Money Making Ideas: এই ফুলের ব্যবসা শুরু করে আয় হবে লাখ লাখ টাকা !
- Reported by:ANIRBAN ROY
- hyperlocal
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Money Making Ideas: বর্তমানে দেশে নানা ধরণের ফুলের বাণিজ্যিক চাষ হচ্ছে। ফুলের চাষ অনেক চাষির ভাগ্য বদলে দিয়েছে।
advertisement
advertisement
বর্তমানে দেশে নানা ধরণের ফুলের বাণিজ্যিক চাষ হচ্ছে। ফুলের চাষ অনেক চাষীর ভাগ্য বদলে দিয়েছে। উৎপল বাবুর কথায়, চাষীদের ভাগ্য বদলে অবদান রেখেছে যে সব ফুল তাদের কাতারে যুক্ত হতে পারে লিলি। অপরূপ সৌন্দর্য নিয়ে ফোটে লিলি ফুল। এ ফুল কতটা সুন্দর হতে পারে তা এর কাছে না গেলে বোঝা দুষ্কর। এবছর তিনি প্রায় দশ হাজার ভাল্ব লাগিয়েছিলেন। ইতিমধ্যেই তার বাগান থেকে লিলি ফুল পাইকার বাজারে যেতে শুরু করেছে। মূলত ৪০ টাকা করে এক একটি পিস বিক্রি হচ্ছে শিলিগুড়ি এবং উত্তরবঙ্গের বিভিন্ন বাজারে।
advertisement
advertisement
তিনি আরও বলেন, এবছর তিনি এখানে দশ হাজার ভাল্ব লাগানোর পেছনে প্রায় দু থেকে আড়াই লাখ টাকা খরচা হয়েছে। কিন্তু আমি এই ফুল বিক্রি করে প্রায় ছয় লাখ টাকা রোজগার করতে পারব। নতুন প্রজন্মের যে সমস্ত যুবকরা রয়েছে তারা যদি কৃষি বিভাগের সঙ্গে একটু যোগাযোগ করে তাহলেই অতি অল্প খরচায় তারা এই লাভজনক ফুলের চাষ করতে পারে। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের পক্ষ থেকে সমস্ত রকম সহযোগিতা করা হয়।







