Money Making Idea: অতি সামান্য ব্যয়ে এক চাষেই মালামাল, প্রতি কাঠায় ১০ কুইন্টাল ফলন, ৩ মাসে ৮০০০০ টাকা লাভ
- Reported by:Trending Desk
- Published by:Shubhagata Dey
Last Updated:
Money Making Idea: বিটরুট চাষে তিন মাস সময় লাগে। কম জমিতেও বাম্পার ফলন পাওয়া যায়। তিনি জানান যে, তিনি জৈব পদ্ধতিতে বিটরুট চাষ করেন। এর ফলে তিনি ভাল ফলন পাচ্ছেন এবং আয়ও বাড়ছে।
advertisement
advertisement
advertisement
*মাত্র তিন মাসে ৮০ হাজার টাকা সাশ্রয় হচ্ছে। জিতেন্দ্র আরকে জাতের বিটরুট চাষ করছেন। এই জাতের বিশেষত্ব হল এর খরচ কম এবং ফলন বেশি। কৃষক জিতেন্দ্র সিং জানালেন যে, তিনি চার কাঠা জমিতে বিট চাষ করেন। সেখানে ইতিমধ্যেই তিন কাঠা জমি থেকে ফসল তোলা হয়েছে। একই সময়ে, তাঁরা অন্য একটি জমি থেকে বিটরুট তোলা শুরু করেছেন। বাজারে যাওয়ারও দরকার নেই, ব্যবসায়ীরা খামার থেকেই এটি কিনে নিয়ে যায়। এর ফলে যানবাহনের খরচও সাশ্রয় হয়। প্রতীকী ছবি।
advertisement
advertisement
advertisement







