টাকা তো রাখছেন, কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে সঞ্চয় কতটা নিরাপদ? সেটাও জানা দরকার

Last Updated:
বাড়িতে রাখা যেমন নিরাপদ নয়, তেমনই আবার আয়কর দফতর নোটিশ ধরাতে পারে। তাহলে উপায়?
1/7
প্রশ্ন তুলতেই পারেন যে কেউ- ব্যাঙ্কে টাকা রাখব না তো কোথায় রাখব? কেন না, বাড়িতে রাখা যেমন নিরাপদ নয়, তেমনই আবার আয়কর দফতর নোটিশ ধরাতে পারে। তাহলে উপায়?
প্রশ্ন তুলতেই পারেন যে কেউ- ব্যাঙ্কে টাকা রাখব না তো কোথায় রাখব? কেন না, বাড়িতে রাখা যেমন নিরাপদ নয়, তেমনই আবার আয়কর দফতর নোটিশ ধরাতে পারে। তাহলে উপায়?
advertisement
2/7
প্রশ্নটা আসলে উঠেছে আমেরিকার সিলিকন ভ্যালি ব্যাঙ্কের অবস্থা দেখে। প্রথম বিশ্বের অন্যতম বৃহৎ ব্যাঙ্ক যদি দেউলিয়া হয়ে যায় তাহলে এখানকার ব্যাঙ্কগুলোর কী হবে? উঠছে প্রশ্ন। ব্যাঙ্কে টাকা রাখা আদৌ নিরাপদ তো? জানতে চাইছেন গ্রাহকরা।
প্রশ্নটা আসলে উঠেছে আমেরিকার সিলিকন ভ্যালি ব্যাঙ্কের অবস্থা দেখে। প্রথম বিশ্বের অন্যতম বৃহৎ ব্যাঙ্ক যদি দেউলিয়া হয়ে যায় তাহলে এখানকার ব্যাঙ্কগুলোর কী হবে? উঠছে প্রশ্ন। ব্যাঙ্কে টাকা রাখা আদৌ নিরাপদ তো? জানতে চাইছেন গ্রাহকরা।
advertisement
3/7
বিশেষজ্ঞরা বলছেন, সাধারণত একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখা অর্থ নিরাপদ – এমনকী মন্দার সময়েও। তবে পুরোটাই ব্যালেন্সের পরিমাণ এবং অ্যাকাউন্টের প্রকারের উপর নির্ভর করে। সেই অনুযায়ী কারও টাকা নিরাপদ, কারও নয়। যেমন সিলিকন ভ্যালি ব্যাঙ্কের পতনের সময় বিলিয়ন বিলিয়ন ডলার অ-বিমাকৃত আমানত ছিল। তবে ভাল ব্যাপার হল, ব্যাঙ্কে থাকা অর্থের নিরাপত্তা বাড়ানোর কিছু উপায় আছে।
বিশেষজ্ঞরা বলছেন, সাধারণত একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখা অর্থ নিরাপদ – এমনকী মন্দার সময়েও। তবে পুরোটাই ব্যালেন্সের পরিমাণ এবং অ্যাকাউন্টের প্রকারের উপর নির্ভর করে। সেই অনুযায়ী কারও টাকা নিরাপদ, কারও নয়। যেমন সিলিকন ভ্যালি ব্যাঙ্কের পতনের সময় বিলিয়ন বিলিয়ন ডলার অ-বিমাকৃত আমানত ছিল। তবে ভাল ব্যাপার হল, ব্যাঙ্কে থাকা অর্থের নিরাপত্তা বাড়ানোর কিছু উপায় আছে।
advertisement
4/7
ব্যাঙ্কে রাখা টাকা কতটা নিরাপদ: গ্রাহকের টাকা ব্যাঙ্কে পড়ে থাকে না। ব্যাঙ্ক টাকা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে অন্য কাউকে ঋণ দিয়ে দেয়। আইন অনুযায়ী, ব্যাঙ্ককে নিজের কাছে কিছু টাকা রাখতে হয়, তবে তার পরিমাণ খুব বেশি নয়। মূলধনের প্রয়োজনীয়তা প্রতিষ্ঠান অনুসারে পরিবর্তিত হয়।
ব্যাঙ্কে রাখা টাকা কতটা নিরাপদ: গ্রাহকের টাকা ব্যাঙ্কে পড়ে থাকে না। ব্যাঙ্ক টাকা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে অন্য কাউকে ঋণ দিয়ে দেয়। আইন অনুযায়ী, ব্যাঙ্ককে নিজের কাছে কিছু টাকা রাখতে হয়, তবে তার পরিমাণ খুব বেশি নয়। মূলধনের প্রয়োজনীয়তা প্রতিষ্ঠান অনুসারে পরিবর্তিত হয়।
