LIC Policy: LIC-র এই স্কিমে শুধুমাত্র ৪ বছরের জন্য প্রিমিয়াম দিলেই পেয়ে যেতে পারেন ১ কোটি টাকা !

Last Updated:
LIC Policy: এলআইসি-র জীবন শিরোমণি পলিসির মাধ্যমে যাঁরা বিনিয়োগ করতে চান, তাঁরা এর মাধ্যমে নিরাপত্তাও পেয়ে যেতে পারেন।
1/5
প্রত্যেক শ্রেণীর মানুষের চাহিদা এবং প্রয়োজনের কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের স্কিম চালায় এলআইসি। এর মধ্যে একটি স্কিমের নাম হল জীবন শিরোমণি। যাঁরা ভাল আয় করেন, তাঁদের জন্য এই স্কিমটি তৈরি করা হয়েছে। শুধু তা-ই নয়, লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন- এলআইসি-র জীবন শিরোমণি পলিসির মাধ্যমে যাঁরা বিনিয়োগ করতে চান, তাঁরা এর মাধ্যমে নিরাপত্তাও পেয়ে যেতে পারেন। এই স্কিমে শুধুমাত্র ৪ বছরের জন্য প্রিমিয়াম দিতে হয়। জীবন শিরোমণির প্রিমিয়াম বেশ ভালই, তবে এ ক্ষেত্রে ১ কোটি টাকার মিনিমাম সাম অ্যাশিওর্ড গ্যারান্টি পাওয়া যায়। আবার ম্যাক্সিমাম সাম অ্যাশিওর্ডের ক্ষেত্রে কোনও সীমা থাকে না। এই স্কিমের বিশেষ দিকগুলির বিষয়ে জেনে নেওয়া যাক।
প্রত্যেক শ্রেণীর মানুষের চাহিদা এবং প্রয়োজনের কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের স্কিম চালায় এলআইসি। এর মধ্যে একটি স্কিমের নাম হল জীবন শিরোমণি। যাঁরা ভাল আয় করেন, তাঁদের জন্য এই স্কিমটি তৈরি করা হয়েছে। শুধু তা-ই নয়, লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন- এলআইসি-র জীবন শিরোমণি পলিসির মাধ্যমে যাঁরা বিনিয়োগ করতে চান, তাঁরা এর মাধ্যমে নিরাপত্তাও পেয়ে যেতে পারেন। এই স্কিমে শুধুমাত্র ৪ বছরের জন্য প্রিমিয়াম দিতে হয়। জীবন শিরোমণির প্রিমিয়াম বেশ ভালই, তবে এ ক্ষেত্রে ১ কোটি টাকার মিনিমাম সাম অ্যাশিওর্ড গ্যারান্টি পাওয়া যায়। আবার ম্যাক্সিমাম সাম অ্যাশিওর্ডের ক্ষেত্রে কোনও সীমা থাকে না। এই স্কিমের বিশেষ দিকগুলির বিষয়ে জেনে নেওয়া যাক।
advertisement
2/5
৪ বছরে কত পরিমাণ প্রিমিয়াম দিতে হয়?জীবন শিরোমণি পলিসি হল নন-লিঙ্কড, স্বতন্ত্র, লাইফ ইনস্যুরেন্স সেভিংস প্ল্যান। এই প্ল্যানে ৪ বছরের জন্য প্রত্যেক মাসে ৯৪ হাজার টাকা ডিপোজিট করতে হবে। প্রতি মাসে, তিন মাসে, ছয় মাসে অথবা বার্ষিক ভিত্তিতে প্রিমিয়াম ডিপোজিট করা যেতে পারে।
৪ বছরে কত পরিমাণ প্রিমিয়াম দিতে হয়?জীবন শিরোমণি পলিসি হল নন-লিঙ্কড, স্বতন্ত্র, লাইফ ইনস্যুরেন্স সেভিংস প্ল্যান। এই প্ল্যানে ৪ বছরের জন্য প্রত্যেক মাসে ৯৪ হাজার টাকা ডিপোজিট করতে হবে। প্রতি মাসে, তিন মাসে, ছয় মাসে অথবা বার্ষিক ভিত্তিতে প্রিমিয়াম ডিপোজিট করা যেতে পারে।
advertisement
3/5
এই স্কিম চালিয়ে যাওয়ার জন্য পলিসি হোল্ডারকে অন্ততপক্ষে ১৮ বছর বয়সী হতে হবে। আর সর্বোচ্চ বয়সের বিষয়ে কথা বলতে গেলে ১৪ বছরের পলিসির মেয়াদের জন্য সর্বোচ্চ বয়স হল ৫৫ বছর আর ১৬ বছরের পলিসির মেয়াদের জন্য সর্বোচ্চ বয়স হল ৫১ বছর। শুধু তা-ই নয়, ১৮ বছরের পলিসির মেয়াদের জন্য সর্বোচ্চ বয়স হল ৪৮ বছর এবং ২০ বছরের পলিসির মেয়াদের জন্য সর্বোচ্চ বয়স হল ৪৫ বছর।
