বিনিয়োগের কথা ভাবছেন? মোদি সরকারের এই স্কিমে অনেক সস্তায় কিনতে পারবেন সোনা
Last Updated:
আর কিছুদিনের মধ্যেই শুরু হচ্ছে উৎসবের মরশুম কিন্তু বেশ কয়েকদিন ধরেই বাড়ছে সোনার দাম । তবে হতাশ হওয়ার হবেন না কারণ মোদি সরকার চালু করেছে একটি বিশেষ স্কিম যার সাহায্যে আপনি অনেক সস্তায় সোনা কিনতে পারবেন । তাই পুজোর মরশুম শুরু হওয়ার আগে যদি আপনি সোনা কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে এই স্কিমের সম্পর্কে অবশ্যই জেনে নিন । এই স্কিমের সাহায্যে প্রায় ১৬ থেকে ১৭ শতাংশ সস্তা দামে আপনি সোনা কিনতে পারবেন। আরবিআই জারি করেছে সভারেন গোল্ড বন্ড যা আপনাকে দেবে বিশেষ ছাড়ের সুবিধা ।
advertisement
advertisement
advertisement
একজন ব্যক্তি একটি আর্থিক বছরে সর্বনিম্ন বন্ড মূল্য 1 গ্রাম এবং সর্বাধিক ৪ কেজি কিনতে পারবেন। এই বন্ড বার্ষিক ২.৫ শতাংশ সুদ পায়। প্রতি ৬ মাসে বিনিয়োগকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে সুদ জমা হয়। অ্যাকাউন্ট ম্যাচিওর শেষ হলে চূড়ান্ত সুদ দেওয়া হয়। পরিপক্কতার সময়কাল ৮ বছর, কিন্তু ৫ বছর, ৬ বছর এবং ৭ বছরের জন্য বিকল্প ব্যবস্থাও রয়েছে।
advertisement
advertisement
বিশেষজ্ঞদের মতে বিনিয়োগের জন্য সোনা কেনার সর্বোত্তম বিকল্প হল এই সভারেন গোল্ড লোন। এই দিন, এমসিএক্সে সোনার দাম প্রতি ১০ গ্রামের দাম প্রায় ৩০, ০০০টাকা । একই সময়ে, সেকেন্ডারি বাজারে সার্বভৌম স্বর্ণের বন্ডগুলি ২,৬০০ থেকে২,৭০০ টাকা প্রতি গ্রামে ট্রেড করছে, অর্থাৎ এই স্কিমে সোনার দামে প্রায় ১৬ শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে ।
advertisement