Latest Gold Price: আজ ১ গ্রাম সোনার দাম বাড়ল না কমল ? দেখে নিন লেটেস্ট দাম

Last Updated:
Latest Gold Price: সোনার বাজারে প্রতিদিনই ওঠানামা হচ্ছে। কখনও দাম হু হু করে বেড়ে যাচ্ছে, আবার কখনও হঠাৎ কমে যাচ্ছে।
1/5
সোনার দাম প্রতিদিনই ওঠানামা করে। আন্তর্জাতিক বাজারের অবস্থা, ডলার-রুপির বিনিময় হার, ক্রুড অয়েলের দাম, এমনকি উৎসবের মরশুমের চাহিদা—এই সব কিছুর প্রভাব পড়ে সোনার দামে। তাই যাঁরা সোনা কিনতে চাইছেন বা সোনায় বিনিয়োগ করতে চাইছেন তাঁদের জন্য লেটেস্ট দাম জেনে রাখা খুবই জরুরি ৷
সোনার দাম প্রতিদিনই ওঠানামা করে। আন্তর্জাতিক বাজারের অবস্থা, ডলার-রুপির বিনিময় হার, ক্রুড অয়েলের দাম, এমনকি উৎসবের মরশুমের চাহিদা—এই সব কিছুর প্রভাব পড়ে সোনার দামে। তাই যাঁরা সোনা কিনতে চাইছেন বা সোনায় বিনিয়োগ করতে চাইছেন তাঁদের জন্য লেটেস্ট দাম জেনে রাখা খুবই জরুরি ৷
advertisement
2/5
সোনার বাজারে প্রতিদিনই ওঠানামা হচ্ছে। কখনও দাম হু হু করে বেড়ে যাচ্ছে, আবার কখনও হঠাৎ কমে যাচ্ছে। ফলে ক্রেতা ও বিনিয়োগকারীরা প্রায়শই দ্বিধায় পড়ছেন—আজ সোনা কিনবেন নাকি অপেক্ষা করবেন ? লেটেস্ট দাম জেনে সিদ্ধান্ত নেবেন ৷
সোনার বাজারে প্রতিদিনই ওঠানামা হচ্ছে। কখনও দাম হু হু করে বেড়ে যাচ্ছে, আবার কখনও হঠাৎ কমে যাচ্ছে। ফলে ক্রেতা ও বিনিয়োগকারীরা প্রায়শই দ্বিধায় পড়ছেন—আজ সোনা কিনবেন নাকি অপেক্ষা করবেন ? লেটেস্ট দাম জেনে সিদ্ধান্ত নেবেন ৷
advertisement
3/5
বৃহস্পতিবারের বাজারে সোনার দামে সামান্য পরিবর্তন হয়েছে, যা নজরে রাখার মতো
আজকের বাজারে সোনার দামে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গিয়েছে । বিশেষ করে ১ গ্রাম সোনার দাম সামান্য হলেও বেড়েছে, যা সাধারণ ক্রেতা থেকে শুরু করে ব্যবসায়ীদেরও নজর কেড়েছে। সোনার দামের এই পরিবর্তন আমাদের দৈনন্দিন অর্থনীতি এবং বিনিয়োগের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে।
বৃহস্পতিবারের বাজারে সোনার দামে সামান্য পরিবর্তন হয়েছে, যা নজরে রাখার মতোআজকের বাজারে সোনার দামে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গিয়েছে । বিশেষ করে ১ গ্রাম সোনার দাম সামান্য হলেও বেড়েছে, যা সাধারণ ক্রেতা থেকে শুরু করে ব্যবসায়ীদেরও নজর কেড়েছে। সোনার দামের এই পরিবর্তন আমাদের দৈনন্দিন অর্থনীতি এবং বিনিয়োগের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে।
advertisement
4/5
২১ অগাস্ট কত হল সোনার দাম ৷ ২২ ক্যারেট সোনার দাম ৯৩৮০ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ৭৭০০ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ১১৩২৮১ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
২১ অগাস্ট কত হল সোনার দাম ৷ ২২ ক্যারেট সোনার দাম ৯৩৮০ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ৭৭০০ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ১১৩২৮১ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
advertisement
5/5
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷
advertisement
advertisement
advertisement