আধার ছাড়া কি PAN-এর আবেদন করাই যাবে না! জেনে নিন বিস্তারিত
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
আসলে ভারতে যে সমস্ত নাগরিকের কাছে PAN কার্ড রয়েছে, তাঁদের সকলকেই এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আগামী ৩১ মার্চ ২০২৩ তারিখের মধ্যে ভারতীয় সমস্ত নাগরিককে আধার নম্বরের সঙ্গে PAN লিঙ্ক করিয়ে ফেলতে হবে। না হলে, আগামী ১ এপ্রিল ২০২৩ তারিখ থেকেই যে কোনও নাগরিকের PAN নিষ্ক্রিয় হয়ে যাবে। আসলে ভারতে যে সমস্ত নাগরিকের কাছে PAN কার্ড রয়েছে, তাঁদের সকলকেই এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এবার প্রশ্ন উঠতে পারে, যে সমস্ত নাগরিকের কাছে PAN কার্ড নেই তাঁদের কী হবে!
advertisement
advertisement
advertisement
advertisement
আধার পাওয়ার যোগ্যতা: সেক্ষেত্রে আবার প্রশ্ন উঠতে পারে আধার পাওয়ার যোগ্যতা কী? ২০১৬ সালের আধার আইন অনুসারে, শুধুমাত্র আবাসিক ভারতীয় নাগরিকই আধার পাওয়ার যোগ্য। উল্লিখিত আইনে আবাসিক বলতে বোঝানো হয়েছে এমন ব্যক্তিকে যিনি আধার আবেদনের তারিখের ঠিক ১২ মাসে আগে অন্তত ১৮২ দিন বা তার বেশি এদেশে বসবাস করছেন।
advertisement