advertisement
5/7
ফেডারেল রিজার্ভ অনুযায়ী, বড় ব্যাঙ্কের জন্য এই পরিমাণ প্রায় ১০ শতাংশ। সোজা কথায়, গ্রাহকের পাসবই বা অ্যাকাউন্ট স্টেটমেন্টে যে অর্থ আছে বলে দেখাচ্ছে তার ৯০ শতাংশই আছে অন্য কোথাও।
ফেডারেল রিজার্ভ অনুযায়ী, বড় ব্যাঙ্কের জন্য এই পরিমাণ প্রায় ১০ শতাংশ। সোজা কথায়, গ্রাহকের পাসবই বা অ্যাকাউন্ট স্টেটমেন্টে যে অর্থ আছে বলে দেখাচ্ছে তার ৯০ শতাংশই আছে অন্য কোথাও।
advertisement
6/7
ব্যাঙ্ক আমানত নেয়, ঋণ দেয় এবং ঋণের অর্থ সংগ্রহ করে তার কোষাগার পূরণ করে। এবার যাঁরা অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছেন বা টাকা তুলতে আসছেন তাঁদের নিজের কাছে রাখা ওই ১০ শতাংশ অর্থ দিয়েই লেনদেন করে ব্যাঙ্ক। এর আগেও এমন পরিস্থিতি হয়েছে যখন ব্যাঙ্ক বা ব্যাঙ্কিং ব্যবস্থার উপর থেকেই মানুষের বিশ্বাস উঠে গিয়েছে। কাতারে কাতারে মানুষ লাইন দিয়ে নিজের টাকা তুলে নিয়েছেন। যতক্ষণ না ব্যাঙ্ক ‘রান’ করছে ততক্ষণ কোনও সমস্যা নেই। কিন্তু ‘রান’ না করলে পতন অবশ্যম্ভাবী।
ব্যাঙ্ক আমানত নেয়, ঋণ দেয় এবং ঋণের অর্থ সংগ্রহ করে তার কোষাগার পূরণ করে। এবার যাঁরা অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছেন বা টাকা তুলতে আসছেন তাঁদের নিজের কাছে রাখা ওই ১০ শতাংশ অর্থ দিয়েই লেনদেন করে ব্যাঙ্ক। এর আগেও এমন পরিস্থিতি হয়েছে যখন ব্যাঙ্ক বা ব্যাঙ্কিং ব্যবস্থার উপর থেকেই মানুষের বিশ্বাস উঠে গিয়েছে। কাতারে কাতারে মানুষ লাইন দিয়ে নিজের টাকা তুলে নিয়েছেন। যতক্ষণ না ব্যাঙ্ক ‘রান’ করছে ততক্ষণ কোনও সমস্যা নেই। কিন্তু ‘রান’ না করলে পতন অবশ্যম্ভাবী।
advertisement
7/7
প্রতি বছরই কোনও না কোনও ব্যাঙ্ক ডোবে। তখন লোকসান কভার করার জন্য পদক্ষেপ নেয় সরকার। অন্য প্রতিষ্ঠানের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়। গ্রাহকরা যখন দেখেন হঠাৎ তাঁদের ব্যাঙ্কের নতুন নাম হয়েছে, তখন ধীরে ধীরে ব্যাপারটা বোঝা যায়। আর যদি কোনও ব্যাঙ্ক পুরোপুরি উঠে যায় (গত মন্দার সময় হয়েছিল) তখন গ্রাহক আমানত কভারের জন্য বিমা প্রিমিয়াম থেকে কিছু টাকা পান। সেটা অবশ্যই প্রকৃত আমানতের চেয়ে অনেক কম।
প্রতি বছরই কোনও না কোনও ব্যাঙ্ক ডোবে। তখন লোকসান কভার করার জন্য পদক্ষেপ নেয় সরকার। অন্য প্রতিষ্ঠানের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়। গ্রাহকরা যখন দেখেন হঠাৎ তাঁদের ব্যাঙ্কের নতুন নাম হয়েছে, তখন ধীরে ধীরে ব্যাপারটা বোঝা যায়। আর যদি কোনও ব্যাঙ্ক পুরোপুরি উঠে যায় (গত মন্দার সময় হয়েছিল) তখন গ্রাহক আমানত কভারের জন্য বিমা প্রিমিয়াম থেকে কিছু টাকা পান। সেটা অবশ্যই প্রকৃত আমানতের চেয়ে অনেক কম।
advertisement
advertisement
advertisement