পুরনো দিনের নোট বা কয়েন জমানোর শখ আছে আপনার! তা হলে এই নোট আপনাকে রাতারাতি লাখপতি করে দিতে পারে। এক টাকার এই নোট আপনি সাত লাখ টাকায় বিক্রি করতে পারবেন।
2/ 5
যে নোটের কথা বলা হচ্ছে সেটি দেশ স্বাধীন হওয়ারও আগের। ২০১৫ সাল থেকে এক টাকার নোট ছাপা বন্ধ হয়ে গিয়েছে।
3/ 5
এই নোট ৮৬ বছরের পুরনো। খুব কম মানুষের কাছেই এখনও এই নোট রয়েছে। তবে যাদের কাছে আছে তারা চাইলে এই নোট বিক্রি করে সাত লাখ টাকা উপার্জন করতে পারেন।
4/ 5
১৯৩৫ সালের এই নোট অবশ্য এখনও কয়েকজনের কাছে রয়েছে। এই নোটে তত্কালীন গভর্নর জে ডব্লু কেলির সই রয়েছে।
5/ 5
স্বাধীনতার আগের সময়ের এই নোট এখ হেরিটেজ হিসেবে গণ্য হবে। তাই এই নোটের এত দাম! অনেকে অবশ্য এই নোট সংগ্রহে রেখেছেন। তাঁদের আপাতত বিক্রির কোনও পরিকল্পনা নেই।