দেশের ২৩ কোটিরও বেশি মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ( Modi Govt Money) পাঠাল কেন্দ্রীয় সরকার। 2020-21 আর্থিক বর্ষে এই টাকা পাঠিয়েছে বলেই জানিয়েছে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)। Employees’ Provident Fund Organization (EPFO)-এর তরফে ট্যুইটার হ্যান্ডেলে এই তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, ২৩.৫৯ কোটি দেশবাসীর অ্য়াকাউন্টে ৮.৫০ শতাংশ হারে টাকা পাঠানো হয়েছে।
কী ভাবে জানবেন টাকা ঢুকেছে কিনা?
আপনি যদি চাকুরিজীবী হন, তবে আপনার অ্যাকাউন্টে এই টাকা ( Modi Govt Money) ঢুকেছে কিনা, তা এখনই দেখে নেওয়া যায় মাত্র দু'মিনিট সময় খরচ করে। বাড়িতে বসেই এটা দেখে নেওয়া যেতে পারে। নানা ভাবে এই টাকার ব্যাপারে চেক (Employees’ Provident Fund Organization EPFO) করা যেতে পারে। দেখে নিন কীভাবে চেক করবেন।
UMANG অ্যাপের মাধ্যমে অর্থ ( Modi Govt Money) এসেছে কিনা তা দেখে নেওয়া সবচেয়ে সহজ। এই অ্যাপে ঢুকে EPFO-তে ক্লিক করুন। এরপর Employee Centric Services-এ ক্লিক করুন। এরপর View Passbook করুন ও সবশেষে UAN নম্বর দিন ও পাসওয়ার্ড দিন। এরপর OTP বসালেই দেখা যাবে অ্যাকাউন্টের টাকা। রেজিস্টার করা মোবাইল নম্বরে এই OTP আসবে।