Millions Of Tonnes Of Gold: মিলতে পারে লাখ লাখ টন সোনার হদিশ ! কোথায় জেনে নিন, বিজ্ঞানীরা খনন এবং পরীক্ষা করে হতবাক
- Written by:Trending Desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Millions Of Tonnes Of Gold: কোথায় এই ভাণ্ডার এবং কীভাবে এই বিপুল সোনা মিলতে পারে ৷
advertisement
অনুমান করা হচ্ছে যে, মধ্যপ্রদেশের একটি শহরের ভূগর্ভে লাখ লাখ টন সোনা রয়েছে। যা একটি রিপোর্টে ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে। সেই শহরের নাম জব্বলপুর। এই শহরটি তার লৌহ আকরিক খনির জন্যও পরিচিত। এখানকার লৌহ এবং অন্যান্য খনিজ পদার্থ সারা বিশ্বে রফতানি করা হয়। জব্বলপুরের সিহোরা তালুকের মাহাঙ্গওয়া কেভালরি এলাকায় এই সোনার ভাণ্ডার পাওয়া গিয়েছে, যেখানে লোহা এবং ম্যাঙ্গানিজ আকরিকের সঙ্গে সোনা এবং অন্যান্য তামার আকরিক রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।
advertisement
advertisement
জরিপে সোনার বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে -ভূতত্ত্ব ও খনিজ সম্পদ বিভাগের আঞ্চলিক কার্যালয়ের ভূতাত্ত্বিকরা সিহোরা তালুকের মাহাঙ্গোয়া কেভালারি এলাকায় একটি জরিপ পরিচালনা করেছেন। এই জরিপের সময় এখান থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল। সেখান থেকে সংগৃহীত নমুনার রাসায়নিক বিশ্লেষণের পর বিজ্ঞানীরা এতে সোনা এবং অন্যান্য ধাতুর উপস্থিতি খুঁজে পেয়েছেন।প্রাপ্ত তথ্য অনুসারে, বিজ্ঞানীরা এই ধাতুর পরিমাণও অনুমান করছেন। অনুমান করা হচ্ছে যে জব্বলপুরের মাটির নীচে প্রায় ১০০ হেক্টর জমিতে সোনা লুকিয়ে আছে, যেখানে কয়েক টন সোনা থাকার সম্ভাবনা রয়েছে।
advertisement
জব্বলপুরের লোহা সারা বিশ্বে বিখ্যাত -জব্বলপুর এবং কাটনি জেলা ইতিমধ্যেই তাদের লোহা এবং অন্যান্য ধাতব খনির জন্য পরিচিত। এই অঞ্চলের লোহা আকরিক ভারত, চিন এবং বিশ্বের অন্যান্য দেশে যায়। বর্তমানে এখানে ছোট-বড় মোট ৪২টি খনি কাজ করছে। লোহা, ম্যাঙ্গানিজ, ল্যাটেরাইট, সিলিকা বালি এবং চুনাপাথরও এখানে পাওয়া যায়।
advertisement









