LIC-র এই বিশেষ বেনিফিট স্কিম করিয়েছেন ? তাহলে আর চিন্তা নেই
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
Last Updated:
এই স্কিমের আওতায় ৫০ বা তার বেশি সংখ্যক কর্মীকে স্বাস্থ্য বিমার সুবিধা দিতে পারবেন নিয়োগকর্তারা।
advertisement
মঙ্গলবার এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এলআইসি। সেখানে জানানো হয়েছে, নিয়োগকর্তারা এই স্কিমের মাধ্যমে কর্মীদের অবসর পরবর্তী চিকিৎসা সুবিধা দিতে পারবেন। প্ল্যানটি প্রতিটি সদস্যকে একটি নির্দিষ্ট জীবন কভার বেনিফিট (সাম অ্যাসিওর্ড) অফার করে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই স্কিম এলআইসির এগারোটি গ্রুপ পণ্য এবং একটি গ্রুপ অ্যাক্সিডেন্ট বেনিফিট রাইডারের মধ্যে নয়া সংযোজন। ভারতে চিকিৎসা খরচ দিন-দিন বাড়ছে। এই পরিস্থিতিতে এলআইসি-র এই নয়া স্কিমে অবসরপ্রাপ্তদের অনেকটা সুরাহা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
advertisement
পোস্ট রিটায়ারমেন্ট মেডিকেল বেনিফিট স্কিম কী: পোস্ট রিটায়ারমেন্ট মেডিক্যাল বেনিফিট স্কিমে নিয়োগকর্তা তার অবসরপ্রাপ্ত কর্মচারী, তাদের পত্নী, এবং নির্ভরশীল সন্তানদের কিছু চিকিৎসা সুবিধা প্রদান করে। অর্থাৎ চিকিৎসার ব্যয়ভার মেটায় নিয়োগকর্তা। এবিএসআলআই-এর পিআরএমবিএস প্ল্যানগুলি পিআরএমবিএস স্কিমের অধীনে অবসরপ্রাপ্ত কর্মচারীদের অর্থ প্রদানের জন্য প্রয়োজনীয় কর্পাস জমা করতে সাহায্য করার জন্য ডিজাইন করা হয়েছে।
advertisement
advertisement
advertisement