ITR Filing: বার্ষিক আয় ১২ লাখ টাকার কম হলে আইটিআর দাখিল করতে হবে? বাজেটের পর নিয়ম কী দাঁড়াল?
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, নতুন কর ব্যবস্থাতেই এই সুবিধা পাওয়া যাবে, যা ২০২৩ সাল থেকে ডিফল্ট হিসেবে চালু হয়েছে। তবে করদাতাদের অনেকেই জানতে চাইছেন, বার্ষিক আয় ১২ লাখ টাকার কম হলে কী আয়কর রিটার্ন দাখিল করতে হবে?
advertisement
advertisement
কর বিশেষজ্ঞরা বলছেন, আয়কর রিটার্ন দাখিল করতেই হবে। তবেই সুবিধা মিলবে। আগে বার্ষিক আয় ১২ লাখ টাকা হলে নতুন কর ব্যবস্থায় প্রায় ৮০,০০০ টাকা কর দিতে হত। কিন্তু নতুন নিয়মে করদাতাদের এক পয়সা কর দিতে হবে না, যদি তাঁরা আইটিআর ফাইল করেন এবং রিবেটের সুবিধা নেন। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সুরেশ সুরানা বলেন, “বার্ষিক আয় যদি ১২ লাখ টাকার কমও হয়, তাহলেও আয়কর রিটার্ন দাখিল করতে হবে। তবে বার্ষিক আয় প্রাথমিক কর ছাড়ের সীমার নীচে থাকলে রিটার্ন দাখিল না করলেও চলবে।” Representative Image
advertisement
advertisement
advertisement
বাজেটে করমুক্ত আয়ের সীমা কি বাড়ানো হয়েছে? হ্যাঁ, নতুন কর ব্যবস্থায় করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ১২ লাখ টাকা করা হয়েছে। তবে এই সুবিধা পেতে হলে আইটিআর দাখিল করতে হবে। আগের করমুক্ত আয়ের সীমা কত ছিল? আগে ৭ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত ছিল, এখন ১২ লাখ টাকা করা হয়েছে। ফলে প্রায় ১ কোটি করদাতা, যাঁরা আগে ২০,০০০ থেকে ৮০,০০০ টাকা পর্যন্ত আয়কর দিতেন, তাঁদের এখন কোনও কর দিতে হবে না। Representative Image
advertisement
নতুন আয়কর স্ল্যাব (২০২৫-২৬) নতুন কর ব্যবস্থায় অতিরিক্ত ২৫ শতাংশের কর স্ল্যাব যোগ হয়েছে। ফলে এখন মোট ৭টি কর স্ল্যাব রয়েছে। নতুন কর কাঠামো হল: ০ – ৪,০০,০০০ টাকায় কোনও কর দিতে হবে না। ৪,০০,০০১ – ৮,০০,০০০ টাকায় করের হার ৫ শতাংশ, ৮,০০,০০১ – ১২,০০,০০০ টাকায় ১০ শতাংশ, ১২,০০,০০১ – ১৬,০০,০০০ টাকায় ১৫ শতাংশ, ১৬,০০,০০১ – ২০,০০,০০০ টাকায় ২০ শতাংশ, ২০,০০,০০১ – ২৪,০০,০০০ টাকায় ২৫ শতাংশ এবং ২৪,০০,০০১ টাকা বা তার বেশি আয়ে ৩০ শতাংশ হারে কর দিতে হবে। Representative Image
advertisement