LIC New Children Money Back Plan: বাজার কাঁপানো পলিসি! মাত্র ১৫০ টাকা বিনিয়োগ করলেই ১৯ লক্ষ! চাইলেই টাকা ফেরৎ যখন তখন

Last Updated:
ভারতীয় জীবন বিমা নিগমের ধামাকা পলিসিতে গড়বে ছোটদের বড় ভবিষ্যত
1/9
দেশের সব থেকে বড় সংস্থা ভারতীয় জীবন বিমা নিগম (Life Insurance Corporation of India) গ্রাহকদের সুবিধা দেওয়ার জন্য সব সময়েই নিরন্তর প্রয়াস করেছে ৷ প্রতীকী ছবি ৷
দেশের সব থেকে বড় সংস্থা ভারতীয় জীবন বিমা নিগম (Life Insurance Corporation of India) গ্রাহকদের সুবিধা দেওয়ার জন্য সব সময়েই নিরন্তর প্রয়াস করেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/9
পলিসিতে বিনিয়োগ করলেই গ্রাহকদের বিশেষ সুবিধা দিয়ে থাকে এলআইসি ৷ বর্তমানে বাবা মায়ের সঙ্গে ভবিষ্যতের টাকা পয়সা বা সঞ্চয় সুরক্ষিত করতে সন্তানেরাও বড় উদ্যোগী ৷ প্রতীকী ছবি ৷
পলিসিতে বিনিয়োগ করলেই গ্রাহকদের বিশেষ সুবিধা দিয়ে থাকে এলআইসি ৷ বর্তমানে বাবা মায়ের সঙ্গে ভবিষ্যতের টাকা পয়সা বা সঞ্চয় সুরক্ষিত করতে সন্তানেরাও বড় উদ্যোগী ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/9
বেশ কিছু বাচ্চারা শিক্ষাদীক্ষা (Education), বিয়ে (Marriage) বা অন্য খরচের জন্য বিনিয়োগ করে থাকে ৷ ভারতীয় জীবন বিমা নিগমেরও (LIC) এমন এক স্কিম আছে যা শিশুদের প্রয়োনীয়তাকে মাথায় রেখেই গঠিত করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
বেশ কিছু বাচ্চারা শিক্ষাদীক্ষা (Education), বিয়ে (Marriage) বা অন্য খরচের জন্য বিনিয়োগ করে থাকে ৷ ভারতীয় জীবন বিমা নিগমেরও (LIC) এমন এক স্কিম আছে যা শিশুদের প্রয়োনীয়তাকে মাথায় রেখেই গঠিত করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/9
এক নজরে দেখে নেওয়া যাক এই পলিসির অন্যতম আকর্ষণীয় (Attractive Policy) পয়েন্টগুলি ৷ এই বিমা ধারণ করতে গেলে ন্যূনতম বয়সের কোনও সীমা নেই ৷ তবে সর্বাধিক বয়স ১২ বছর ৷ প্রতীকী ছবি ৷
এক নজরে দেখে নেওয়া যাক এই পলিসির অন্যতম আকর্ষণীয় (Attractive Policy) পয়েন্টগুলি ৷ এই বিমা ধারণ করতে গেলে ন্যূনতম বয়সের কোনও সীমা নেই ৷ তবে সর্বাধিক বয়স ১২ বছর ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/9
এর জন্য ন্যূনতম বিমার রাশি ১০,০০০ টাকা, সর্বাধিক বিমার টাকার কোনও প্রয়োজন নেই ৷ প্রিমিয়াম ওয়েভার বেনিফিট রাইডার অপশনের বিশেষ সুবিধা রয়েছে (Premium Waiver Benefit Rider Option also available) ৷ প্রতীকী ছবি ৷
এর জন্য ন্যূনতম বিমার রাশি ১০,০০০ টাকা, সর্বাধিক বিমার টাকার কোনও প্রয়োজন নেই ৷ প্রিমিয়াম ওয়েভার বেনিফিট রাইডার অপশনের বিশেষ সুবিধা রয়েছে (Premium Waiver Benefit Rider Option also available) ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/9
মোট ম্যাচিউরিটি হবে ২৫ বছরে ৷ এই প্ল্যানের অন্তর্গত এলআইসি শিশুদের ১৮, ২০ ও ২২ বছর হলে বেসিক সাম অ্যাসিওর্ড ২০ শতাংশ টাকা বিনিয়গ করা হয় ৷ প্রতীকী ছবি ৷
মোট ম্যাচিউরিটি হবে ২৫ বছরে ৷ এই প্ল্যানের অন্তর্গত এলআইসি শিশুদের ১৮, ২০ ও ২২ বছর হলে বেসিক সাম অ্যাসিওর্ড ২০ শতাংশ টাকা বিনিয়গ করা হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/9
পলিসি হোল্ডারের শেষ ৪০ শতাংশ টাকা ২৫ বছর পূরণ হলে দেওয়া হবে ৷ এছাড়াও সব ধরনের বকেয়া বোনাস দিয়ে দেওয়া হবে ৷ প্রতীকী ছবি ৷
পলিসি হোল্ডারের শেষ ৪০ শতাংশ টাকা ২৫ বছর পূরণ হলে দেওয়া হবে ৷ এছাড়াও সব ধরনের বকেয়া বোনাস দিয়ে দেওয়া হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/9
পলিসি ম্যাচিউরিটির সময়ে বিমা ধারকের মৃত্যু হলে সেক্ষেত্রে পলিসি ধারকের অবশিষ্ট ৪০ শতাংশ বোনাসের সঙ্গে পাওয়া যাবে ৷ প্রতীকী ছবি ৷
পলিসি ম্যাচিউরিটির সময়ে বিমা ধারকের মৃত্যু হলে সেক্ষেত্রে পলিসি ধারকের অবশিষ্ট ৪০ শতাংশ বোনাসের সঙ্গে পাওয়া যাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/9
পলিসি চলাকালীন পলিসি ধারকের যদি মৃত্যু হয় তবে বিমার টাকা, নিশ্চিত বোনাস বা অন্তিম বা শেষ বোনাস দেওয়া হবে ৷ মৃত্যুর পরে ডেথ বেনিফিট হিসাবে মোট পেমেন্টের ১০৫ শতাংশর থেকে কম হবেনা ৷ প্রতীকী ছবি ৷
পলিসি চলাকালীন পলিসি ধারকের যদি মৃত্যু হয় তবে বিমার টাকা, নিশ্চিত বোনাস বা অন্তিম বা শেষ বোনাস দেওয়া হবে ৷ মৃত্যুর পরে ডেথ বেনিফিট হিসাবে মোট পেমেন্টের ১০৫ শতাংশর থেকে কম হবেনা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement