ম্যাচিউরিটির আগেই কি PPF অ্যাকাউন্ট ক্লোজ করা যায়? শর্ত কী এবং কী করতে হবে দেখে নিন এক ঝলকে!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
যদি আচমকা টাকার দরকার হয়? তখন ম্যাচিউর করুক আর না-ই করুক, বিনিয়োগ করা টাকাটা কি তুলে নেওয়া যাবে?
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
- টাকা বিনিয়োগ করার পরে যত দিন পর্যন্ত না ৫টি আর্থিক বছর পেরোচ্ছে, তত দিন পর্যন্ত পিপিএফ অ্যাকাউন্টের টাকা তোলা যাবে না। এই ৫ আর্থিক বছর পেরিয়ে এলে কেবল তিন জরুরি পরিস্থিতিতেই অ্যাকাউন্ট ক্লোজ করে টাকা উইথড্রয়ালের সুবিধা দেওয়া হয়। - বিনিয়োগকারী নিজের, স্ত্রী/স্বামীর, তাঁর উপার্জনের উপরে নির্ভরশীল সন্তান/পিতা-মাতার অসুস্থতার ব্যয়নির্বাহের জন্য অসুস্থতা এবং খরচ সংক্রান্ত উপযুক্ত নথি জমা দিলে পিপিএফ অ্যাকাউন্ট ক্লোজিং এবং টাকা উইথড্রয়ালের সুবিধা পাওয়া যায়। - দেশ হোক বা বিদেশ- সন্তানের উচ্চশিক্ষার জন্য টাকা খাটানোর ৫ আর্থিক বছর পরে উপযুক্ত প্রমাণ পেশ করলে পিপিএফ অ্যাকাউন্ট ক্লোজিং এবং টাকা উইথড্রয়ালের সুবিধা পাওয়া যায়। - বিনিয়োগকারীর মৃত্যু হলে প্রয়োজনীয় নথি জমা দেওয়ার সাপেক্ষে নমিনি বা আইনত যোগ্য উত্তরাধিকারীকে পিপিএফ অ্যাকাউন্ট ক্লোজিং এবং টাকা উইথড্রয়ালের সুবিধা দেওয়া হয়।
advertisement
কীভাবে পিপিএফ অ্যাকাউন্ট ক্লোজ করে দিয়ে টাকা উইথড্র করা যায়? প্রিম্যাচিউর ক্লোজিং রিকোয়েস্টের ক্ষেত্রে অ্যাকাউন্ট হোল্ডারকে যথাযথ ভাবে পূরণ করা ফর্ম সি জমা দিতে হয় যে ব্যাঙ্কে বা পোস্ট অফিসে তাঁর পিপিএফ অ্যাকাউন্ট খোলা হয়েছিল সেখানে। এর পর কর্তৃপক্ষ অ্যাকাউন্ট ক্লোজ করে দেন এবং টাকা বিনিয়োগকারীর অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়।
advertisement