Petrol-Diesel Prices: অপরিশোধিত তেলের দামে পতন, তাহলে কি দেশের বাজারে কমল পেট্রোল-ডিজেলের দাম ?

Last Updated:
Petrol-Diesel Prices: যে যে শহরে বদলেছে পেট্রোল ও ডিজেলের দাম-
1/5
আন্তর্জাতিক বাজারে এদিন অশোধিত তেলের দামে পতন দেখা গিয়েছে ৷ রবিবার সকাল প্রায় ৭ টায় WTI ক্রুডের দাম বেড়ে ৭৮.০১ ডলার প্রতি ব্যারেল হিসেবে বিক্রি হচ্ছে ৷ অন্যদিকে, ব্রেন্ট ক্রুডের দান ৮২.০৮ ডলার প্রতি ব্যারেল হিসেবে বিক্রি হচ্ছে ৷
আন্তর্জাতিক বাজারে এদিন অশোধিত তেলের দামে পতন দেখা গিয়েছে ৷ রবিবার সকাল প্রায় ৭ টায় WTI ক্রুডের দাম বেড়ে ৭৮.০১ ডলার প্রতি ব্যারেল হিসেবে বিক্রি হচ্ছে ৷ অন্যদিকে, ব্রেন্ট ক্রুডের দান ৮২.০৮ ডলার প্রতি ব্যারেল হিসেবে বিক্রি হচ্ছে ৷
advertisement
2/5
রবিবারের জন্য ইতিম্যধেই দেশের তেল সংস্থা পেট্রোল ও ডিজেলের দাম জারি করে দিয়েছে ৷ প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম  জারি করা হয় ৷ এর আগে জুন ২০১৭ পর্যন্ত প্রত্যেক ১৫ দিনে পেট্রোল ও ডিজেলের দাম জারি করা হত ৷
রবিবারের জন্য ইতিম্যধেই দেশের তেল সংস্থা পেট্রোল ও ডিজেলের দাম জারি করে দিয়েছে ৷ প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করা হয় ৷ এর আগে জুন ২০১৭ পর্যন্ত প্রত্যেক ১৫ দিনে পেট্রোল ও ডিজেলের দাম জারি করা হত ৷
advertisement
3/5
ছত্তীসগড়ে পেট্রোল ৫০ পয়সা ও ডিজেল ৪৯ পয়সা সস্তা হয়ে গিয়েছে ৷ হিমাচল প্রদেশে পেট্রোল ২৯ পয়সা ও ডিজেল ২৭ পয়সা সস্তা হয়েছে ৷ অন্যদিকে, গুজরাতে পেট্রোল ৪৯ পয়সা এবং ডিজেল ৪৮ পয়সা সস্তা হয়েছে ৷ এছাড়া পঞ্জাব, মহারাষ্ট্র, ও রাজস্থানে পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে ৷
ছত্তীসগড়ে পেট্রোল ৫০ পয়সা ও ডিজেল ৪৯ পয়সা সস্তা হয়ে গিয়েছে ৷ হিমাচল প্রদেশে পেট্রোল ২৯ পয়সা ও ডিজেল ২৭ পয়সা সস্তা হয়েছে ৷ অন্যদিকে, গুজরাতে পেট্রোল ৪৯ পয়সা এবং ডিজেল ৪৮ পয়সা সস্তা হয়েছে ৷ এছাড়া পঞ্জাব, মহারাষ্ট্র, ও রাজস্থানে পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে ৷
advertisement
4/5
চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম-দিল্লি- পেট্রোল ৯৬.৭২ টাকা, ডিজেল ৯০.০৮ টাকা

মুম্বই- পেট্রোল ১০৬.৩১ টাকা, ডিজেল ৯৪.২৭ টাকা

কলকাতা- পেট্রোল ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭৬ টাকা

চেন্নাই- পেট্রোল ১০২.৭৪ টাকা, ডিজেল ৯৪.৩৩ টাকা
চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম-দিল্লি- পেট্রোল ৯৬.৭২ টাকা, ডিজেল ৯০.০৮ টাকা মুম্বই- পেট্রোল ১০৬.৩১ টাকা, ডিজেল ৯৪.২৭ টাকা কলকাতা- পেট্রোল ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭৬ টাকা চেন্নাই- পেট্রোল ১০২.৭৪ টাকা, ডিজেল ৯৪.৩৩ টাকা
advertisement
5/5
যে যে শহরে বদলেছে পেট্রোল ও ডিজেলের দাম-নয়ডা- পেট্রোল ৯৬.৫৯ টাকা, ডিজেল ৮৯.৭৬ টাকা

গাজিয়াবাদ- পেট্রোল ৯৬.৫৮ টাকা, ডিজেল ৮৯.৭৫ টাকা

লখনউ- পেট্রোল ৯৬.৫৭ টাকা, ডিজেল ৮৯.৭৬ টাকা

পটনা- পেট্রোল ১০৭.৫৪ টাকা, ডিজেল ৯৪.৩২ টাকা

পোর্টব্লেয়ার- পেট্রোল ৮৪.১০ টাকা, ডিজেল ৭৯.৭৪ টাকা
যে যে শহরে বদলেছে পেট্রোল ও ডিজেলের দাম-নয়ডা- পেট্রোল ৯৬.৫৯ টাকা, ডিজেল ৮৯.৭৬ টাকা গাজিয়াবাদ- পেট্রোল ৯৬.৫৮ টাকা, ডিজেল ৮৯.৭৫ টাকা লখনউ- পেট্রোল ৯৬.৫৭ টাকা, ডিজেল ৮৯.৭৬ টাকা পটনা- পেট্রোল ১০৭.৫৪ টাকা, ডিজেল ৯৪.৩২ টাকা পোর্টব্লেয়ার- পেট্রোল ৮৪.১০ টাকা, ডিজেল ৭৯.৭৪ টাকা
advertisement
advertisement
advertisement