LPG Price: মাত্র ৫০০ টাকায় গ্যাস পাবেন বাড়ির মেয়ে-বউরা, ‘এই’ রাজ্যে এল মেগা সুখবর

Last Updated:
LPG Price: রাজস্থানের ২০২৩-২৪-অর্থবর্ষের আর্থিক বাজেটে মুখ্যমন্ত্রী গেহলট বিপিএল পরিবার এবং উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের ৫০০ টাকায় সিলিন্ডার দেওয়ার ঘোষণা করেছিলেন।
1/4
নয়াদিল্লি : গরিব মানুষদের জন্য দারুণ সুখবর৷  দারিদ্র্য সীমার নিচের পরিবার (BPL) এবং উজ্জ্বলা প্রকল্পের আওতায় থাকা মহিলাদের ‘আচ্ছে দিন’ এল৷  এখন ৫০০ টাকায় এলপিজি সিলিন্ডার পাবেন, মুখ্যমন্ত্রী অশোক গেহলট ৭৫০ কোটি টাকার আর্থিক প্রস্তাব অনুমোদন করেছেন, এটি রাজস্থান সরকারের একটি একটি সরকারি বিবৃতিতে জানানো হয়েছে৷
নয়াদিল্লি : গরিব মানুষদের জন্য দারুণ সুখবর৷  দারিদ্র্য সীমার নিচের পরিবার (BPL) এবং উজ্জ্বলা প্রকল্পের আওতায় থাকা মহিলাদের ‘আচ্ছে দিন’ এল৷  এখন ৫০০ টাকায় এলপিজি সিলিন্ডার পাবেন, মুখ্যমন্ত্রী অশোক গেহলট ৭৫০ কোটি টাকার আর্থিক প্রস্তাব অনুমোদন করেছেন, এটি রাজস্থান সরকারের একটি একটি সরকারি বিবৃতিতে জানানো হয়েছে৷
advertisement
2/4
আর্থিক প্রস্তাবটি 'মুখ্যমন্ত্রী গ্যাস সিলিন্ডার' প্রকল্পের আওতায় পাস করা হয়েছে৷  এই অনুমোদনের ফলে রাজ্যের ৭৩ লক্ষেরও বেশি পরিবার উপকৃত হবে। এই স্কিমের অধীনে ১ এপ্রিল থেকে প্রতি মাসে একটি করে এতটা কম মূল্যের গ্যাস সিলিন্ডার পাবে৷
আর্থিক প্রস্তাবটি 'মুখ্যমন্ত্রী গ্যাস সিলিন্ডার' প্রকল্পের আওতায় পাস করা হয়েছে৷  এই অনুমোদনের ফলে রাজ্যের ৭৩ লক্ষেরও বেশি পরিবার উপকৃত হবে। এই স্কিমের অধীনে ১ এপ্রিল থেকে প্রতি মাসে একটি করে এতটা কম মূল্যের গ্যাস সিলিন্ডার পাবে৷
advertisement
3/4
বিবৃতিতে বলা হয়েছে যে উজ্জ্বলা প্রকল্পের অধীনে গ্যাস সংযোগ রয়েছে এমন পরিবারগুলিকে রাজ্য সরকার প্রতি গ্যাস সিলিন্ডারে ৪১০ টাকা ভর্তুকি দেবে।
বিবৃতিতে বলা হয়েছে যে উজ্জ্বলা প্রকল্পের অধীনে গ্যাস সংযোগ রয়েছে এমন পরিবারগুলিকে রাজ্য সরকার প্রতি গ্যাস সিলিন্ডারে ৪১০ টাকা ভর্তুকি দেবে।
advertisement
4/4
অন্যদিকে বিপিএল পরিবারগুলিকে প্রতি গ্যাস সিলিন্ডারে ৬১০ টাকা ভর্তুকি দেওয়া হবে, ভর্তুকির অর্থ সরাসরি না কমালেও টাকা তাদের জন আধার লিঙ্কযুক্ত অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে।  রাজস্থানের ২০২৩-২৪-অর্থবর্ষের আর্থিক বাজেটে মুখ্যমন্ত্রী গেহলট বিপিএল পরিবার এবং উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের ৫০০ টাকায় সিলিন্ডার দেওয়ার ঘোষণা করেছিলেন।
অন্যদিকে বিপিএল পরিবারগুলিকে প্রতি গ্যাস সিলিন্ডারে ৬১০ টাকা ভর্তুকি দেওয়া হবে, ভর্তুকির অর্থ সরাসরি না কমালেও টাকা তাদের জন আধার লিঙ্কযুক্ত অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে।  রাজস্থানের ২০২৩-২৪-অর্থবর্ষের আর্থিক বাজেটে মুখ্যমন্ত্রী গেহলট বিপিএল পরিবার এবং উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের ৫০০ টাকায় সিলিন্ডার দেওয়ার ঘোষণা করেছিলেন।
advertisement
advertisement
advertisement