প্রতি মাসে PF-র টাকা অ্যাকাউন্টে জমা দিচ্ছে তো কোম্পানি? ঘরে বসেই দেখে নিন, রইল ৪টি সহজ উপায়
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
PF Balance: ইপিএফে কত টাকা জমা পড়ল, কোম্পানি সময়মতো টাকা জমা দিচ্ছে কি না, সুদ থেকে কত আয় হল, এই সব নিয়ে চিন্তা থাকে অনেকেরই।
advertisement
ইপিএফে কত টাকা জমা পড়ল, কোম্পানি সময়মতো টাকা জমা দিচ্ছে কি না, সুদ থেকে কত আয় হল, এই সব নিয়ে চিন্তা থাকে অনেকেরই। তবে ঘরে বসে এসব জানাও যায়। কীভাবে ইপিএফও অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে হয় দেখে নেওয়া যাক। ইপিএফও পোর্টালের মাধ্যমে: ইপিএফও-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্স সংক্রান্ত যাবতীয় তথ্য দেখতে পারেন কর্মচারী।
advertisement
advertisement
advertisement
advertisement
মিসড কলের মাধ্যমে ব্যালেন্স চেক: ইপিএফও এখন মিসড কলের মাধ্যমেও ব্যালেন্স চেক করার সুযোগ দিচ্ছে। এর জন্য রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 011-22901406 নম্বরে মিসড কল দিতে হবে। কয়েক সেকেন্ডের মধ্যে মোবাইলে পিএফ ব্যালেন্সের তথ্য পাঠিয়ে দেওয়া হবে।UMANG অ্যাপের মাধ্যমে PF ব্যালেন্স চেক: UMANG (Unified Mobile Application for New-age Governance) অ্যাপের মাধ্যমেও পিএফ ব্যালেন্স দেখে নেওয়া যায়।
advertisement
advertisement