Gratuity: চাকরিজীবীদের জন্য বিরাট খবর! ১ এপ্রিল থেকে ১৫ দিনের বদলে বছরে ৩০ দিনের গ্র্যাচুইটি? সংসদে বিবৃতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর

Last Updated:
Gratuity: এই মুহূর্তে গ্র্যাচুইটি পরিবর্তনের কোনও রকমের লক্ষ্য নেই কেন্দ্রীয় সরকারের জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি
1/7
চাকরিজীবীদের জন্য অত্যন্ত জরুরি খবর! কেননা কেন্দ্র গ্যাচুইটির জন্য (Gratuity) কোনও রকমের পরিবর্তনের বিষয় নিয়েই মতামত দিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
চাকরিজীবীদের জন্য অত্যন্ত জরুরি খবর! কেননা কেন্দ্র গ্যাচুইটির জন্য (Gratuity) কোনও রকমের পরিবর্তনের বিষয় নিয়েই মতামত দিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/7
মোদি সরকারের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে কর্মচারীদের বছরে ১৫দিনের বেতন সমান গ্যাচুইটি নির্ণয় করা হয়ে থাকে সেটিই থাকবে তা বাড়িয়ে কোনও ভাবেই ৩০ দিন করা হবেনা ৷ প্রতীকী ছবি ৷
মোদি সরকারের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে কর্মচারীদের বছরে ১৫দিনের বেতন সমান গ্যাচুইটি নির্ণয় করা হয়ে থাকে সেটিই থাকবে তা বাড়িয়ে কোনও ভাবেই ৩০ দিন করা হবেনা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/7
এই নিয়ে কেন্দ্রীয় শ্রম দফতরের রাষ্ট্রমন্ত্রী রামেশ্বর তেলি জানিয়েছেন (Minister of State for Labor and Employment Rameshwar Teli), জানিয়েছেন কর্মীদের বছরে ১৫ দিনের বেতনের মতই গ্যাচুইটি পাবেন ৷ এটি বাড়িয়ে ৩০ দিন করার কোনও প্রস্তাব নেই তাঁদের কাছে ৷ প্রতীকী ছবি ৷
এই নিয়ে কেন্দ্রীয় শ্রম দফতরের রাষ্ট্রমন্ত্রী রামেশ্বর তেলি জানিয়েছেন (Minister of State for Labor and Employment Rameshwar Teli), জানিয়েছেন কর্মীদের বছরে ১৫ দিনের বেতনের মতই গ্যাচুইটি পাবেন ৷ এটি বাড়িয়ে ৩০ দিন করার কোনও প্রস্তাব নেই তাঁদের কাছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/7
রাজ্যসভায় শ্রম দফতরের প্রতিমন্ত্রী রামেশ্বর তেলিকে একটি প্রশ্ন করা হলে জানিয়েছেন সরকারি ও বেসরকারি ক্ষেত্রে যে সমস্ত কর্মীরা কর্মরত তাঁদের তাঁরা কর্মস্থলে পাঁচ বছর সম্পন্ন না করা হলেও কি গ্র্যাচুইটির আওতায় আসবেন? প্রতীকী ছবি ৷
রাজ্যসভায় শ্রম দফতরের প্রতিমন্ত্রী রামেশ্বর তেলিকে একটি প্রশ্ন করা হলে জানিয়েছেন সরকারি ও বেসরকারি ক্ষেত্রে যে সমস্ত কর্মীরা কর্মরত তাঁদের তাঁরা কর্মস্থলে পাঁচ বছর সম্পন্ন না করা হলেও কি গ্র্যাচুইটির আওতায় আসবেন? প্রতীকী ছবি ৷
advertisement
5/7
উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন সামাজিক সুরক্ষা আইনি ২০২০, (Code on Social Security, 2020) কোনও কর্মীর চাকরি শেষ হলে, বিশেষ ভাবে সক্ষম হলে অথবা মৃত্যু হলে যদি পাঁচ বছর নিরবিচ্ছিন্ন পরিষেবা থাকাটা বাঞ্ছনীয় নয় ৷ তবে সামাজিক সুরক্ষার অন্তর্গত সুবিধা বর্তমানে কার্যকর হয়নি ৷ প্রতীকী ছবি ৷
উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন সামাজিক সুরক্ষা আইনি ২০২০, (Code on Social Security, 2020) কোনও কর্মীর চাকরি শেষ হলে, বিশেষ ভাবে সক্ষম হলে অথবা মৃত্যু হলে যদি পাঁচ বছর নিরবিচ্ছিন্ন পরিষেবা থাকাটা বাঞ্ছনীয় নয় ৷ তবে সামাজিক সুরক্ষার অন্তর্গত সুবিধা বর্তমানে কার্যকর হয়নি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/7
কর্মীদের জন্য গ্র্যাচুইটি একটি এমন এক সুবিধা Payment of Gratuity Act 1972 যা চাকরি ছাড়লে সুবিধাটি পেয়ে থাকেন কর্মীরা ৷ মালিকপক্ষ থেক কর্মীদের প্রতি বছরে একটি নিশ্চিত টাকা যা নিরন্তর পরিষেবার জন্য কর্মীদের দিয়ে থাকে মালিকপক্ষ ৷ প্রতীকী ছবি ৷
কর্মীদের জন্য গ্র্যাচুইটি একটি এমন এক সুবিধা Payment of Gratuity Act 1972 যা চাকরি ছাড়লে সুবিধাটি পেয়ে থাকেন কর্মীরা ৷ মালিকপক্ষ থেক কর্মীদের প্রতি বছরে একটি নিশ্চিত টাকা যা নিরন্তর পরিষেবার জন্য কর্মীদের দিয়ে থাকে মালিকপক্ষ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/7
গ্যাচুইটি গণনা হয়ে থাকে নির্ণায়ক সেবার বছরXশেষ বেতনX১৫/২৬ এর সূত্রেই নির্ণিত হয় ৷ ধরে নেওয়া যাক কোনও কর্মী ৩০ বছর চাকরি করেছেন শেষ বেতন ছিল ৩০,০০০ টাকা ৷ তিনি সেক্ষেত্রে বেতন পান ৩০X৩০,০০০X১৫/২৬ অর্থাৎ তিনি ৫১৯,২৩০.৭৬৯২ টাকা গ্যাচুইটি হিসাবে পাবেন ৷ প্রতীকী ছবি ৷
গ্যাচুইটি গণনা হয়ে থাকে নির্ণায়ক সেবার বছরXশেষ বেতনX১৫/২৬ এর সূত্রেই নির্ণিত হয় ৷ ধরে নেওয়া যাক কোনও কর্মী ৩০ বছর চাকরি করেছেন শেষ বেতন ছিল ৩০,০০০ টাকা ৷ তিনি সেক্ষেত্রে বেতন পান ৩০X৩০,০০০X১৫/২৬ অর্থাৎ তিনি ৫১৯,২৩০.৭৬৯২ টাকা গ্যাচুইটি হিসাবে পাবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement