Low Investment Business Ideas: মাত্র ১০ টাকায় ব্যবসা শুরু! বিয়ের মরশুমে বাম্পার চাহিদা, ঘরে বসেই তত্ত্ব ব্যবসার সুবর্ণ সুযোগ, আয় হবে মোটা টাকা

Last Updated:
Low Investment Business Ideas: বিয়ের মরশুমে মাত্র ১০ টাকায় শুরু করুন লাভজনক ব্যবসা। ঘরে বসেই শুরু করা যায় এই ঋতুকালীন ব্যবসা, আয়ের সম্ভাবনাও প্রবল।
1/7
জানেন তো বিয়ের মরসুম আসছে? আর এই বিয়ের মরশুমে, আপনি শুরু করতে পারেন এক দুর্দান্ত ব্যবসা। বাঁকুড়া শহরেই রয়েছে, এমন একটি দোকান যেখান থেকে আপনি কিনে নিতে পারবেন আপনার ব্যবসা করার জিনিস গুলি। দাম অত্যন্ত কম, খরচ করতে হবে মাত্র ১০ টাকা থেকে ১২ টাকা! কী ভাবছেন? মশকরা করা হচ্ছে?
জানেন তো বিয়ের মরসুম আসছে? আর এই বিয়ের মরশুমে, আপনি শুরু করতে পারেন এক দুর্দান্ত ব্যবসা। বাঁকুড়া শহরেই রয়েছে, এমন একটি দোকান যেখান থেকে আপনি কিনে নিতে পারবেন আপনার ব্যবসা করার জিনিস গুলি। দাম অত্যন্ত কম, খরচ করতে হবে মাত্র ১০ টাকা থেকে ১২ টাকা! কী ভাবছেন? মশকরা করা হচ্ছে?
advertisement
2/7
আসলে বিয়ের মরশুমে সবথেকে বেশি যে জিনিসগুলি এখন বিক্রি হয় তার মধ্যে অন্যতম হল তত্ত্ব কিংবা বিয়ের তত্ত্ব সাজানোর জিনিসপত্র। একদম খুব কম খরচে কিনুন পাইকারি রেটে। কেনার পর বিক্রি করুন যথাযথ মূল্য রেখে।
আসলে বিয়ের মরশুমে সবথেকে বেশি যে জিনিসগুলি এখন বিক্রি হয় তার মধ্যে অন্যতম হল তত্ত্ব কিংবা বিয়ের তত্ত্ব সাজানোর জিনিসপত্র। একদম খুব কম খরচে কিনুন পাইকারি রেটে। কেনার পর বিক্রি করুন যথাযথ মূল্য রেখে।
advertisement
3/7
বিক্রি করে শেষ করতে পারবেন না। এরপর বিয়ের পর বিয়ে লেগেই থাকবে। সুযোগ থাকতে খুব কম খরচে আপনার ঘরেই শুরু করুন এই ব্যবসা।
বিক্রি করে শেষ করতে পারবেন না। এরপর বিয়ের পর বিয়ে লেগেই থাকবে। সুযোগ থাকতে খুব কম খরচে আপনার ঘরেই শুরু করুন এই ব্যবসা।
advertisement
4/7
বাঁকুড়া শহরের রানীগঞ্জ মোড়ে, শ্যামল গড়াই করছেন হোলসেল ব্যবসা। এই দোকানে পেয়ে যাবেন বিয়ের তত্ত্ব সাজানোর সব রকম সামগ্রী। তত্ত্বের ট্রে, তত্ত্বসূচী, রঙিন ফিতে, সেলোফিন পেপার এবং সোলার বল। এছাড়াও রয়েছে যাবতীয় দরকারি জিনিসপত্র, নিজের পছন্দমত কিনে নিন। সর্বনিম্ন দাম ১২ টাকা থেকে শুরু, সর্বোচ্চ মূল্য ৮০০ টাকা।
বাঁকুড়া শহরের রানীগঞ্জ মোড়ে, শ্যামল গড়াই করছেন হোলসেল ব্যবসা। এই দোকানে পেয়ে যাবেন বিয়ের তত্ত্ব সাজানোর সব রকম সামগ্রী। তত্ত্বের ট্রে, তত্ত্বসূচী, রঙিন ফিতে, সেলোফিন পেপার এবং সোলার বল। এছাড়াও রয়েছে যাবতীয় দরকারি জিনিসপত্র, নিজের পছন্দমত কিনে নিন। সর্বনিম্ন দাম ১২ টাকা থেকে শুরু, সর্বোচ্চ মূল্য ৮০০ টাকা।
advertisement
5/7
যারা পাইকারি রেটে সামগ্রিক কিনে ব্যবসা করতে চাইছেন তাদের জন্য রয়েছে আরও কম দাম। এই ধরনের ব্যবসা ঋতুকালীন হলেও, ঘরে বসে থাকার থেকে এককালীন টাকা উপার্জন করার এক সুবর্ণ সুযোগ। ব্যবসায়ী শ্যামল গড়াই জানান,
যারা পাইকারি রেটে সামগ্রিক কিনে ব্যবসা করতে চাইছেন তাদের জন্য রয়েছে আরও কম দাম। এই ধরনের ব্যবসা ঋতুকালীন হলেও, ঘরে বসে থাকার থেকে এককালীন টাকা উপার্জন করার এক সুবর্ণ সুযোগ। ব্যবসায়ী শ্যামল গড়াই জানান, "বিয়ের মরশুম শুরু হতে চলেছে। এটাই সুবর্ণ সুযোগ। দারুন বিক্রি হবে সব জিনিস।"
advertisement
6/7
এই ধরনের ব্যবসা করতে কিছুই প্রয়োজন নেই। শুধু প্রয়োজন একটুখানি জায়গা আর ইচ্ছা শক্তি। সামান্য পুঁজি নিয়ে খুব সহজেই শুরু করা যায়।
এই ধরনের ব্যবসা করতে কিছুই প্রয়োজন নেই। শুধু প্রয়োজন একটুখানি জায়গা আর ইচ্ছা শক্তি। সামান্য পুঁজি নিয়ে খুব সহজেই শুরু করা যায়।
advertisement
7/7
চাইলে একটু ক্ষেত্র সমীক্ষা করলেই করে ফেলতে পারবেন গ্রাহকদের সর্টলিস্ট। তারপর আর কী, নিজের সামগ্রী পৌঁছে দিন। দাম এবং গুণগতমান পছন্দ হলেই, পেয়ে যাবেন অর্ডার। এভাবেই একটু একটু করে ভিত মজবুত হলেই, ব্যবসা পোক্ত হবে। (তথ্য-নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
চাইলে একটু ক্ষেত্র সমীক্ষা করলেই করে ফেলতে পারবেন গ্রাহকদের সর্টলিস্ট। তারপর আর কী, নিজের সামগ্রী পৌঁছে দিন। দাম এবং গুণগতমান পছন্দ হলেই, পেয়ে যাবেন অর্ডার। এভাবেই একটু একটু করে ভিত মজবুত হলেই, ব্যবসা পোক্ত হবে। (তথ্য-নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
advertisement
advertisement
advertisement