LIC Bima Sakhi Yojana: LIC বিমা সখি যোজনা দেশের মহিলাদের জন্য খুলতে চলেছে নতুন পথ, মিলবে এই বিশেষ সুবিধা

Last Updated:
LIC: বিমা সখি যোজনার উদ্দেশ্য গ্রামীণ মহিলাদের চাকরির সুযোগ এবং আর্থিক সহায়তা প্রদান করা।
1/6
নারীর ক্ষমতায়ণের প্রকৃত ভিত্তি যে অর্থায়ণের উপরে স্থাপিত, এ কথা বিচক্ষণ মাত্রই জানেন। নারীকে আর্থিক দিক থেকে তাই স্বনির্ভর করে তুলতে রাজ্য হোক বা কেন্দ্র, সরকারের তরফে নিয়ে আসা হয় নিত্য নতুন প্রকল্প। তার কোনওটায় মেলে অনুদান, কোনওটায় আবার থাকে কর্মসংস্থানের সুযোগ। এই দুই দিককেই এবার এক খাতে মিলিয়ে দিয়েছে লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, ঘরে ঘরে যার সমাদর সংক্ষেপে LIC বলে। নারীর স্বনির্ভরতার লক্ষ্যে এবার তারা নিয়ে এল বিমা সখি যোজনা।
নারীর ক্ষমতায়ণের প্রকৃত ভিত্তি যে অর্থায়ণের উপরে স্থাপিত, এ কথা বিচক্ষণ মাত্রই জানেন। নারীকে আর্থিক দিক থেকে তাই স্বনির্ভর করে তুলতে রাজ্য হোক বা কেন্দ্র, সরকারের তরফে নিয়ে আসা হয় নিত্য নতুন প্রকল্প। তার কোনওটায় মেলে অনুদান, কোনওটায় আবার থাকে কর্মসংস্থানের সুযোগ। এই দুই দিককেই এবার এক খাতে মিলিয়ে দিয়েছে লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, ঘরে ঘরে যার সমাদর সংক্ষেপে LIC বলে। নারীর স্বনির্ভরতার লক্ষ্যে এবার তারা নিয়ে এল বিমা সখি যোজনা।
advertisement
2/6
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার হরিয়ানার পানিপথে একটি অনুষ্ঠানে LIC-এর এই বিমা সখি যোজনা উদ্বোধন করা হয়েছে। রাষ্ট্রীয় মালিকানাধীন বিমা সংস্থা LIC-এর একটি বিবৃতি অনুসারে এটি জানা গিয়েছে। 
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার হরিয়ানার পানিপথে একটি অনুষ্ঠানে LIC-এর এই বিমা সখি যোজনা উদ্বোধন করা হয়েছে। রাষ্ট্রীয় মালিকানাধীন বিমা সংস্থা LIC-এর একটি বিবৃতি অনুসারে এটি জানা গিয়েছে। 
advertisement
3/6
LIC বিমা সখি যোজনা -যেটুকু প্রকাশ্যে এসেছে তা হল এই কর্মসূচির আওতায় নারীরা বিমা এজেন্ট (বিমা সখি) হওয়ার সুযোগ পাবেন। তাঁরা প্রতি মাসে ৭০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তাও পাবেন। বিমা সখি যোজনার উদ্দেশ্য গ্রামীণ মহিলাদের চাকরির সুযোগ এবং আর্থিক সহায়তা প্রদান করা।
LIC বিমা সখি যোজনা -যেটুকু প্রকাশ্যে এসেছে তা হল এই কর্মসূচির আওতায় নারীরা বিমা এজেন্ট (বিমা সখি) হওয়ার সুযোগ পাবেন। তাঁরা প্রতি মাসে ৭০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তাও পাবেন। বিমা সখি যোজনার উদ্দেশ্য গ্রামীণ মহিলাদের চাকরির সুযোগ এবং আর্থিক সহায়তা প্রদান করা।
advertisement
4/6
LIC বিমা সখি যোজনা: আয়ের সারসংক্ষেপপ্রথম বছরে, মহিলারা প্রতি মাসে ৭০০০ টাকা পাবেন। দ্বিতীয় বছরে, এই পরিমাণ প্রতি মাসে ৬০০০ টাকা হয়ে যাবে। তৃতীয় বছরের মধ্যে, মহিলারা প্রতি মাসে ৫০০০ টাকা পাবেন। এর সঙ্গে তাঁরা ২১০০ টাকার অতিরিক্ত ভাতা পাবেন। এছাড়াও বিমার লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কমিশন-ভিত্তিক পুরস্কারও প্রদান করা হবে।
LIC বিমা সখি যোজনা: আয়ের সারসংক্ষেপপ্রথম বছরে, মহিলারা প্রতি মাসে ৭০০০ টাকা পাবেন। দ্বিতীয় বছরে, এই পরিমাণ প্রতি মাসে ৬০০০ টাকা হয়ে যাবে। তৃতীয় বছরের মধ্যে, মহিলারা প্রতি মাসে ৫০০০ টাকা পাবেন। এর সঙ্গে তাঁরা ২১০০ টাকার অতিরিক্ত ভাতা পাবেন। এছাড়াও বিমার লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কমিশন-ভিত্তিক পুরস্কারও প্রদান করা হবে।
advertisement
5/6
LIC বিমা সখি যোজনা: নিয়োগএই কর্মসূচির প্রথম ধাপে ৩৫,০০০ নারীকে বিমা এজেন্ট হিসেবে নিয়োগ করা হবে। ভবিষ্যতে, আরও ৫০,০০০ মহিলাকে অন্তর্ভুক্ত করার জন্য এই কর্মসূচি সম্প্রসারিত করা হবে। প্রাথমিকভাবে, প্রোগ্রামটি হরিয়ানায় চালু করা হবে এবং ধীরে ধীরে সারা দেশে প্রসারিত করা হবে।
LIC বিমা সখি যোজনা: নিয়োগএই কর্মসূচির প্রথম ধাপে ৩৫,০০০ নারীকে বিমা এজেন্ট হিসেবে নিয়োগ করা হবে। ভবিষ্যতে, আরও ৫০,০০০ মহিলাকে অন্তর্ভুক্ত করার জন্য এই কর্মসূচি সম্প্রসারিত করা হবে। প্রাথমিকভাবে, প্রোগ্রামটি হরিয়ানায় চালু করা হবে এবং ধীরে ধীরে সারা দেশে প্রসারিত করা হবে।
advertisement
6/6
LIC বিমা সখি যোজনা: বয়স এবং ন্যূনতম যোগ্যতাবিমা সখি যোজনায় রেজিস্টার করতে মহিলাদের বয়স ১৮ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে৷ এর ন্যূনতম যোগ্যতা হিসেবে দশম শ্রেণী পাস করা বাধ্যতামূলক। এতে নারীদেরই কেবল অধিকার দেওয়া হবে।
LIC বিমা সখি যোজনা: বয়স এবং ন্যূনতম যোগ্যতাবিমা সখি যোজনায় রেজিস্টার করতে মহিলাদের বয়স ১৮ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে৷ এর ন্যূনতম যোগ্যতা হিসেবে দশম শ্রেণী পাস করা বাধ্যতামূলক। এতে নারীদেরই কেবল অধিকার দেওয়া হবে।
advertisement
advertisement
advertisement