কর্পোরেট ডিসকাউন্ট, এক্সচেঞ্জ অফার, ৩ লক্ষ টাকারও বেশি ছাড় মিলছে Mahindra-র এই গাড়িগুলিতে
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
৩১ ডিসেম্বর পর্যন্ত এই অফার পাওয়া যাবে
করোনাভাইরাসের (Conoravirus) জেরে দীর্ঘ দিন লকডাউন, অন্যান্য সব ব্যবসার মতো ক্ষতি হয়েছে অটোমোবাইল সেক্টর (Automobile Sector)-এও। কাজেই আনলক শুরু হতেই সমস্ত সুরক্ষাবিধি মেনে মাঠে নেমেছে সব গাড়িপ্রস্তুতকারক সংস্থা। দুর্গাপুজো, নবরাত্রি, দীপাবলীতে ছিল একাধিক লোভনীয় অফার, তার রেশ কাটতে না কাটতেই আবারও একাধিক আকর্ষণীয় অফার নিয়ে চলে এসেছে গাড়িপ্রস্তুতকারক সংস্থাগুলি। চলতি মাসের শুরু থেকেই চালু হয়ে গিয়েছে ইয়ার-এন্ড সেল। তালিকায় রয়েছে মাহিন্দ্রা (Mahindra)-ও। বিশেষ কিছু গাড়িতে দুর্দান্ত অফার দিচ্ছে এই সংস্থা। পাওয়া যাচ্ছে এক্সচেঞ্জ বোনাস (Exchange Bonus), ক্যাশ ডিসকাউন্ট (Cash Discount), কর্পোরেট ডিসকাউন্ট (Coroprate Discount)। পাওয়া যাচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাকসেসারিজও (Complementary Accessories)। ৩১ ডিসেম্বর পর্যন্ত এই অফার পাওয়া যাবে। একনজরে দেখে নিন কোন কোন গাড়িতে কী কী অফার মিলছে --
advertisement
Mahindra Alturas G4 মাহিন্দ্রার এই গাড়িতে মিলছে দুর্দান্ত ছাড়। পাওয়া যাচ্ছে ২.২০ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট। Alturas G4-এ পাওয়া যাচ্ছে ৫০ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস (Exchange Bonus)। থাকছে ১৬ হাজার টাকা পর্যন্ত কর্পোরেট ডিসকাউন্ট (Coroprate Discount)। এখানেই শেষ নয়, ২০ হাজার টাকার অ্যাকসেসারিজ (Complementary Accessories)-ও মিলছে।
advertisement
Mahindra XUV500 The XUV500 W5 ও XUV500 W7-XUV-র এই দুই গাড়িতেই মিলছে প্রায় একই রকম অফার। পাওয়া যাচ্ছে ১৩ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট (Cash Discount)। ৩০ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস (Exchange Bonus)। পাওয়া যাচ্ছে কর্পোরেট ডিসকাউন্টও, ৯ হাজার টাকা পর্যন্ত কর্পোরেটে ছাড় (Coroprate Discount) । পাশাপাশি এই মডেল দু'টো ছাড়াও XUV-র বাকি মডেলেও ৫ হাজার টাকার অ্যাকসেসারিজ (Complementary Accessories) পাওয়া যাচ্ছে।
advertisement
Mahindra Scorpio মাহিন্দ্রার অন্যতম জনপ্রিয় গাড়ি Mahindra Scorpio। এর S5 গাড়িতেই শুধুমাত্র মিলছে ছাড়। পাওয়া যাচ্ছে ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট (Cash Discount)। ২৫ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস (Exchange Bonus)। পাশাপাশি এই গাড়িতে ৫ হাজার টাকার কর্পোরেট ডিসকাউন্ট (Coroprate Discount) ও ১০ হাজার টাকার অ্যাকসেসারিজ (Complementary Accessories) দিচ্ছে সংস্থা।
advertisement
advertisement
advertisement
Mahindra XUV300 XUV300-র পেট্রোল ও ডিজেল দু'টোতেই মিলছে অফার। Mahindra XUV300-র পেট্রোল গাড়ি কিনলে পাওয়া যাবে ২৫ হাজার পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস। পাওয়া যাবে ৫ হাজার টাকা পর্যন্ত কর্পোরেট ডিসকাউন্ট (Coroprate Discount)। আর ডিজেল গাড়িতে মিলছে ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট (Cash Discount)। ২৫ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস (Exchange Bonus) ও ৫ হাজার টাকা পর্যন্ত কর্পোরেট ডিসকাউন্ট (Coroprate Discount)।পাশাপাশি মিলছে ৬ হাজার ৫০০ টাকার অ্যাকসেসারিজ (Complementary Accessories)।