SIP বিনিয়োগ করছেন? ১০, ১৫ এবং ২০ বছরে এই পরিমাণ টাকা রাখলে অনায়াসে হয়ে উঠবেন কোটিপতি
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
যেহেতু বিনিয়োগকারী SIP বিনিয়োগে চক্রবৃদ্ধি হারে সুদ পান, তাই দীর্ঘমেয়াদি বিনিয়োগ আরও সম্পদ সংগ্রহ করতে সহায়তা করে।
মিউচুয়াল ফান্ডে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (এসআইপি) বিনিয়োগের জন্য একটি কার্যকরী হাতিয়ার হয়ে উঠেছে। এগুলি বিনিয়োগকারীকে ৫০০ টাকার মধ্যে বিনিয়োগ শুরু করার স্বাধীনতা দেয় এবং একটি SIP-তে একটি মাঝারি মাসিক বিনিয়োগের মাধ্যমে যে কেউ মাত্র ১০ বছরের মধ্যে উল্লেখযোগ্য সম্পদ গড়ে তুলতে পারে পারেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
সময়কাল যত বেশি, এসআইপি তত কম - ১. কেউ যদি উপরের হিসাবটি বিশ্লেষণ করেন, তাহলে তিনি বুঝতে পারবেন যে, ১০ বছরে ১ কোটি টাকা জমা করতে প্রতি মাসে ৪৩.০৪১ টাকা বিনিয়োগ করতে হবে। ২. কিন্তু তিনি যদি বিনিয়োগের সময়কাল ২০ বছর করেন, তাহলে প্রতি মাসে এসআইপি বিনিয়োগ ১০,০০৯ টাকার মতো হবে, যা ১০ বছরে ১ কোটি টাকা জমা করার জন্য এসআইপি-র আকারের এক চতুর্থাংশেরও কম।
advertisement
BankBazaar.com-এর সিইও আদিল শেঠি জানিয়েছেন যে, “কেউ শূন্য থেকে শুরু করতে পারেন এবং ন্যূনতম ঝুঁকি ও খরচ-সহ কোটি কোটি টাকার আর্থিক সম্পদ তৈরি করতে পারে। তাই স্টেপ-আপ এসআইপি ফাংশন ব্যবহার করতে হবে এবং নিজেদের আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে এসআইপি-র পরিমাণ বাড়াতে হবে। এটি সকলকে নিজেদের লক্ষ্যগুলি দ্রুত অর্জন করতে সাহায্য করবে।”