৩ শতাংশ বাড়ল ডিএ, সঙ্গে মিলবে তিন মাসের বকেয়াও, লাখো কর্মীকে দীপাবলির উপহার কেন্দ্রের, অক্টোবরের বেতন কত হবে?
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
DA Increase Salary: যদিও কেন্দ্র সরকারি কর্মচারীদের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। তবে কেন্দ্রের সবুজ সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে দেশের সমস্ত রাজ্য সরকারও ডিএ বৃদ্ধির ঘোষণা করবে বলে অনুমান করা হচ্ছে।
ধনতেরস ও দীপাবলির আগেই সরকারি কর্মীদের বড় উপহার দিল মোদি সরকার। বুধবার নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা ডিএ বৃদ্ধির সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে। যদিও কেন্দ্র সরকারি কর্মচারীদের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। তবে কেন্দ্রের সবুজ সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে দেশের সমস্ত রাজ্য সরকারও ডিএ বৃদ্ধির ঘোষণা করবে বলে অনুমান করা হচ্ছে।
advertisement
আপাতত ৩ শতাংশ ডিএ বৃদ্ধির পাশাপাশি কেন্দ্রীয় কর্মীদের ৩ মাসের বকেয়া মিটিয়ে দেওয়ার ঘোষণাও করেছে মোদির মন্ত্রিসভা। উল্লেখ্য, প্রতি বছর জানুয়ারি এবং জুলাই মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করে কেন্দ্র সরকার। চলতি বছর জানুয়ারিতে ৪ শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল। এরপর জুলাইয়ের ডিএ বাড়ানো নিয়ে বসে বৈঠক। সেখানেই ৩ শতাংশ ডিএ বৃদ্ধি এবং ৩ মাসের বকেয়া মেটানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ জুলাই, অগাস্ট এবং সেপ্টেম্বরের বর্ধিত ডিএ-এর টাকা অক্টোবরে মিটিয়ে দেওয়া হবে।
advertisement
বেতন কত বাড়বে: কর্মীর মূল বেতনের উপর ভিত্তি করে মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়। ধরে নেওয়া যাক, একজন কর্মীর বেসিক স্যালারি ৪০ হাজার টাকা। এখন তাঁর ডিএ ৩ শতাংশ বাড়ানো হয়েছে। তাহলে বর্তমানে তাঁর ১,২০০ টাকা বেতন বাড়বে। একইভাবে মূল বেতন, ডিএ এবং আবাসন ভাতা অর্থাৎ এইচআরএ মিলিয়ে যদি বেতন ৬০ হাজার টাকা হয় তাহলে এখন থেকে তিনি ৬১ হাজার ২০০ টাকা পাবেন।
advertisement
advertisement
অক্টোবরে কত টাকা বেতন মিলবে: জুলাই মাস থেকে বর্ধিত ডিএ পাবেন কর্মীরা। ফলে জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর মিলিয়ে মোট ৪ মাস হচ্ছে। প্রতি মাসে ১২০০ টাকা হিসাবে চার মাসে একজন কর্মী মোট ৪,৮০০ টাকা পাবেন। এখন কোনও কর্মচারীর মূল বেতন ৪০ হাজার এবং অ্যাকাউন্টে আসা স্যালারি ৬০ হাজার হয়, তাহলে ৪ মাসের বকেয়া মিলিয়ে অক্টোবরে তিনি ৬৪,৮০০ টাকা বেতন পাবেন।