LIC Superhit Scheme: রোজ ৪৫ টাকা জমা করেই পেয়ে যান ২৫ লাখ, LIC-র এই স্কিম সুপারহিট
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
LIC Superhit Scheme: কম প্রিমিয়ামে যাঁরা বিশাল রিটার্ন চান, তাঁদের জন্য এলআইসি-র এই পলিসি আদর্শ।
মুদ্রাস্ফীতি ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে সঞ্চয় খুব জরুরি। সুরক্ষার পাশাপাশি চাই নিশ্চিত রিটার্নও। এলআইসি-র এমন একটি স্কিম রয়েছে যেখানে সামান্য বিনিয়োগ করে গ্রাহক বিশাল ফান্ড তৈরি করতে পারেন। এর নাম ‘এলআইসি জীবন আনন্দ পলিসি’। এই স্কিমে প্রতিদিন ৪৫ টাকা জমা করে ২৫ লাখ টাকা রিটার্ন পেতে পারেন বিনিয়োগকারী।
advertisement
কম প্রিমিয়ামে যাঁরা বিশাল রিটার্ন চান, তাঁদের জন্য এলআইসি-র জীবন আনন্দ পলিসি আদর্শ। একে টার্ম পলিসিও বলা যায়। পলিসির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত গ্রাহককে এই স্কিমে প্রিমিয়াম দিয়ে যেতে হবে। জীবন আনন্দ পলিসির সবচেয়ে বড় সুবিধা হল, একটি স্কিমে একাধিক ম্যাচিউরিটির সুবিধা পাওয়া যায়। সাম অ্যাসিওর্ডের ন্যূনতম পরিমাণ ১ লাখ টাকা। তবে সর্বোচ্চ সীমা নেই।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এই স্কিমে কর ছাড়ের সুবিধা পাওয়া যায় না। তবে চার ধরনের রাইডার মিলবে। এর মধ্যে রয়েছে অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ডিসেবিলিটি রাইডার, অ্যাক্সিডেন্ট বেনিফিট রাইডার, নিউ টার্ম ইনস্যুরেন্স রাইডার এবং নিউ ক্রিটিক্যাল বেনিফিট রাইডার। পলিসি চলাকালীন পলিসি হোল্ডারের মৃত্যু হলে নমিনিকে ১২৫ শতাংশ ডেথ বেনিফিট দেওয়া হয়।