৪০ বছরেই অবসর নিন, প্রতি মাসে চালু থাকবে বেতন, সবই LIC-র এই স্কিমের কামাল
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
LIC Policy: এলআইসির প্ল্যান থেকে মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক বা বার্ষিক ভিত্তিতে পেনশন নিতে পারেন গ্রাহক।
এলআইসি দেশের বৃহত্তম জীবন বিমা সংস্থা। সব ধরনের গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী একাধিক স্কিম রয়েছে। এর মধ্যে সরল পেনশন যোজনা অন্যতম। এই স্কিমে গ্রাহক আজীবন পেনশন পেতে পারেন। এর জন্য মাসে মাসে টাকা দিয়ে যাওয়ার ঝামেলা নেই। একসঙ্গে থোক টাকা দিয়ে দিলেই হবে। ৪০ বছর বয়স থেকে এই স্কিমের অধীনে পেনশন পেতে শুরু করবেন গ্রাহক।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
৪২ বছর বয়সী কোনও ব্যক্তি যদি সরল পেনশন যোজনা স্কিমে ৩০ লাখ টাকা বিনিয়োগ করেন, তাহলে প্রতি মাসে তিনি ১২,৩৮৮ টাকা পেনশন পাবেন। সিঙ্গল লাইফ বা জয়েন্ট লাইফ হিসেবে এই পলিসি কেনা যায়। জয়েন্ট স্কিমে স্বামী বা স্ত্রীর মধ্যে কোনও একজন মারা গেলে অন্যজন পেনশন পেতে থাকবেন। দুজনেরই মৃত্যু হলে বিনিয়োগের টাকা নমিনিকে ফেরত দেওয়া হবে।