Low Interest Loan: টাকার দরকার? ক্রেডিট স্কোর ভাল না থাকায় লোন মিলছে না? গোল্ড লোন হতে পারে আপনার ত্রাণকর্তা, রইল বিস্তারিত
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Low Interest Loan: গোল্ড লোন সিকিওর্ড লোন। এর অর্থ গ্রাহক সোনার গয়না ব্যাঙ্ক বা অন্য কোনও আর্থিক প্রতিষ্ঠানে বন্ধক রেখে লোন নিতে পারেন। লোনের পরিমাণ নির্ধারিত হয় সোনার ওজন, বিশুদ্ধতা এবং সেই সময়কার বাজারমূল্যের উপর ভিত্তি করে।
advertisement
advertisement
advertisement
advertisement
সবচেয়ে বড় কথা হল, এখানে ক্রেডিট স্কোরের কোনও প্রভাব পড়ে না। অর্থাৎ কারও ক্রেডিট রিপোর্ট দুর্বল হলেও গোল্ড লোন পেতে কোনও অসুবিধা হবে না। অনেকের কাছেই এটা স্বস্তির বিষয়। পার্সোনাল লোনের তুলনায়, গোল্ড লোনে সুদের হার অনেক কম। ফলে অনেক টাকাও বেঁচে যায়। প্রতি মাসে ইএমআই বা মেয়াদ শেষে এককালীন পরিশোধের সুবিধাও রয়েছে। গ্রাহক তাঁর সুবিধামতো বেছে নিতে পারেন।
advertisement
গোল্ড লোনের ক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্ধারিত কিছু নিয়ম রয়েছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল Loan-to-Value Ratio (LTV)। এই অনুপাতে নির্ধারিত হয় গ্রাহক কত টাকা লোন পেতে পারেন। বর্তমানে RBI-এর নিয়ম অনুযায়ী, ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানগুলি সোনার বর্তমান বাজারমূল্যের সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত লোন হিসেবে দেয়। অর্থাৎ যদি আপনার সোনার বাজারমূল্য ১ লাখ টাকা হয়, তাহলে এর উপর ৭৫ হাজার টাকা পর্যন্ত লোন হিসেবে পাওয়া যেতে পারে। তবে যে কোনও লোন নেওয়ার আগে, তার সমস্ত শর্ত, সুদের হার ও অতিরিক্ত খরচ ভালভাবে যাচাই করে তবেই সিদ্ধান্ত নেওয়া উচিত। এমনটাই বলেন বিশেষজ্ঞরা।