Mobile Price: সস্তা হবে মোবাইল ফোন! বাজেটের আগে সরকারের বড় উপহার

Last Updated:
সরকার মোবাইলের সমস্ত পার্টসের আমদানি শুল্ক ১০ শতাংশ করা হয়েছে ৷
1/5
বাজেট ২০২৪-র আগে সাধারণের জন্য বড় উপহার ৷ সরকার মঙ্গলবার ঘোষণা করেছেন আমদানি করা মোবাইল কম্পোনেন্টের উপর ইমপোর্ট ডিউটি ৫ শতাংশ কমানো হয়েছে ৷ এই সিদ্ধান্তের জেরে দেশে তৈরি হওয়া মোবাইল পার্টসের জন্য খরচা কমবে, যার জেরে লাভবান হবেন উপভোক্তারা ৷
বাজেট ২০২৪-র আগে সাধারণের জন্য বড় উপহার ৷ সরকার মঙ্গলবার ঘোষণা করেছেন আমদানি করা মোবাইল কম্পোনেন্টের উপর ইমপোর্ট ডিউটি ৫ শতাংশ কমানো হয়েছে ৷ এই সিদ্ধান্তের জেরে দেশে তৈরি হওয়া মোবাইল পার্টসের জন্য খরচা কমবে, যার জেরে লাভবান হবেন উপভোক্তারা ৷
advertisement
2/5
অর্থ মন্ত্রকের তরফে জারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোবাইলের পার্টসের আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে ৷ দেশে তৈরি হওয়া বেশিরভাগ মোবাইলের কম্পোনেন্ট বাইরে থেকে আনা হয় ৷
অর্থ মন্ত্রকের তরফে জারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোবাইলের পার্টসের আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে ৷ দেশে তৈরি হওয়া বেশিরভাগ মোবাইলের কম্পোনেন্ট বাইরে থেকে আনা হয় ৷
advertisement
3/5
সরকার তার উপর স্বাভাবিক ভাবে আমদানি শুল্ক নিয়ে থাকে, যার জেরে দাম বেড়ে যায় ৷ এবার আমদানি শুল্ক কম হওয়ার কারণে অনুমান করা হচ্ছে আগামী দিনে মোবাইলের দাম অনেকটাই কমে যাবে ৷
সরকার তার উপর স্বাভাবিক ভাবে আমদানি শুল্ক নিয়ে থাকে, যার জেরে দাম বেড়ে যায় ৷ এবার আমদানি শুল্ক কম হওয়ার কারণে অনুমান করা হচ্ছে আগামী দিনে মোবাইলের দাম অনেকটাই কমে যাবে ৷
advertisement
4/5
সরকার মোবাইলের সমস্ত পার্টসের আমদানি শুল্ক ১০ শতাংশ করা হয়েছে ৷ এর মধ্যে ব্যাটারি কভার, ফ্রন্ট কভার, মিডিল কভার, ব্যাক কভার, মেন লেন্স, জিএসএম অ্যান্টিনা, সিম শকেট, স্ক্রু, প্লাস্টিক সামিল রয়েছে ৷
সরকার মোবাইলের সমস্ত পার্টসের আমদানি শুল্ক ১০ শতাংশ করা হয়েছে ৷ এর মধ্যে ব্যাটারি কভার, ফ্রন্ট কভার, মিডিল কভার, ব্যাক কভার, মেন লেন্স, জিএসএম অ্যান্টিনা, সিম শকেট, স্ক্রু, প্লাস্টিক সামিল রয়েছে ৷
advertisement
5/5
মোবাইলের আরও কিছু কম্পোনেন্টে আমদানি শুল্ক ১০ শতাংশ করা হয়েছে ৷ এর মধ্যে কন্ডাক্টিভ ক্লথ, এলসিডি কন্ডাক্টিভ ফোম, এলসিডি ফোম, বিটি ফোম, ব্যাটারি গরম হওয়া আটকানোর কভার, স্টিকার ব্যাটারি স্লট, মেন লেন্সের প্রোটেকটিভ ফিল্ম, এলসিডি এফপিসি, ফিল্ম ফ্রন্ট ফ্ল্যাশের আমদানি শুল্ক ১০ শতাংশ ৷
মোবাইলের আরও কিছু কম্পোনেন্টে আমদানি শুল্ক ১০ শতাংশ করা হয়েছে ৷ এর মধ্যে কন্ডাক্টিভ ক্লথ, এলসিডি কন্ডাক্টিভ ফোম, এলসিডি ফোম, বিটি ফোম, ব্যাটারি গরম হওয়া আটকানোর কভার, স্টিকার ব্যাটারি স্লট, মেন লেন্সের প্রোটেকটিভ ফিল্ম, এলসিডি এফপিসি, ফিল্ম ফ্রন্ট ফ্ল্যাশের আমদানি শুল্ক ১০ শতাংশ ৷
advertisement
advertisement
advertisement