পেনশনভোগীদেরও কি প্যান-আধার লিঙ্ক করাতে হবে ? জেনে নিন সময় থাকতে থাকতে
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
প্যান-আধার লিঙ্ক করাতে ঠিক কত টাকা খরচ হচ্ছে?
advertisement
আর এই জায়গাতে এসেই তৈরি হচ্ছে বহুবিধ ধন্দ। যাঁরা এই নিয়মের আওতায় পড়েন, তাঁদের তো প্যান আর আধার লিঙ্ক করিয়ে রাখতেই হবে। না হলে নানা রকমের আর্থিক ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হবে। কেন না, এই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরে প্যান কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হবে বলে জানানো হয়েছে সরকারের তরফে। তেমনই আবার এই সময়সীমা বাড়ানোর কোনও রকম ইঙ্গিতও কেন্দ্রের তরফে এখনও পর্যন্ত মেলেনি।
advertisement
advertisement
- নিয়ম অনুযায়ী, পেনশন নিয়েও একটা সমস্যা দেখা দেবে। যাঁরা বয়স্ক নাগরিক, তাঁরা যদি নিজে থেকে উদ্যোগ নিয়ে তাঁদের প্যান আর আধার লিঙ্ক করাতে না পারেন, তাহলে অন্য সবার মতো তাঁদেরও প্যান কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হবে। ফলে, পেনশনের টাকা আসা নিয়ে একটা সমস্যা হতে পারে। - আবার, যাঁরা সবেমাত্র অবসর গ্রহণ করেছেন, তাঁদেরও যদি প্যান আর আার লিঙ্ক করা না থাকে, তাহলে পেনশন পাওয়ার পদ্ধতি সুদূর বিলম্বিত হয়ে উঠতে পারে। - ফ্যামিলি পেনশনের ক্ষেত্রেও সমস্যার মুখে পড়তে হতে পারে প্যান আর আধার লিঙ্ক করা না থাকলে।
advertisement
advertisement
১. আধারের সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে মেসেজ পাঠাতে হবে। ২. প্রথমে লিখতে হবে UIDPAN, তারপর স্পেস দিয়ে লিখতে হবে ১২ সংখ্যার আধার নম্বর। তারপর আবার একটি স্পেস দিয়ে লিখতে হবে ১০ সংখ্যা-অক্ষরের প্যান নম্বর৷ ৩. SMS পাঠাতে হবে 567678 বা 56161 নম্বরে। ৪. মেসেজ ঠিক মতো পাঠানো হয়ে গেলে আধার এবং PAN সংযুক্তি সংক্রান্ত একটি কনফার্মেশন মেসেজ পাওয়া যাবে।