

ভারত সরকারের Sovereign gold bond আগামী ফেজ ৬ জুলাই ২০২০ থেকে ফের চালু করতে চলেছে ৷ প্রথম ফেজে ইনভেস্ট করার সুযোগ না পেয়ে থাকলে এবারের ফেজে ইনভেস্ট করতে পারেন ৷


সরকারি গোল্ড বন্ড স্কিম ২০২০-২১ সিরিজ-৪ এর সাবস্ক্রিপশন ৬ জুলাই ২০২০ থেকে শুরু হবে এবং শেষ হবে ১০ জুলাই ৷ কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ছ’টি ফেজে Sovereign gold bond জারি করবে সরকার ৷


সরকারের তরফে রিজার্ভ ব্যাঙ্ক এই গোল্ড বন্ড জারি করবে ৷ এর ইস্যু প্রাইস ৪৮৫২ টাকা প্রতি গ্রাম ঠিক করা হয়েছে ৷ এর আগে ৮ থেকে ১২ জুনের মধ্যে সাবস্ক্রিপশনের জন্য জারি বন্ডের ইস্যু প্রাইস ছিল ৪৬৭৭ টাকা প্রতি গ্রাম ৷


আরবিআই-এর তরফে জানানো হয়েছে, ইস্যু প্রাইস সাবস্ক্রিপশনের আগের সপ্তাহের শেষ তিন ওয়ার্কিং ডে-র জন্য IBJA -র তরফে জারি ৯৯৯ খাঁটি সোনার সর্বশেষ দামের সাধারণ গড় হিসেবে দাম ঠিক করা হবে ৷


অনলাইনে যারা বন্ড কিনবেন এবং ডিজিটাল পেমেন্ট করবেন তাদের প্রত্যেক গ্রামে ৫০ টাকা ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এই ভাবে বিনিয়োগকারীদের জন্য ইস্যু প্রাইস ৪৮০২ টাকা প্রতি গ্রাম হবে ৷