Kerala Painter Turned Crorepati: স্বপ্ন দেখতেন হাজার হাজারের, পেলেন ১২ কোটি! বদলে গেল জীবন, চোখ বেয়ে এল জল...

Last Updated:
Kerala Painter Turned Crorepati: গিয়েছিলেন থলি হাতে বাজারে সবজি কিনতে! বাড়ি ফিরলেন কোটি কোটি টাকার মালিক হয়ে...
1/5
রবিবারে সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছিলেন বাজারে সবজি আনতে, ফেরার পথে সবজির বদলে ব্যাগে করে নিয়ে ফিরলেন ১২ কোটি টাকা। যে কোনও সিনেমার চিত্রনাট্য মনে হচ্ছে তো? কিন্তু মোটেই তা নয়। বাস্তবেই কেরলের আয়মানমের কুদয়মপাদির বাসিন্দা সদানন্দনের সঙ্গে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা।
রবিবারে সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছিলেন বাজারে সবজি আনতে, ফেরার পথে সবজির বদলে ব্যাগে করে নিয়ে ফিরলেন ১২ কোটি টাকা। যে কোনও সিনেমার চিত্রনাট্য মনে হচ্ছে তো? কিন্তু মোটেই তা নয়। বাস্তবেই কেরলের আয়মানমের কুদয়মপাদির বাসিন্দা সদানন্দনের সঙ্গে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা।
advertisement
2/5
কথায় বলে ‘উপরওয়ালা যখন দেন ছপ্পর ফাটিয়েই দেন’, এবার সেই ঘটনারই সাক্ষী থাকল কেরল। পেশায় চিত্রকর সদানন্দন রবিবার সাত সক্কালে বাজারের ব্যাগ হাতে গিয়েছিলেন সবজি কিনতে। ফেরার পথে ৩০০ টাকা দিয়ে একটি লটারির টিকিট কেনেন তিনি। আর তাতেই জ্যাকপট। সদানন্দন যখন টিকিটটি কেনেন তখন লটারির ড্র হতে আর মাত্র কিছুক্ষণ দেরি। তাই টিকিট কেনার কিছুক্ষণের মধ্যেই তিনি জানতে পারেন ফলাফল। ফলে কার্যতই বাজার থেকে সবজির বদলে ব্যাগ ভরে বাড়ি আসে ১২ কোটি টাকা।
কথায় বলে ‘উপরওয়ালা যখন দেন ছপ্পর ফাটিয়েই দেন’, এবার সেই ঘটনারই সাক্ষী থাকল কেরল। পেশায় চিত্রকর সদানন্দন রবিবার সাত সক্কালে বাজারের ব্যাগ হাতে গিয়েছিলেন সবজি কিনতে। ফেরার পথে ৩০০ টাকা দিয়ে একটি লটারির টিকিট কেনেন তিনি। আর তাতেই জ্যাকপট। সদানন্দন যখন টিকিটটি কেনেন তখন লটারির ড্র হতে আর মাত্র কিছুক্ষণ দেরি। তাই টিকিট কেনার কিছুক্ষণের মধ্যেই তিনি জানতে পারেন ফলাফল। ফলে কার্যতই বাজার থেকে সবজির বদলে ব্যাগ ভরে বাড়ি আসে ১২ কোটি টাকা।
advertisement
3/5
সদানন্দন যখন টিকিটটি কেনেন তখন লটারির ড্র হতে আর মাত্র কিছুক্ষণ দেরি। তাই টিকিট কেনার কিছুক্ষণের মধ্যেই তিনি জানতে পারেন ফলাফল। ফলে কার্যতই বাজার থেকে সবজির বদলে ব্যাগ ভরে বাড়ি আসে ১২ কোটি টাকা।
সদানন্দন যখন টিকিটটি কেনেন তখন লটারির ড্র হতে আর মাত্র কিছুক্ষণ দেরি। তাই টিকিট কেনার কিছুক্ষণের মধ্যেই তিনি জানতে পারেন ফলাফল। ফলে কার্যতই বাজার থেকে সবজির বদলে ব্যাগ ভরে বাড়ি আসে ১২ কোটি টাকা।
advertisement
4/5
বড়দিন বাম্পার লটারিতেই টিকিটটি কেটেছিলেন সদানন্দন। ৩০০ টাকা দামের এই টিকিটের লটারিতে প্রথম পুরস্কার ছিল ১২ কোটি টাকা, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার ছিল যথাক্রমে ৩ কোটি এবং ৬০ লক্ষ টাকা।
বড়দিন বাম্পার লটারিতেই টিকিটটি কেটেছিলেন সদানন্দন। ৩০০ টাকা দামের এই টিকিটের লটারিতে প্রথম পুরস্কার ছিল ১২ কোটি টাকা, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার ছিল যথাক্রমে ৩ কোটি এবং ৬০ লক্ষ টাকা।
advertisement
5/5
এই ভাগ্য পরিবর্তন প্রসঙ্গে সদানন্দন জানিয়েছেন, ‘এর আগেও বহুবার লটারির টিকিট কেটেছি। কখনও অল্প কিছু টাকা জিতলেও এত বড় জয় এই প্রথম। আমি এখনও বিশ্বাসই করতে পারছি না পুরো বিষয়টা’। লটারিতে পাওয়া এই বিপুল অর্থের বেশ কিছুটা তিনি শিশুদের সাহায্য এবং উন্নতির খাতেই ব্যবহার করবেন বলেই জানিয়েছেন কেরালার ওই চিত্রশিল্পী।
এই ভাগ্য পরিবর্তন প্রসঙ্গে সদানন্দন জানিয়েছেন, ‘এর আগেও বহুবার লটারির টিকিট কেটেছি। কখনও অল্প কিছু টাকা জিতলেও এত বড় জয় এই প্রথম। আমি এখনও বিশ্বাসই করতে পারছি না পুরো বিষয়টা’। লটারিতে পাওয়া এই বিপুল অর্থের বেশ কিছুটা তিনি শিশুদের সাহায্য এবং উন্নতির খাতেই ব্যবহার করবেন বলেই জানিয়েছেন কেরালার ওই চিত্রশিল্পী।
advertisement
advertisement
advertisement