গ্রাহকদের সতর্ক করল LIC, এই জিনিস মাথায় রাখতে হবে, নাহলে বড় ক্ষতির সম্ভাবনা
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
LIC Policy: এলআইসি সরাসরি এই ধরনের প্রলোভন থেকে দূরে থাকতে বলেছেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
বিমা কোম্পানি আরও বলেছে যে, প্রযোজ্য আইনের অধীনে পলিসি বিক্রয়, নিয়োগ বা স্থানান্তর করলে এলআইসি কোনওরকমভাবেই তার দায় নেবে না। এই ধরনের বিক্রয়, স্থানান্তর বা বরাদ্দকরণ যে পলিসিধারীর স্বার্থে নয় বা জনস্বার্থে নয় বা বীমা পলিসি ব্যবসার উদ্দেশ্যে নয়, তা বিশ্বাস করার মতো পর্যাপ্ত কারণ এলআইসির কাছে আছে।
advertisement
পলিসি হোল্ডারদের এলআইসি-র পরামর্শ: পলিসি সম্পর্কিত এই ধরনের অযাচিত অফারে সাড়া দেওয়ার আগে পলিসি হোল্ডারদের আর্থিক নিরাপত্তা এবং তাঁদের পরিবার ধারাবাহিকভাবে রিস্ক কভার পাবেন কি না, তা ভেবে দেখার পরামর্শ দিয়েছে এলআইসি। পাশাপাশি আদৌ এই ধরনের কোনও অফার অনুমোদিত কি না তা যাচাই করার জন্য এলআইসি-র কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পরামর্শও দেওয়া হয়েছে।








