ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করেন? ১৫ নভেম্বর থেকে বদলে যাচ্ছে এই সব নিয়ম, জেনে নিন
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
ICICI Credit Card Rules: এই পরিবর্তনের বিষয়ে এসএমএস এবং ইমেলের মাধ্যমে গ্রাহকদের জানিয়েছে আইসিআইসিআই ব্যাঙ্ক।
আর্থিক নিয়মে বদল হলে তার সরাসরি প্রভাব পড়ে আমজনতার উপর। নভেম্বর মাস থেকে এরকমই বেশ কিছু নিয়ম বদল হয়েছে। কিছু নিয়ম বদলাতে চলেছে। এর মধ্যে আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড অন্যতম। প্রাইসিং স্ট্রাকচার এবং বিভিন্ন ক্রেডিট কার্ডের লোয়ার ইনসেনটিভে কাটছাঁটের ঘোষণা করেছে দেশের এই শীর্ষ বেসরকারি ব্যাঙ্ক।
advertisement
ইনসেনটিভে পরিবর্তনের ফলে বিমা ও খাদ্য পণ্য ক্রয়, বিমানবন্দরের লাউঞ্জ অ্যাক্সেস, জ্বালানি সারচার্জ এবং লেট পেমেন্ট চার্জের উপর প্রভাব পড়বে। এই পরিবর্তনের বিষয়ে এসএমএস এবং ইমেলের মাধ্যমে গ্রাহকদের জানিয়েছে আইসিআইসিআই ব্যাঙ্ক। তাই চলতি মাস থেকে ক্রেডিট কার্ড ব্যাবহারের আগে এই বিষয়গুলি সম্পর্কে বিশদে জেনে রাখা জরুরি। নাহলে বিপাকে পড়তে হতে পারে।
advertisement
লাউঞ্জ অ্যাক্সেস চার্জ বাড়ল: লাউঞ্জ অ্যাক্সেস চার্জ একধাক্কায় দ্বিগুণের বেশি বেড়েছে। সংশোধিত নতুন নিয়ম অনুযায়ী, আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড হোল্ডারদের এখন থেকে ঘরোয়া বিমানবন্দরের লাউঞ্জ অ্যাক্সেসের সুবিধা পাওয়ার জন্য তিন মাসে ৭৫ হাজার টাকা খরচ করতে হবে। আগে তিন মাসের জন্য ৩৫ হাজার টাকা খরচ করলেই লাউঞ্জ অ্যাক্সেস পাওয়া যেত।
advertisement
advertisement
advertisement
advertisement
জ্বালানি সারচার্জ: প্রতি মাসে ৫০ হাজার টাকা পর্যন্ত জ্বালানি খরচে সারচার্জ মকুব করা হবে। এর বেশি খরচ হলে সারচার্জ ছাড়ের সুবিধা পাবেন না আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড হোল্ডাররা। তবে, আইসিআইসিআই ব্যাঙ্কের এমারাল্ড মাস্টারকার্ড মেটাল ক্রেডিট কার্ড হোল্ডাররা প্রতি মাসে ১,০০,০০০ টাকা পর্যন্ত জ্বালানি খরচে ফুয়েল সারচার্জে ছাড় পাবেন।