টাকা তো রাখছেন, কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে সঞ্চয় কতটা নিরাপদ? সেটাও জানা দরকার
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
বাড়িতে রাখা যেমন নিরাপদ নয়, তেমনই আবার আয়কর দফতর নোটিশ ধরাতে পারে। তাহলে উপায়?
advertisement
advertisement
বিশেষজ্ঞরা বলছেন, সাধারণত একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখা অর্থ নিরাপদ – এমনকী মন্দার সময়েও। তবে পুরোটাই ব্যালেন্সের পরিমাণ এবং অ্যাকাউন্টের প্রকারের উপর নির্ভর করে। সেই অনুযায়ী কারও টাকা নিরাপদ, কারও নয়। যেমন সিলিকন ভ্যালি ব্যাঙ্কের পতনের সময় বিলিয়ন বিলিয়ন ডলার অ-বিমাকৃত আমানত ছিল। তবে ভাল ব্যাপার হল, ব্যাঙ্কে থাকা অর্থের নিরাপত্তা বাড়ানোর কিছু উপায় আছে।
advertisement
advertisement
advertisement
ব্যাঙ্ক আমানত নেয়, ঋণ দেয় এবং ঋণের অর্থ সংগ্রহ করে তার কোষাগার পূরণ করে। এবার যাঁরা অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছেন বা টাকা তুলতে আসছেন তাঁদের নিজের কাছে রাখা ওই ১০ শতাংশ অর্থ দিয়েই লেনদেন করে ব্যাঙ্ক। এর আগেও এমন পরিস্থিতি হয়েছে যখন ব্যাঙ্ক বা ব্যাঙ্কিং ব্যবস্থার উপর থেকেই মানুষের বিশ্বাস উঠে গিয়েছে। কাতারে কাতারে মানুষ লাইন দিয়ে নিজের টাকা তুলে নিয়েছেন। যতক্ষণ না ব্যাঙ্ক ‘রান’ করছে ততক্ষণ কোনও সমস্যা নেই। কিন্তু ‘রান’ না করলে পতন অবশ্যম্ভাবী।
advertisement
প্রতি বছরই কোনও না কোনও ব্যাঙ্ক ডোবে। তখন লোকসান কভার করার জন্য পদক্ষেপ নেয় সরকার। অন্য প্রতিষ্ঠানের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়। গ্রাহকরা যখন দেখেন হঠাৎ তাঁদের ব্যাঙ্কের নতুন নাম হয়েছে, তখন ধীরে ধীরে ব্যাপারটা বোঝা যায়। আর যদি কোনও ব্যাঙ্ক পুরোপুরি উঠে যায় (গত মন্দার সময় হয়েছিল) তখন গ্রাহক আমানত কভারের জন্য বিমা প্রিমিয়াম থেকে কিছু টাকা পান। সেটা অবশ্যই প্রকৃত আমানতের চেয়ে অনেক কম।