Bank License Cancelled: এবার এই ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল RBI, গ্রাহকদের অবিলম্বে টাকা তুলে নেওয়া প্রয়োজন
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Bank License Cancelled: ব্যাঙ্কের লাইসেন্স বাতিলের কারণে এই ব্যাঙ্ক ব্যবসা করতে পারছে না। তাই এই ব্যাঙ্কের গ্রাহকদের সময় মতো টাকা তোলা জরুরি হয়ে পড়েছে।
advertisement
advertisement
ব্যাঙ্কে ব্যবসার জন্য টাকা নেই -একটি বিবৃতিতে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) জানিয়েছে যে, ব্যাঙ্কটি বন্ধ করে একটি লিকুইডেটর নিয়োগ করার জন্য অসমের সমবায় সমিতির নিবন্ধকের কাছেও আদেশ জারি করা হয়েছে। লাইসেন্স বাতিলের কারণ জানিয়ে RBI বলেছে যে, ব্যাঙ্কের কাছে পর্যাপ্ত পুঁজি এবং উপার্জনের সম্ভাবনা নেই।
advertisement
advertisement
গ্রাহকরা এত টাকা তুলতে পারবেন -প্রত্যেক আমানতকারী আমানত বিমা এবং ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন (DICGC) থেকে ৫ লাখ টাকা পর্যন্ত টাকা পাওয়ার অধিকারী৷ আরবিআই বলেছে যে, সমবায় ব্যাঙ্কের দেওয়া তথ্য অনুসারে, প্রায় ৯৯.৮ শতাংশ আমানতকারী তাঁদের জমাকৃত অর্থ DICGC থেকে সম্পূর্ণরূপে পাওয়ার অধিকারী। DICGC ইতিমধ্যেই ১৩ জুন, ২০২৪ পর্যন্ত ২০.০৩ কোটি টাকার মোট বিমাকৃত আমানত পরিশোধ করেছে।