বর্তমানে বাজারের অবস্থা অত্যন্ত খারাপ এই সময়ে বিনিয়োগ করবার আগে একবার নয় হাজার হাজার বার ভাবতে হয় ঠিক কোন বিনিয়োগ ভাল বা সঠিক ৷ প্রতীকী ছবি ৷
2/ 15
শেয়ার বাজারে মুনাফা বেশি ক্নতু ঝুঁকিও কম নয় ৷ তখনই ভাবতে বাধ্য করে কোথায় কম লাভ কিন্তু বিনিয়োগ সুনিশ্চিত থাকবে ৷ প্রতীকী ছবি ৷
3/ 15
পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম বা এমআইএস ( Post Office MIS) এমন একটি সুপারহিট স্কিম যেখানে একবার টাকা বিনিয়োগ করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
4/ 15
পোস্ট অফিসের এই সুপারহিট স্মল সেভিংস স্কিম ৷ বছরেই মেয়াদ পূরণ করবে ৷ পাঁচ বছর পরেই নিশ্চিত ভাবে টাকা পেতে থাকবেন ৷ প্রতীকী ছবি ৷
5/ 15
এবার জেনে নেওয়া যাক এই স্কিমের বিষয়ে ৷ পোস্ট অফিসের এই পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম (POMIS) সিঙ্গেল ও জয়েন্টলিও করা যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
6/ 15
আবার সিঙ্গেল অ্যাকাউন্টকেও জয়েন্ট অ্যাকাউন্টে পরিণত করা যেতে পারে ৷ অ্যাকাউন্টে কোনও রকমের পরিবর্তনের জন্য সংযুক্ত ভাবে আবেদন করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
7/ 15
ম্যাচিওরিটি অর্থাৎ ৫ বছরের মেয়াদ সম্পন্ন হলে আরও পাঁচ বছর করে দুবার মেয়াদ বৃদ্ধি করা যাবে ৷ MIS অ্যাকাউন্টে নমিনেশনের সুবিধা আছে ৷ এই স্কিম সম্পূর্ণ রকমের সুরক্ষিত ৷ প্রতীকী ছবি ৷
8/ 15
পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে বর্তমামে সুদ ৬.৬ শতাংশ ৷ প্রতি মাসেই পাওয়া যায় ৷ পাঁচ বছরের মেয়াদের এই প্রকল্প মেয়াদ সম্পন্ন হওয়ার আগেও বন্ধ করা যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
9/ 15
ডিপোজিটের মেয়াদ সম্পন্ন হওয়ার একবছর পরেও টাকা তুলতে পারেন ৷ যদি এক বছর থেকে তিন বছর পরে ২ শতাংশ টাকা কেটে ফেরৎ দেওয়া হয় ৷ প্রতীকী ছবি ৷
10/ 15
যদি টাকা ৩ বছর পরে ও মেয়াদ শেষের আগে তোলা হয় সেক্ষেত্রে ১ শতাংশ কেটে ফেরৎ দেওয়া হবে ৷ যেকোনও পোস্ট অফিসেই এই এমআইএস স্কিম খোলা যাবে ৷ প্রতীকী ছবি ৷
11/ 15
এর জন্য সচিত্র পরিচয়পত্র আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি থাকতে হবে ৷ ঠিকানার প্রমাণপত্র কোনও সরকারি দস্তাবেজ হতে হবে ৷ প্রতীকী ছবি ৷
12/ 15
এই সমস্ত দস্তাবেজ নিয়ে নিকটবর্তী পোস্ট অফিসে গেলেই অতি সহজে খুলতে পারবেন এমআইএস ৷ আবেদনপ্তর পূরণ করে এমআইএস খুলত পারবেন ৷ প্রতীকী ছবি ৷
13/ 15
অথবা অনলাইনেও ডাউনলোড করতে করা যেতে পারে, আবেদনপত্র পূরণ করে নমিনির নাম জমা দিতে হবে ৷ এই অ্যাকাউন্ট খুলতে প্রথমেই ১,০০০ টাকা ক্যাশ বা চেক মোডে জমা দিতে হবে ৷ প্রতীকী ছবি ৷
14/ 15
এছাড়াও এমআইসে বেশ কেকটি সুবিধা রয়েছে ৷ পোস্ট অফিস এমআইএস স্কিম তিনজন মিলেও খুলতে পারেন অ্যাকাউন্ট ৷ প্রতীকী ছবি ৷
15/ 15
এই অ্যাকাউন্ট থেকে হওয়া তিন সদস্যের মধ্যে সমান ভাবে ভাগ করে দেওয়া হয় ৷ জয়েন্ট অ্যাকাউন্টকেও সিঙ্গেল অ্যাকাউন্ট কনভার্ট করা যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