LPG Price: মাত্র ৫০০ টাকায় গ্যাস পাবেন বাড়ির মেয়ে-বউরা, ‘এই’ রাজ্যে এল মেগা সুখবর
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
LPG Price: রাজস্থানের ২০২৩-২৪-অর্থবর্ষের আর্থিক বাজেটে মুখ্যমন্ত্রী গেহলট বিপিএল পরিবার এবং উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের ৫০০ টাকায় সিলিন্ডার দেওয়ার ঘোষণা করেছিলেন।
নয়াদিল্লি : গরিব মানুষদের জন্য দারুণ সুখবর৷ দারিদ্র্য সীমার নিচের পরিবার (BPL) এবং উজ্জ্বলা প্রকল্পের আওতায় থাকা মহিলাদের ‘আচ্ছে দিন’ এল৷ এখন ৫০০ টাকায় এলপিজি সিলিন্ডার পাবেন, মুখ্যমন্ত্রী অশোক গেহলট ৭৫০ কোটি টাকার আর্থিক প্রস্তাব অনুমোদন করেছেন, এটি রাজস্থান সরকারের একটি একটি সরকারি বিবৃতিতে জানানো হয়েছে৷
advertisement
advertisement
advertisement
অন্যদিকে বিপিএল পরিবারগুলিকে প্রতি গ্যাস সিলিন্ডারে ৬১০ টাকা ভর্তুকি দেওয়া হবে, ভর্তুকির অর্থ সরাসরি না কমালেও টাকা তাদের জন আধার লিঙ্কযুক্ত অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে। রাজস্থানের ২০২৩-২৪-অর্থবর্ষের আর্থিক বাজেটে মুখ্যমন্ত্রী গেহলট বিপিএল পরিবার এবং উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের ৫০০ টাকায় সিলিন্ডার দেওয়ার ঘোষণা করেছিলেন।