Aadhaar কার্ডে মোবাইল নম্বর বদলাতে চান? কোনও ডকুমেন্টও লাগবে না, দেখে নিন কীভাবে

Last Updated:
এবার যদি মোবাইল নম্বর বদলানোর দরকার হয়, কী করতে হবে?
1/9
আধার কার্ড যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক নথি, সে বিষয়ে বর্তমানে আমাদের কারও কোনও সন্দেহ থাকার কথা নয়। ব্যাঙ্ক থেকে বেড়াতে গিয়ে হোটেলে ওঠা, দরকারি থেকে অদরকারি, সবেতেই কাজে আসে এই আধার কার্ড। ভোটার কার্ডের চেয়েও পরিচয়পত্র হিসেবে বেশি করে এর কদর সর্বত্র। এখন কথা হল, আধারে যে সব তথ্য থাকে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা?
আধার কার্ড যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক নথি, সে বিষয়ে বর্তমানে আমাদের কারও কোনও সন্দেহ থাকার কথা নয়। ব্যাঙ্ক থেকে বেড়াতে গিয়ে হোটেলে ওঠা, দরকারি থেকে অদরকারি, সবেতেই কাজে আসে এই আধার কার্ড। ভোটার কার্ডের চেয়েও পরিচয়পত্র হিসেবে বেশি করে এর কদর সর্বত্র। এখন কথা হল, আধারে যে সব তথ্য থাকে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা?
advertisement
2/9
নিঃসন্দেহে মোবাইল নম্বর। ঠিকানাও দরকার একশোবার, তবে মোবাইল নম্বর বেশি কাজের, ওটাতেই সবার আগে যোগাযোগ করা হবে বলে। এবার যদি সেই মোবাইল নম্বর বদলানোর দরকার হয়, কী করতে হবে?
নিঃসন্দেহে মোবাইল নম্বর। ঠিকানাও দরকার একশোবার, তবে মোবাইল নম্বর বেশি কাজের, ওটাতেই সবার আগে যোগাযোগ করা হবে বলে। এবার যদি সেই মোবাইল নম্বর বদলানোর দরকার হয়, কী করতে হবে?
advertisement
3/9
আগে দেখে নেওয়া যাক অনলাইন পদ্ধতি।
আগে দেখে নেওয়া যাক অনলাইন পদ্ধতি।
advertisement
4/9
- সবার প্রথমে যেতে হবে ইউআইডিএআইয়ের ওয়েবসাইটে। - সব বিবরণ দাখিল করতে হবে। - ক্লিক করতে হবে সেন্ড ওটিপি-তে।
- সবার প্রথমে যেতে হবে ইউআইডিএআইয়ের ওয়েবসাইটে। - সব বিবরণ দাখিল করতে হবে। - ক্লিক করতে হবে সেন্ড ওটিপি-তে।
advertisement
5/9
- পুরনো মোবাইল নম্বর অকেজো হয়ে গেলে ক্যাপচা এন্টার করে নতুন মোবাইল নম্বর দিতে হবে, তার পর ক্লিক করতে হবে সেন্ড ওটিপি-তে।- মোবাইল নম্বর বদলের পর চেকবক্স ক্লিক করে সাবমিট-এ ক্লিক করতে হবে।
- পুরনো মোবাইল নম্বর অকেজো হয়ে গেলে ক্যাপচা এন্টার করে নতুন মোবাইল নম্বর দিতে হবে, তার পর ক্লিক করতে হবে সেন্ড ওটিপি-তে।- মোবাইল নম্বর বদলের পর চেকবক্স ক্লিক করে সাবমিট-এ ক্লিক করতে হবে।
advertisement
6/9
- এর পর আবার নতুন মোবাইল নম্বর দিতে হবে, এবার ক্লিক করতে হবে সাবমিট আপডেট রিকোয়েস্ট-এ। - মোবাইল নম্বর যথাক্রমে ভেরিফাই এবং কনফার্ম করতে হবে।
- এর পর আবার নতুন মোবাইল নম্বর দিতে হবে, এবার ক্লিক করতে হবে সাবমিট আপডেট রিকোয়েস্ট-এ। - মোবাইল নম্বর যথাক্রমে ভেরিফাই এবং কনফার্ম করতে হবে।
advertisement
7/9
এতেই কাজ হয়ে যাবে। কিন্তু যদি কেউ অনলাইন পদ্ধতিতে স্বচ্ছন্দ বোধ না করেন, তাহলে অন্য উপায়ও আছে। এর জন্য যেতে হবে নিকটবর্তী আধার এনরোলমেন্ট সেন্টারে। সেখানে গিয়ে ফর্ম ভর্তি করে জমা দিতে হবে আর দিতে হবে যৎসামান্য একটা পরিষেবা ফি।
এতেই কাজ হয়ে যাবে। কিন্তু যদি কেউ অনলাইন পদ্ধতিতে স্বচ্ছন্দ বোধ না করেন, তাহলে অন্য উপায়ও আছে। এর জন্য যেতে হবে নিকটবর্তী আধার এনরোলমেন্ট সেন্টারে। সেখানে গিয়ে ফর্ম ভর্তি করে জমা দিতে হবে আর দিতে হবে যৎসামান্য একটা পরিষেবা ফি।
advertisement
8/9
এক্ষেত্রে কেউ যদি মোবাইল নম্বর বদলাতে চান, তাহলে খরচ পড়বে ৫০ টাকা। বায়োমেট্রিক তথ্য বদলাতে হলে দিতে হবে ১০০ টাকা। আর যদি বায়োমেট্রিক এবং ডেমোগ্রাফিক উভয় তথ্যই বদলানোর দরকার হয়?
এক্ষেত্রে কেউ যদি মোবাইল নম্বর বদলাতে চান, তাহলে খরচ পড়বে ৫০ টাকা। বায়োমেট্রিক তথ্য বদলাতে হলে দিতে হবে ১০০ টাকা। আর যদি বায়োমেট্রিক এবং ডেমোগ্রাফিক উভয় তথ্যই বদলানোর দরকার হয়?
advertisement
9/9
এর জন্যও খরচ পড়বে ওই ১০০ টাকাই, তার বেশি নয়। মোটামুটি ভাবে ১ মাসের মাথায় এই পদ্ধতিতে তথ্য আপডেট হয়ে যাবে।
এর জন্যও খরচ পড়বে ওই ১০০ টাকাই, তার বেশি নয়। মোটামুটি ভাবে ১ মাসের মাথায় এই পদ্ধতিতে তথ্য আপডেট হয়ে যাবে।
advertisement
advertisement
advertisement