, নিজের শিল্প ভাবনাকে কাজে লাগিয়ে মিলবে হাজার হাজার টাকা। তার সৃজনশীল ভাবনাচিন্তা এবং নিত্যনতুন জিনিস তৈরিকে কুর্নিশ জানিয়েছেন সকলে।
advertisement
advertisement
advertisement