জনধন গ্রাহকদের ব্যালেন্স শীঘ্রই এক লাখ কোটি টাকা হতে চলেছে ৷ কেন্দ্র সরকারের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, ৩ এপ্রিল অ্যাকাউন্টের ব্যালেন্স ৯৭ হাজার ৬৫৫ কোটি টাকা হয়ে গিয়েছে ৷ এর এক সপ্তাহ আগে ২৭ মার্চ অ্যাকাউন্টের ব্যালেন্স ৯৬ হাজার ১০৭ কোটি টাকা হয়ে গিয়েছে ৷ যে ভাবে অ্যাকাউন্টে ব্যালেন্স বেড়ে চলেছে তা থেকে এটা স্পষ্ট যে শীঘ্রই তা এক লাখা কোটি টাকা হয়ে যাবে ৷ এবছর বাজেটের পর কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী জন ধন যোজনার সঙ্গে যুক্ত গ্রাহকদের হাজার টাকার ওভারড্রাফ্টের সুবিধা দ্বিগুণ করে ১০০০০ টাকা করে দিয়েছে ৷