LIC Bima Sakhi Yojana: LIC বিমা সখি যোজনা দেশের মহিলাদের জন্য খুলতে চলেছে নতুন পথ, মিলবে এই বিশেষ সুবিধা
- Published by:Dolon Chattopadhyay
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
LIC: বিমা সখি যোজনার উদ্দেশ্য গ্রামীণ মহিলাদের চাকরির সুযোগ এবং আর্থিক সহায়তা প্রদান করা।
নারীর ক্ষমতায়ণের প্রকৃত ভিত্তি যে অর্থায়ণের উপরে স্থাপিত, এ কথা বিচক্ষণ মাত্রই জানেন। নারীকে আর্থিক দিক থেকে তাই স্বনির্ভর করে তুলতে রাজ্য হোক বা কেন্দ্র, সরকারের তরফে নিয়ে আসা হয় নিত্য নতুন প্রকল্প। তার কোনওটায় মেলে অনুদান, কোনওটায় আবার থাকে কর্মসংস্থানের সুযোগ। এই দুই দিককেই এবার এক খাতে মিলিয়ে দিয়েছে লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, ঘরে ঘরে যার সমাদর সংক্ষেপে LIC বলে। নারীর স্বনির্ভরতার লক্ষ্যে এবার তারা নিয়ে এল বিমা সখি যোজনা।
advertisement
advertisement
advertisement
LIC বিমা সখি যোজনা: আয়ের সারসংক্ষেপপ্রথম বছরে, মহিলারা প্রতি মাসে ৭০০০ টাকা পাবেন। দ্বিতীয় বছরে, এই পরিমাণ প্রতি মাসে ৬০০০ টাকা হয়ে যাবে। তৃতীয় বছরের মধ্যে, মহিলারা প্রতি মাসে ৫০০০ টাকা পাবেন। এর সঙ্গে তাঁরা ২১০০ টাকার অতিরিক্ত ভাতা পাবেন। এছাড়াও বিমার লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কমিশন-ভিত্তিক পুরস্কারও প্রদান করা হবে।
advertisement
advertisement