এই স্কিম চালিয়ে যাওয়ার জন্য পলিসি হোল্ডারকে অন্ততপক্ষে ১৮ বছর বয়সী হতে হবে। আর সর্বোচ্চ বয়সের বিষয়ে কথা বলতে গেলে ১৪ বছরের পলিসির মেয়াদের জন্য সর্বোচ্চ বয়স হল ৫৫ বছর আর ১৬ বছরের পলিসির মেয়াদের জন্য সর্বোচ্চ বয়স হল ৫১ বছর। শুধু তা-ই নয়, ১৮ বছরের পলিসির মেয়াদের জন্য সর্বোচ্চ বয়স হল ৪৮ বছর এবং ২০ বছরের পলিসির মেয়াদের জন্য সর্বোচ্চ বয়স হল ৪৫ বছর।
advertisement
4/5
মানি ব্যাক প্ল্যান:জীবন শিরোমণি হল একটি মানি ব্যাক প্ল্যান, যেখানে বিনিয়োগকারীরা সময়ে সময়ে টাকা পেতে থাকবেন। যদি কেউ ১৪ বছরের প্ল্যান কিনে থাকেন, তাহলে দশম এবং দ্বাদশ-তম বছরে বেসিক সাম ইনশিওর্ড হিসেবে তিনি পাবেন ৩০ শতাংশ। যদি কেউ ১৬ বছরের প্ল্যান কিনে থাকেন, তাহলে দ্বাদশ এবং চতুর্দশ-তম বছরে বেসিক সাম ইনশিওর্ড হিসেবে তিনি পাবেন ৩৫ শতাংশ। যদি কেউ ১৮ বছরের প্ল্যান কিনে থাকেন, তাহলে চতুর্দশ এবং ষষ্ঠদশ-তম বছরে বেসিক সাম ইনশিওর্ড হিসেবে তিনি পাবেন ৪০ শতাংশ। যদি কেউ ২০ বছরের প্ল্যান কিনে থাকেন, তাহলে ষষ্ঠদশ এবং বিংশ-তম বছরে বেসিক সাম ইনশিওর্ড হিসেবে তিনি পাবেন ৪৫ শতাংশ। মেয়াদপূর্তিতে অবশিষ্ট পরিমাণ অর্থ লাম্পসাম হিসেবে পেমেন্ট করা হয়।
মানি ব্যাক প্ল্যান:জীবন শিরোমণি হল একটি মানি ব্যাক প্ল্যান, যেখানে বিনিয়োগকারীরা সময়ে সময়ে টাকা পেতে থাকবেন। যদি কেউ ১৪ বছরের প্ল্যান কিনে থাকেন, তাহলে দশম এবং দ্বাদশ-তম বছরে বেসিক সাম ইনশিওর্ড হিসেবে তিনি পাবেন ৩০ শতাংশ। যদি কেউ ১৬ বছরের প্ল্যান কিনে থাকেন, তাহলে দ্বাদশ এবং চতুর্দশ-তম বছরে বেসিক সাম ইনশিওর্ড হিসেবে তিনি পাবেন ৩৫ শতাংশ। যদি কেউ ১৮ বছরের প্ল্যান কিনে থাকেন, তাহলে চতুর্দশ এবং ষষ্ঠদশ-তম বছরে বেসিক সাম ইনশিওর্ড হিসেবে তিনি পাবেন ৪০ শতাংশ। যদি কেউ ২০ বছরের প্ল্যান কিনে থাকেন, তাহলে ষষ্ঠদশ এবং বিংশ-তম বছরে বেসিক সাম ইনশিওর্ড হিসেবে তিনি পাবেন ৪৫ শতাংশ। মেয়াদপূর্তিতে অবশিষ্ট পরিমাণ অর্থ লাম্পসাম হিসেবে পেমেন্ট করা হয়।
advertisement
5/5
লোন ফেসিলিটি:এই পলিসির এক বছর পর এবং এক বছরের জন্য ফুল প্রিমিয়াম পেমেন্ট করার পর কিছু নির্দিষ্ট শর্ত দিয়ে লোন ফেসিলিটি প্রদান করা হয়। এর পাশাপাশি দেওয়া হয় ডেথ বেনিফিটও। গ্রাহকরা পলিসির সারেন্ডার ভ্যালুর উপর ভিত্তি করে লোন নিতে পারেন। সময়ে সময়ে নির্ধারিত সুদের হারে পলিসি লোন পাওয়া যাবে। যদি পলিসি-হোল্ডারের কোনও গুরুতর অসুখ করে, তিনি সাম অ্যাশিওর্ডের ১০ শতাংশের লাম্পসাম পেমেন্ট পেয়ে যান। এছাড়া এই পলিসিতে ডেথ বেনিফিটও অন্তর্ভুক্ত। আর তথ্য জানতে যেতে পারেন https://licindia.in /-এ।
লোন ফেসিলিটি:এই পলিসির এক বছর পর এবং এক বছরের জন্য ফুল প্রিমিয়াম পেমেন্ট করার পর কিছু নির্দিষ্ট শর্ত দিয়ে লোন ফেসিলিটি প্রদান করা হয়। এর পাশাপাশি দেওয়া হয় ডেথ বেনিফিটও। গ্রাহকরা পলিসির সারেন্ডার ভ্যালুর উপর ভিত্তি করে লোন নিতে পারেন। সময়ে সময়ে নির্ধারিত সুদের হারে পলিসি লোন পাওয়া যাবে। যদি পলিসি-হোল্ডারের কোনও গুরুতর অসুখ করে, তিনি সাম অ্যাশিওর্ডের ১০ শতাংশের লাম্পসাম পেমেন্ট পেয়ে যান। এছাড়া এই পলিসিতে ডেথ বেনিফিটও অন্তর্ভুক্ত। আর তথ্য জানতে যেতে পারেন https://licindia.in /-এ।
advertisement
advertisement
advertisement