বন্ধ হচ্ছে এই সরকারি ব্যাঙ্কের বহু শাখা ! জেনে নিন, বিপত্তি এড়াতে গ্রাহকেরা এখন কী করবেন--

Last Updated:
1/5
ব্যাঙ্ক অফ মঠারাষ্ট্র ঘোষণা করল, তারা তাদের ৫১টি শাখা বন্ধ করার  সিদ্ধান্ত নিয়েছে। এই মুহূর্তে গোটা দেশে ব্যাঙ্ক অফ মঠারাষ্ট্রের  ১৯০০-টি ব্রাঞ্চ রয়েছে। ব্যাঙ্কের পুনে হেডকোয়ার্টার-এর তরফে জানানো হয়েছে, ৩০ নভেম্বরের পর ব্যাঙ্কের শাখাগুলো বন্ধ করা হবে। এই তালিকায় রয়েছে মূলত শহুড়ে অঞ্চলের শাখা।  Photo Source: Collected
ব্যাঙ্ক অফ মঠারাষ্ট্র ঘোষণা করল, তারা তাদের ৫১টি শাখা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এই মুহূর্তে গোটা দেশে ব্যাঙ্ক অফ মঠারাষ্ট্রের ১৯০০-টি ব্রাঞ্চ রয়েছে। ব্যাঙ্কের পুনে হেডকোয়ার্টার-এর তরফে জানানো হয়েছে, ৩০ নভেম্বরের পর ব্যাঙ্কের শাখাগুলো বন্ধ করা হবে। এই তালিকায় রয়েছে মূলত শহুড়ে অঞ্চলের শাখা। Photo Source: Collected
advertisement
2/5
ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, এই শাখাগুলি থেকে ব্যাঙ্কের আশাপ্রদ লাভ হচ্ছিল না। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই শাখাগুলিকে অন্যান্য শাখার সঙ্গে যুক্ত করা হবে। এবার তাহলে ব্যাঙ্কের গ্রাহকরা কী করবেন-- Photo Source: Collected
ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, এই শাখাগুলি থেকে ব্যাঙ্কের আশাপ্রদ লাভ হচ্ছিল না। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই শাখাগুলিকে অন্যান্য শাখার সঙ্গে যুক্ত করা হবে। এবার তাহলে ব্যাঙ্কের গ্রাহকরা কী করবেন-- Photo Source: Collected
advertisement
3/5
যেহুতু এই শাখাগুলো অন্য শাখার সঙ্গে যুক্ত হবে, ফলে গ্রাহকদের সেভিংস, কারেন্ট ও অন্যান্য অ্যাকাউন্টও অন্য ব্যাঙ্কে স্থানান্তরিত হয়ে যাবে। কাজেই পূর্ববর্তী IFCS / MICR code বাতিল করা হয়েছে।  Photo Source: Collected
যেহুতু এই শাখাগুলো অন্য শাখার সঙ্গে যুক্ত হবে, ফলে গ্রাহকদের সেভিংস, কারেন্ট ও অন্যান্য অ্যাকাউন্টও অন্য ব্যাঙ্কে স্থানান্তরিত হয়ে যাবে। কাজেই পূর্ববর্তী IFCS / MICR code বাতিল করা হয়েছে। Photo Source: Collected
advertisement
4/5
৩০ নভেমন্বরের পর আর পুরনো চেক-বই কাজ করবে না। কাজেই, ৩০ নভেম্বরের মধ্যে গ্রাহকদের পুরনো চেক বই ব্যাঙ্কের শাখায় জমা দিতে হবে। এরপর তাঁদের নতুন শাখার চেক বই,  IFCS / MICR code দেওয়া হবে। Photo Source: Collected
৩০ নভেমন্বরের পর আর পুরনো চেক-বই কাজ করবে না। কাজেই, ৩০ নভেম্বরের মধ্যে গ্রাহকদের পুরনো চেক বই ব্যাঙ্কের শাখায় জমা দিতে হবে। এরপর তাঁদের নতুন শাখার চেক বই, IFCS / MICR code দেওয়া হবে। Photo Source: Collected
advertisement
5/5
পুরনো IFSC / MICR কোড ডিসেম্বর ৩১ থেকে আর কার্যকর থাকবে না। নতুন  IFSC / MICR কোডের মাধ্যমেই সমস্ত ব্যাঙ্কিং ট্রান্সাকশন করতে হবে।  Photo Source: Collected
পুরনো IFSC / MICR কোড ডিসেম্বর ৩১ থেকে আর কার্যকর থাকবে না। নতুন IFSC / MICR কোডের মাধ্যমেই সমস্ত ব্যাঙ্কিং ট্রান্সাকশন করতে হবে। Photo Source: Collected
advertisement
advertisement
advertisement